মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ১
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি কি তোমাদেরকে উৎকৃষ্ট লোকের খবর দেব না? তারা বললো, জি, হাঁ হে আল্লাহর রাসূল (ﷺ)। তিনি বললেন, তোমাদের মধ্যে উত্তম মানুষ হলো সে, যে দীর্ঘ জীবন পায় এবং ভাল কাজ করে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
باب الترغيب في محاسن الأخلاق
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم بخياركم؟ قالوا بلى يا رسول الله قال خياركم أطولكم اعمارا (9) واحسنكم اخلاقا

তাহকীক:
হাদীস নং: ২
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
২. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ঈমানের দিক থেকে সর্বাধিক কামিল মুমিন হচ্ছে- সেই ব্যক্তি, যার চরিত্র সর্বোৎকৃষ্ট। আর তোমাদের মধ্যে সর্বোত্তম লোক হালো তারা, যারা তাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين ايمانا أحسنهم خلقا وخيارهم خيارهم لنسائهم

তাহকীক:
হাদীস নং: ৩
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
৩. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো, কোন্ কাজটি সবচেয়ে বেশী সংখ্যক লোককে দোযখে নিয়ে যাবে? তিনি বলেন, মুখ ও লজ্জাস্থান। তাঁকে পুনরায় জিজ্ঞেস করা হলো, কোন কাজটি সর্বাধিক সংখ্যক মানুষকে বেহেশতে প্রবেশ করাবে? তিনি বলেন, সদাচার ও উত্তম চরিত্র।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
وعنه ايضا قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يلج الناس به النار؟ فقال الأجوفان الفم والفرج وسئل عن أكثر ما يلج به الناس الجنة؟ فقال رسول الله صلى الله عليه وسلم حسن الخلق

তাহকীক:
হাদীস নং: ৪
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
৪. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم صالح الأخلاق

তাহকীক:
হাদীস নং: ৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
৫. 'আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে আমার নিকট সবচেয়ে প্রিয় হলো সে, যে তোমাদের মধ্যে চরিত্রের দিক দিয়ে সবচেয়ে ভাল।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم ان من أحبكم إلي أحسنكم خلقا

তাহকীক:
হাদীস নং: ৬
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
৬. 'আমর ইবনে শুয়াইব (রা) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, তিনি নবী করিম (ﷺ)-কে বলতে শুনেছেন। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, কিয়ামতের দিন তোমাদের মধ্যে থেকে আমার নিকট সবচেয়ে প্রিয় ও মজলিসের দিক থেকে সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি কে, আমি কি তোমাদেরকে সে সংবাদ দেব? কাওমের লোকেরা চুপ থাকলো। তিনি কথাটি দুইবার অথবা তিনবার বললেন; তখন কাওমের লোকেরা বললো, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। তিনি বললেন, যার চরিত্র সবচেয়ে ভাল।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن عمرو بن شعيب عن أبيه عن جده أنه سمع النبي صلى الله عليه وسلم يقول ألا أخبركم بأحبكم إلى وأقربكم مني مجلسا يوم القيامة؟ فسكت القوم فأعادها مرتين أو ثلاثا قال القوم نعم يا رسول الله قال أحسنكم خلقا

তাহকীক:
হাদীস নং: ৭
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
৭. 'আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। তিনি বলেন, যে মুসলমান সঠিক পথ অবলম্বন করবে, সে তার সুন্দর স্বভাব, সচ্চরিত্র, উত্তম মেজাজ দ্বারা আল্লাহর নিদর্শন স্বরূপ দিনে রোযা পালনকারী ও রাত জেগে ইবাদত কারীর মর্যাদা অর্জন করতে পারে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن عبد الله بن عمرو قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان المسلم المسدد (9) ليدرك درجة الصوام الفوام بآيات الله بحسن خلقه وكرم ضريبته

তাহকীক:
হাদীস নং: ৮
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
৮. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি, তিনি বলেন, ব্যক্তি তার সুন্দর স্বভাব ও সচ্চরিত্র দ্বারা দিনে রোযা পালনকারী ও রাত জেগে ইবাদত কারীর মর্যাদা হাসিল করতে পারে। 
(অন্য শব্দে:) রাতভর ইবাদতকারী ও দিনে রোযা পালনকারীর মর্যাদা লাভ করতে পারে।
(অন্য শব্দে:) রাতভর ইবাদতকারী ও দিনে রোযা পালনকারীর মর্যাদা লাভ করতে পারে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الرجل ليدرك يحسن الخلق بحسن الخلق درجة الصائم القائم (وفي لفظ) درجات قائم الليل صائم النهار

তাহকীক:
হাদীস নং: ৯
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
৯. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম (ﷺ) বলেন, (অন্য বর্ণনায় তিনি বলেন,) আল্লাহ তুমি আমাকে উত্তম স্বভাব দান কর এবং চরিত্রকে ভাল করে দাও।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
وعنها أيضا قالت إن النبي صلى الله عليه وسلم قال (وفي رواية كان يقول) اللهم احسنت خلقي فأحسن خلقي

তাহকীক:
হাদীস নং: ১০
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১০. আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বসে একটি বিষয় আলোচনা করছিলাম। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা যদি শোন দুনিয়ার কোন পাহাড় তার নিজ স্থান থেকে অন্যস্থানে স্থানান্তরিত হয়েছে, তাহলে তোমরা তা বিশ্বাস করবে। কিন্তু যদি শোন, কোন ব্যক্তি তার স্বভাব পরিবর্তন করেছে, তাহলে তোমরা তা বিশ্বাস করবে না। কারণ, সেতো তার স্বভাবের উপর পরিচালিত হচ্ছে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن أبي الدرداء قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم نتذاكر ما يكون إذ قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم بجبل زال عن مكانه (4) فصدقوا وإذا سمعتم برجل تغير عن خلقه (5) فلا تصدقوا به وأنه يصير إلى ما جبل عليه

তাহকীক:
হাদীস নং: ১১
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১১. আবু ছা'লাবা আল খুশানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার নিকট সবচেয়ে প্রিয় ও সবচেয়ে নিকটবর্তী হবে সে ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে ভাল, অপর দিকে কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার নিকট সবচেয়ে ঘৃণিত ও আমার থেকে বহুদুরে অবস্থান করবে বাচাল, ধৃষ্ট, নির্লজ্জ ও অহংকারী ব্যক্তি।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن أبي ثعلبة الخشنى قال قال رسول الله صلى الله عليه وسلم ان احبكم إلي واقربكم مني في الآخرة محاسنكم اخلاقا وان أبغضكم إلي وأبعدكم مني في الآخرة مساويكم اخلاقا الثرثارون (7) المتفيهقون المتشدقون

তাহকীক:
হাদীস নং: ১২
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১২. উসামা ইবন শরীক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক বেদুঈন রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন ব্যক্তি উত্তম? তিনি বললেন, মানুষের মধ্যে যার চরিত্র ভাল সে-ই উত্তম।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن اسامة بن شريك قال جاء اعرابي إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله اي الناس خير؟ قال أحسنهم خلقا

তাহকীক:
হাদীস নং: ১৩
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১৩. জাবির ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এক মজলিসে বসা ছিলাম, তিনি বলেন, আবু সামুরা আমার সামনে বসা ছিল। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, ইসলামে অশ্লীলতা ও অশ্লীল কাজ করার কোন সুযোগ নেই। ইসলামের মধ্য উত্তম মানুষ হলো সে, যার চরিত্র সবচেয়ে ভাল।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن جابر بن سمرة قال كنت في مجلس فيه النبي صلى الله عليه وسلم قال وأبي سمرة جالس أمامي فقال رسول الله صلى الله عليه وسلم ان الفحش (2) والتفحش ليسا من الاسلام وأن احسن الناس اسلاما احسنهم خلقا

তাহকীক:
হাদীস নং: ১৪
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১৪. মু'আয (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, হে মু'আয। কোন খারাপ কাজের পরপরই তুমি ভাল কাজ করবে, তাতে খারাপ দুরীভূত হয়ে যাবে। এবং মানুষের সাথে উত্তম আচরণ করবে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن معاذ أن رسول الله صلى الله عليه وسلم قال يا معاذ أتبع (4) السيئة بالحسنة تمحها (5) وخالق الناس بخلق حسن

তাহকীক:
হাদীস নং: ১৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১৫. আবু যর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, (হে আবু যর।) তুমি যেখানেই থাক না কেন, আল্লাহকে ভয় করবে এবং অসৎ কাজ করলে তারপরই সৎ কাজ করবে, তাহলে ভাল কাজ মন্দ কাজকে মিটিয়ে দেবে, আর মানুষের সাথে সদ্ব্যবহার করবে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن أبي ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال له اتق الله (7) حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن

তাহকীক:
হাদীস নং: ১৬
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১৬. আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন বান্দার পাল্লায় সবচেয়ে উত্তম জিনিস হবে। 
ইবনে আবু বুকাইর বলেন, কিয়ামতের দিন বান্দার পাল্লায় সব চাইতে ভারী জিনিস হবে উত্তম চরিত্র।
ইবনে আবু বুকাইর বলেন, কিয়ামতের দিন বান্দার পাল্লায় সব চাইতে ভারী জিনিস হবে উত্তম চরিত্র।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن أبي الدرداء قال قال رسول الله صلى الله عليه وسلم ان أفضل شيء في الميزان قال ابن ابي بكير (2) أثقل شيء في الميزان يوم القيامة الخلق الحسن

তাহকীক:
হাদীস নং: ১৭
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১৭. উম্মে দারদা (রা) থেকে বর্ণিত। আবু দারদা (রা)-এর নিকট রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস পৌছেছে। তিনি বলেন, যাকে কোমলতা দান করা হয়েছে, তাকে উত্তম জিনিস দান করা হয়েছে। আর বান্দার পাল্লায় উত্তম চরিত্রের চাইতে অধিকতর ভারী আর কোন জিনিস নেই।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن أم الدرداء عن أبي الدرداء رضي الله عنه يبلغ به من أعطى حظه (4) من الرفق أعطى حظه من الخير (5) وليس شيء أثقل في الميزان من الخلق الحسن

তাহকীক:
হাদীস নং: ১৮
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: ক্রোধ সংবরণ করা এবং রাগান্বিত না হওয়া
১৮. ইবন 'আব্বাস (রা) থেকে একটি দীর্ঘ হাদীসে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কোন বান্দা কর্তৃক ক্রোধ সংবরণ করার চাইতে আমার কাছে অধিক প্রিয় আর কিছু নেই। আর বান্দাহ আল্লাহর জন্য যে ক্রোধ হযম করে, আল্লাহ্ সে জন্য তার পেটকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেবেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في كظم الغيظ وعدم الغضب
عن ابن عباس من حديث طويل أن النبي صلى الله عليه وسلم قال ما من جرعة (7) أحب إلي من جرعة غيظ يكظمها عبد (8) ما كظمها عبد الله إلا ملأ الله جوفه إيمانا

তাহকীক:
হাদীস নং: ১৯
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: ক্রোধ সংবরণ করা এবং রাগান্বিত না হওয়া
১৯. ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ক্রোধের সময় বান্দা যে এক ঢোক হযম করে তা আল্লাহর নিকট অধিক প্রিয়।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في كظم الغيظ وعدم الغضب
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ما تجرع عبد جرعة أفضل عند الله عز وجل من جرعة غيظ يكظمها (1) ابتغاء وجه الله تعالى

তাহকীক:
হাদীস নং: ২০
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: ক্রোধ সংবরণ করা এবং রাগান্বিত না হওয়া
২০. মু'আয ইবন আনাস আল্-জুহানী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি নিজের ক্রোধকে কার্যে পরিণত করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে। আল্লাহ্ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে এনে জান্নাতের হুরদের থেকে যে কোন হুরকে নিজের ইচ্ছামত বেছে নেওয়ার অধিকার দান করবেন। আর যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর নিকট বিনয়ী হওয়ার জন্য ভাল পোশাক পরিধান করা থেকে বিরত থাকে, আল্লাহ তাকে সমগ্র সৃষ্টির সামনে ডেকে এনে জান্নাতের যে কোন সম্মানিত পোশাক নিজের ইচ্ছামত বেছে নেওয়ার অধিকার দান করবেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في كظم الغيظ وعدم الغضب
عن معاذ ابن أنس الجهني عن رسول الله صلى الله عليه وسلم أنه قال من كظم غيظه وهو يقدر على أن ينتصر دعاه الله تبارك وتعالى على رءوس الخلائق حتى يخيره في حور العين أيتهن شاء ومن ترك أن يلبس صالح الثياب وهو يقدر عليه تواضعا لله تبارك وتعالى دعاه الله تبارك على رءوس الخلائق حتى يخيره الله تعالى في حلل الإيمان ايتهن شاء

তাহকীক: