মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ১
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
অধ্যায়ঃ ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
১. মাস'আব ইবন সা'দ (রা) তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন মানুষের কঠিন পরীক্ষা হয়? তিনি বলেন, নবীগণের, তারপর সৎলোকদের, এরপর মর্যাদার দিক থেকে তাদের পরবর্তীদের, এরপর তাদের পরবর্তীগণের। এভাবে মানুষকে তার দীনদারির মাত্রা অনুসারে পরীক্ষা করা হয়। যদি সে তার দীনদারিতে অবিচল হয়, তবে তার পরীক্ষাও হয় ততটা কঠিন। যদি সে দীনদারিতে দুর্বল হয়, তাহলে তার পরীক্ষা সহজ হয়। বান্দা অহরহ বিপদ আপদ দ্বারা পরিবেষ্টিত থাকে, শেষ পর্যন্ত সে পৃথিবীতে গুনাহমুক্ত হয়ে বিচরণ করে থাকে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن مصعب بن سعد عن أبيه قال قلت يا رسول الله أي الناس أشد بلاء؟ قال الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل (1) يبتلى الرجل على حسب دينه فإن كان في دينه صلابة (2) زيد في بلائه وان كان في دينه رقة (3) خفف عنه وما يزال البلاء بالعبد حتى يمشي على ظهر الأرض ليس عليه خطيئة

তাহকীক:
হাদীস নং: ২
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
২. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মুমিন পুরুষ ও মুমিন নারীগণ তাদের শরীর সম্পদ ও সন্তান সন্ততি নিয়ে সর্বদা পরীক্ষার সম্মুখীন হন এবং শেষ পর্যন্ত তারা গুনাহমুক্ত হয়ে আল্লাহর সাথে মিলিত হন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال البلاء بالمؤمن والمؤمنة في جسده وفي ماله وفي والده حتى يلقى الله وما عليه خطيئة

তাহকীক:
হাদীস নং: ৩
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
৩. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মু'মিনের উদাহরণ হলো যেমন শস্যক্ষেত্রের কোমল চারা গাছ, যে কোন দিকের হাওয়ার দোলায় সে দোলে, (অর্থাৎ একবার কাত হয় আবার সোঁজা হয়)। আর মুমিন সব সময়ই পরীক্ষার সম্মুখীন হয়। আর মুনাফিকের উদাহরণ হলো যেন বিরাটকায় বৃক্ষ, এ বৃক্ষ, যা সদা সর্বদা দৃঢ়ভাবে সৌজা কণপটেই সমূলে উৎপাটিত হয়ে যায়। হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তা এক ঝণপটেই সমূলে উৎপাটিত হয়ে যায়।
অন্য বর্ণনায় আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিনের উদাহরণ হলো যেন শস্যক্ষেত্রের কোমল চারাগাছ, যে কোন দিকের বাতাসের দোলায় সে দুলতে থাকে। আর বাতাস যখন বন্ধ থাকে সে সোজা হয়ে দাঁড়ায়, তেমনিভবে মুমিনের উদাহরণ সে বালা-মুসিবত হতে রক্ষা পায়। কাফিরের উদাহরণ যেমন বিরাট বৃক্ষের মত, যা সোঁজা হয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। কিন্তু আল্লাহ যখন চান, তখন সমূলে তা উৎপাটিত করে দেন।
অন্য বর্ণনায় আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিনের উদাহরণ হলো যেন শস্যক্ষেত্রের কোমল চারাগাছ, যে কোন দিকের বাতাসের দোলায় সে দুলতে থাকে। আর বাতাস যখন বন্ধ থাকে সে সোজা হয়ে দাঁড়ায়, তেমনিভবে মুমিনের উদাহরণ সে বালা-মুসিবত হতে রক্ষা পায়। কাফিরের উদাহরণ যেমন বিরাট বৃক্ষের মত, যা সোঁজা হয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। কিন্তু আল্লাহ যখন চান, তখন সমূলে তা উৎপাটিত করে দেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن مثل الزرع (6) لا تزال الريح تميله ولا يزال المؤمن يصيبه البلاء ومثل المنافق كشجرة الأرز (7) لا تهتز حتى تحصد (وعنه من طريق ثان) (8) عن النبي صلى الله عليه وسلم قال مثل المؤمن مثل خامة (9) الزرع من حيث انتهي الريح كفتها (10) فاذا سكنت اعتدلت وكذلك مثل المؤمن يتكفأ بالبلاء (11) ومثل الكافر كمثل الأرزة جاء معتدلة يقصمها الله إذا شاء

তাহকীক:
হাদীস নং: ৪
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
৪. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ তা'আলা যার কল্যাণ চান, তাকে বিপদে ফেলেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
وعنه أيضا عن النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم من يرد الله به خيرا يصب (13) منه

তাহকীক:
হাদীস নং: ৫
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
৫. আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলের শরীরের উপর হাত রেখে বললেন, আমি আপনার শরীরের উপর হাত রেখে আপনাকে প্রচন্ড জ্বরে আক্রান্ত দেখতে পাই। তখন নবী করিম (ﷺ) বললেন, নবী রাসূলগণের উপর দ্বিগুণ বিপদ আসে, যেভাবে আমাদেরকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হয়। যদি নবী আম্বীয়াদের মধ্যে থেকে হয়, তাহলে তাকে উকুন দিয়ে পরীক্ষা করা হয় ও শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। নবী যদি আম্বীয়াদের মধ্যে থেকে হন, তাহলে তাকে দারিদ্রতায় ফেলে পরীক্ষা করা হয়, শেষ পর্যন্ত তাঁর পরিধানের কম্বলটি ছাড়া কিছুই থাকে না। আর তাঁরা বিপদে পড়ে এত বেশী উৎফুল্ল থাকেন, যেভাবে তোমরা ধনসম্পদ পেয়ে আনন্দিত হও।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن أبي سعيد الخدري قال وضع رجل يده على النبي صلى الله عليه وسلم فقال والله ما أطيق أن أضع يدي عليك من شدة حماك فقال النبي صلى الله عليه وسلم إنا معشر الأنبياء يضاعف لنا البلاء كما يضاعف لنا الأجر إن كان النبي صلى الله عليه وسلم من الأنبياء يبتلى بالقمل حتى يقتله وإن كان النبي من الأنبياء ليبتلى بالفقر حتى يأخذ العباءة فيجوبها (2) وان كانوا ليفرحون بالبلاء كما تفرحون بالرخاء

তাহকীক:
হাদীস নং: ৬
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
৬. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর দ্বীনকে বিজয়, তাঁর কালিমাকে বুলন্দ করার জন্য আমাকে যেভাবে কষ্ট দেয়া হয়েছে, অন্য কাউকে সেভাবে কষ্ট দেওয়া হয়নি। আর আল্লাহকে আমি যেভাবে ভয় করেছি, অন্য কেউ সেভাবে ভয় করেনি।
আমার উপর তিনদিন (অন্য বর্ণনায় ত্রিশদিন) অর্থাৎ দিনের পর দিন অতিক্রম করেছে। আমি ও আমার পরিবার-পরিজনের জন্য বেলাল বগলের নীচে করে যে সামান্য খাদ্য নিয়ে এসেছে, তাছাড়া কিছুই গ্রহণ করতে পারেনি।
আমার উপর তিনদিন (অন্য বর্ণনায় ত্রিশদিন) অর্থাৎ দিনের পর দিন অতিক্রম করেছে। আমি ও আমার পরিবার-পরিজনের জন্য বেলাল বগলের নীচে করে যে সামান্য খাদ্য নিয়ে এসেছে, তাছাড়া কিছুই গ্রহণ করতে পারেনি।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم لقد أوذيت في الله تعالى (4) وما يؤذى أحد واخفت في الله وما يخاف أحد (5) ولقد اتت على ثلاثة (وفي رواية ثلاثون) من بين يوم وليلة (6) ومالي ولعيالي طعام يأكله ذو كبد الا ما يوارى ابط (7) بلال

তাহকীক:
হাদীস নং: ৭
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
৭. আবু 'উবায়দা ইবন হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি তার চাচী ফাতিমা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা যখন রাসূলের নিকট আসলাম, তখন কিছু মহিলা তাঁর সেবা করছে। তখন তাঁকে দেখতে গেলাম, কঠিন জ্বরের গরমে মশক লটকিয়ে তাঁর উপর ফোঁটায় ফোঁটায় পানি ঝরানো হচ্ছিল। আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। আপনি যদি এ অবস্থায় আল্লাহর নিকট আরোগ্যের জন্য প্রার্থনা করতেন, তাহলে আল্লাহ্ আপনাকে আরোগ্য দান করতেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা হয় নবীগণের এরপর মর্যাদার দিক থেকে তার পরবর্তীদের, এরপর তার পরবর্তীদের।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن أبي عبيدة بن حذيفة عن عمته فاطمة انها قالت اتينا رسول الله صلى الله عليه وسلم نعوده في نساء فإذا سقاه معلق نحوه يقطر ماؤه عليه من شدة ما يجد من حر الحمى قلنا يا رسول الله لو دعوت الله فشفاك فقال رسول الله صلى الله عليه وسلم إن من أشد الناس بلاء الأنبياء ثم الذين يلونهم (9) ثم الذين يلونهم

তাহকীক:
হাদীস নং: ৮
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
৮. সুহায়েব ইবন সিনান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক। তার সমস্ত কাজই কল্যাণকর। মুমিন ছাড়া অন্যের ব্যাপার এরূপ নয়। তার জন্য আনন্দের কোন কিছু হলে সে আল্লাহর শোকর করে, তাতে তার মংগল হয়। আবার ক্ষতিকর কোন কিছু হলে, সে ধৈর্য ধারণ করে। এটাও তার জন্য কল্যাণকর হয়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن صهيب قال قال رسول الله صلى الله عليه وسلم عجبت من أمر المؤمن إن أمر المؤمن كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن إن اصابته سراء فشكر كان ذلك له خير وإن اصابته ضراء فصبر كان ذلك له خيرا

তাহকীক:
হাদীস নং: ৯
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
৯. 'উমর ইবন সা'দ ইবন আবূ ওক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিনের জন্য আল্লাহর ফয়সালার ব্যাপারটি আশ্চর্যজনক। তার জন্য কল্যাণকর কোন কিছু হলে, সে আল্লাহর প্রশংসা ও শোকর করে। আবার বিপদের কোন কিছু হলে, সে আল্লাহর প্রশংসা করে ও ধৈর্য্য ধারণ করে। আর মুমিন প্রত্যেক জিনিষে পুরস্কার পেয়ে থাকে। এমন কি তার স্ত্রীর মুখে এক লোকমা খাদ্য উঠিয়ে দিলেও।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن عمر بن سعد بن ابي وقاص عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبت من قضاء الله عز وجل للمؤمن إن اصابه خير حمد ربه وشكره وان اصابته مصيبة حمد ربه وصبر المؤمن يؤجر في كل شيء حتى اللقمة يرفعها إلى في امرأته

তাহকীক:
হাদীস নং: ১০
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
১০. 'আবদুর রহমান ইবন শায়বা (রা) থেকে বর্ণিত। 'আয়শা (রা) তাঁকে খবর দিয়েছেন, রাসূলুল্লাহ  (ﷺ) রোগের যন্ত্রণায় শব্দ করছেন এবং কষ্ট অনুভব করে তার বিছানার উপর ওলট পালট খাচ্ছেন। তখন 'আয়শা (রা) বললেন, যদি আমাদের কারও এমন অবস্থা হতো, তাহলে আমরাও তাঁর মত কষ্ট পেতাম।। তখন নবী করিম (ﷺ) বললেন, নেককারদের উপর কঠিন বিপদ আসে। আর কোন মুমিন বান্দা কাটাবিদ্ধ হয়ে বা অন্য কোনভাবে বিপদে কষ্ট পেলে তার গুনাহগুলো মাফ করা হয় এবং তার মর্যাদা উন্নত করা হয়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن عبد الرحمن بن شيبه أن عائشة رضي الله عنها أخبرته أن رسول الله صلى الله عليه وسلم طرقه فجعل يشتكي ويتقلب على فراشه فقالت عائشة لو صنع هذا بعضنا لوجدت عليه فقال النبي صلى الله عليه وسلم إن الصالحين يشدد عليهم وإنه لا يصيب مؤمنا نكبة من شوكة فما فوق ذلك إلا حطت به عنه خطيئة ورفع بها درجة

তাহকীক:
হাদীস নং: ১১
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
১১. মাহমুদ ইবন লাবিদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ তা'আলা বলেছেন, আল্লাহ্ যদি কোন জাতিকে ভালবাসেন, তাহলে তাদেরকে পরীক্ষা করেন। এরপর যে ব্যক্তি ধৈর্যধারণ করে, তাকে ধৈর্যধারণের পুরস্কার দেওয়া হয়। আর যে ব্যক্তি অস্থিরতা অবলম্বন করে, সে অস্থির অবস্থায় থাকে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن محمود بن لبيد أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله عز وجل إذا أحب قوما ابتلاهم فمن صبر فله الصبر ومن جزع فله الجزع

তাহকীক:
হাদীস নং: ১২
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
১২. 'আবদুল্লাহ ইবন মুগাফ্ফাল (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি কোন একজন মহিলার সাথে মিলিত হলো, জাহেলিযূগে সে ব্যভিচারিণী ছিল; (পরবর্তী সময় সে ইসলাম গ্রহণ করে)। সে ব্যক্তি তার সাথে খেল-তামাসা শুরু করলো এবং শেষ পর্যন্ত সে তার দিকে হাত বাড়িয়ে দিল। তখন মহিলা বললো, বিরত থাক, আল্লাহ্ আমাকে শিরিক থেকে মুক্ত করেছেন, রাবী 'আফফান (রা) একবার বললেন, সে জাহেলিয়াতের মধ্যে ছিল, অর্থাৎ জাহেলিয়াতের পরিবর্তে সে মুশরিক ছিল, কথাটি উল্লেখ করেন। এরপর সে ইসলাম গ্রহণ করলে এক ব্যক্তি তার বন্ধু হলো এবং দেয়ালে তার মাথা ঠেকিয়ে সে তাকে আঘাত করলো, এরপর রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁকে সংবাদ দিল, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি আল্লাহর বান্দা, আল্লাহ্ তোমার মঙ্গল চান। আল্লাহ্ যখন কোন বান্দার কল্যাণ চান, তখন তার গুনাহের শাস্তি তার জন্য ত্বরান্বিত করেন; আর যদি কোন বান্দার অমঙ্গল চান, তবে তার গুনাহ ধরে রাখেন এবং শেষ পর্যন্ত কিয়ামতের দিন তাকে পূর্ণ শাস্তি প্রদান করবেন। সে একটি গাধার মত, অর্থাৎ সে বড় গুনাহগার।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن عبد الله بن مغفل أن رجلا لقي امرأة كانت بغيا (6) في الجاهلية فجعل يلاعبها حتى بسط يده إليها فقالت المرأة مه (7) إن الله عز وجل قد ذهب بالشرك وقال عفان مرة ذهب بالجاهلية (8) وجاءنا بالإسلام فولى الرجل فأصاب وجهه الحائظ فشجه ثم أتى النبي صلى الله عليه وسلم فأخبره فقال أنت عبد أراد الله بك خيرا إذا أراد الله عز وجل بعبد خيرا عجل له عقوبة ذنبه وإذا أراد بعبد شرا أمسك عليه بذنبه حتى يوفى (9) به يوم القيامة كأنه عير

তাহকীক:
হাদীস নং: ১৩
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা নবীগণের তারপর নেককার লোকদের
১৩. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দা যখন অধিক পরিমাণে গুনাহ করে এবং কোন আমল দ্বারা তা মিটানো সম্ভব হয় না, তখন আল্লাহ তাকে বিপদে ফেলে পরীক্ষা করেন, যার ফলে তার গুনাহ মিটিয়ে দেয়া হয়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب أشد الناس بلاء الأنبياء ثم الصالحون
عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا كثرت ذنوب العبد ولم يكن له ما يكفرها من العمل ابتلاه الله عز وجل بالحزن (1) ليكفرها عنه

তাহকীক:
হাদীস নং: ১৪
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: সাধারণভাবে যে কোন কষ্টে ধৈর্য অবলম্বন ও তার মর্যাদার প্রতি উৎসাহ প্রদান
১৪. আবূ হুরায়রা (রা) ও আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মুসলিম বান্দার যে কোন ক্লান্তি, রোগ দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, কষ্ট ও অস্থিরতা হোক না কেন, এমনকি কোন কাঁটা বিধলেও তার কারণে আল্লাহ্ তার গুনাহ মাফ করে দিবেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المكاره مطلقا وفضل ذلك
عن أبي هريرة وأبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال ما يصيب المؤمن من وصب (3) ولا نصب ولا هم ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله من خطاياه

তাহকীক:
হাদীস নং: ১৫
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: সাধারণভাবে যে কোন কষ্টে ধৈর্য অবলম্বন ও তার মর্যাদার প্রতি উৎসাহ প্রদান
১৫. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিন ব্যক্তির শরীরে দুনিয়াতে কোন কাঁটাবিদ্ধ হলে সে যদি সন্তুষ্ট থাকে, তবে তার বিনিময়ে আল্লাহ্ কিয়ামতের দিন তার সকল গুনাহ মাফ করে দিবেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المكاره مطلقا وفضل ذلك
عن أبي هريرة أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مؤمن يشاك بشوكة في الدنيا يحتسبها الا قصر بها (5) من خطاياه يوم القيامة

তাহকীক:
হাদীস নং: ১৬
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: সাধারণভাবে যে কোন কষ্টে ধৈর্য অবলম্বন ও তার মর্যাদার প্রতি উৎসাহ প্রদান
১৬. আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন মুমিন বান্দার যে কোন ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা দুর্বলতা ও কষ্ট হোক না কেন, এমন কি কোন উৎকণ্ঠা ও অস্থিরতা হলেও তার কারণে আল্লাহ্ তার অপরাধ মাফ করে দেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المكاره مطلقا وفضل ذلك
عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم ان المؤمن لا يصيبه وصب ولا نصب ولا حزن ولا سقم ولا أذى حتى الهم يهمه إلا يكفر الله عنه من سيئاته

তাহকীক:
হাদীস নং: ১৭
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: সাধারণভাবে যে কোন কষ্টে ধৈর্য অবলম্বন ও তার মর্যাদার প্রতি উৎসাহ প্রদান
১৭. আবু মুসা আশআরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম (ﷺ) বলেছেন, এমন কেউ-ই নেই, যে কষ্টদায়ক কথা শুনে আল্লাহর চাইতেও বেশী ধৈর্যধারণ করতে পারে। সে আল্লাহর সাথে কাউকে শরীক করে এবং তাঁর সন্তান থাকার কথা বলে, এসব সত্ত্বেও তিনি তাদেরকে কল্যাণ দান করেন, তাদের কষ্ট দূর করে দেন এবং তাদেরকে রিযিক প্রদান করেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المكاره مطلقا وفضل ذلك
عن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم لا أحد أصبر (8) على أذى يسمعه من الله عز وجل إنه يشرك به ويجعل له الولد وهو يعافيهم ويدفع عنهم ويرزقهم

তাহকীক:
হাদীস নং: ১৮
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: সাধারণভাবে যে কোন কষ্টে ধৈর্য অবলম্বন ও তার মর্যাদার প্রতি উৎসাহ প্রদান
১৮. খাব্বাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলাম। তিনি তখন চাদর মাথার নীচে রেখে কাবার ছায়ায় শুয়েছিলেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। আপনি আমাদের জন্য আল্লাহ্ তা'আলার নিকট দু'আ করেন এবং তার নিকট সাহায্য চান। বর্ণনাকারী বলেন, একথা শুনে রাগে তাঁর চেহারা লাল হয়ে গেল। তখন তিনি বললেন, তোমাদের আগের যামানায় মানুষের জন্য গর্ত খনন করা হতো এবং লোহার করাত এনে তার মাথার উপর রাখা হতো, এরপর তাকে তার দ্বীন থেকে সরিয়ে আনার জন্য দু টুকরো করে ফেলা হতো। কাউকে লোহার চিরুনী দিয়ে শরীরের গোশত ও হাড় আঁচড়িয়ে ছিন্নভিন্ন করে দেয়া হতো। অথবা পেঁচিয়ে বাঁধা হতো, এরপরও তাকে তার দ্বীন থেকে ফিরিয়ে আনতে পারেনি। আল্লাহর শপথ। এ দ্বীনকে তিনি পূর্ণভাবে কায়েম করে দিবেন। এমনকি সে সময় একজন আরোহী সানয়া বা সিরিয়া থেকে হাদরা মাউত (চারদিনের পথ) পর্যন্ত সফর করবে, তখন সে আল্লাহ্, আর নিজের মেষপালের জন্য নেকড়ে ছাড়া আর কিছুর ভয় করবে না। কিন্তু তোমরা তাড়াহুড়া করছ।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المكاره مطلقا وفضل ذلك
عن خباب قال أتينا رسول الله صلى الله عليه وسلم وهو في ظل الكعبة متوسدا بردة له فقلنا يا رسول الله أدع الله تبارك وتعالى لنا واستنصره (1) قال فاحمر لونه أو تغير (2) فقال لقد كان من كان قبلكم (3) يحفر له حفرة ويجاء بالمنشار (4) فيوضع على رأسه فيشق (5) ما يصرفه عن دينه ويمشط بأمشاط (6) الحديد ما دون عظم (7) من لحم أو عصب ما يصرفه عن دينه وليتمن (8) الله تبارك وتعالى هذا الأمر (9) حتى يسير الراكب ما بين صنعاء (10) إلى حضرموت لا يخشى إلا الله تعالى والذئب على غنمه (11) ولكنكم تعجلون

তাহকীক:
হাদীস নং: ১৯
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: সাধারণভাবে যে কোন কষ্টে ধৈর্য অবলম্বন ও তার মর্যাদার প্রতি উৎসাহ প্রদান
১৯. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন মুসলমানের উপর কোন বিপদ আপতিত হলে তার গুনাহের কাফফারা হয়ে যায়, এমনকি ক্ষুদ্রতর কোন কাঁটা বিদ্ধ হলেও।
'আইশা (রা)-এর দ্বিতীয় বর্ণনায়- রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে কোন মুসলমানের শরীরে কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চাইতে অধিক কোন আঘাত লাগে। তার পরিবর্তে তার একটি গুনাহ মাফ করে দেওয়া হয়।
'আইশা (রা) তৃতীয় বর্ণনায় অনুরূপ হাদীস, তাতে আছে তার পরিবর্তে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ মাফ হয়ে যায়।
'আইশা (রা)-এর দ্বিতীয় বর্ণনায়- রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে কোন মুসলমানের শরীরে কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চাইতে অধিক কোন আঘাত লাগে। তার পরিবর্তে তার একটি গুনাহ মাফ করে দেওয়া হয়।
'আইশা (রা) তৃতীয় বর্ণনায় অনুরূপ হাদীস, তাতে আছে তার পরিবর্তে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ মাফ হয়ে যায়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المكاره مطلقا وفضل ذلك
عن عائشة كانت تقول قال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة يصاب بها المسلم إلا كفربها عنه (13) حتى الشوكة يشاكها (وعنها من طريق ثان) (14) عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يشاك بشوكة فما فوقها إلا حطت من خطيئة (وعنها من طريق ثالث) (15) مثله وفيه إلا كتب له بها درجة وكفر عنه بها خطيئة

তাহকীক:
হাদীস নং: ২০
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সাধারণভাবে মানুষের শরীরের যে কোন অংগে রোগের সময় ধৈর্য অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান ও তার মর্যাদা
২০. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলাম। তখন তিনি জ্বরাক্রান্ত ছিলেন। আমি তাকে স্পর্শ করে বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি তো ভীষণভাবে জ্বরাক্রান্ত। তখন তিনি বললেন, হ্যাঁ, আমি এখন জ্বরাক্রান্ত হয়েছি, যা তোমাদের দু'জনের হয়ে থাকে। আমি বললাম, এ কারণেই আপনার জন্য দ্বিগুণ পুরস্কার। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর শপথ। যার হাতে আমার প্রাণ, যমীনে কোন মুসলমান ব্যক্তির জ্বর কিংবা অন্য কোন কারণে বিপদ আপতিত হলে, তার বিনিময়ে আল্লাহ্ তা'আলা এমনভাবে তার গুনাহ মাফ করে দেন, যেভাবে বৃক্ষাদি পাতা ঝরায়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المرض مطلقا في أي عضو وكان من الانسان وفضله
عن عبد الله قال دخلت على النبي صلى الله عليه وسلم وهو يوعك فمسسته فقلت يا رسول الله انك لتوعك (17) وعكا شديدا قال أجل اني أوعك كما يوعك رجلان منكم قلت ان لك اجرين؟ قال نعم والذي نفسي بيدهما على الأرض مسلم يصيبه أذى من مرض فما سواه الا حط الله عنه به خطاياه كما تحط الشجر ورقها

তাহকীক: