মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

বসার আদব অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

হাদীস নং: ১
বসার আদব অধ্যায়
অধ্যায়ঃ বসার আদব

পরিচ্ছেদ: রাস্তার হক আদায় করা ব্যতিত বসা নিষেধ
১. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা রাস্তার উপর বসা থেকে বিরত থাকবে। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল। রাস্তায় বসা ছাড়া তো আমাদের কোন উপায় নেই। আমরা সেখানে বসে (পারস্পরিক প্রয়োজন সম্পর্কিত) আলাপ আলোচনা করে থাকি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকতে অস্বীকার করছ, তাহলে রাস্তার হক আদায় করবে। তারা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)। রাস্তার হক আবার কি? তিনি বললেন, রাস্তার হক হলো- দৃষ্টি সংযত রাখা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা, সালামের উত্তর দেওয়া, সৎকাজের নির্দেশ দেয়া এবং অন্যায় কাজ থেকে বিরত রাখা।
كتاب المجالس وآدابها
كتاب المجالس وآدابها

باب النهي عن الجلوس في الطرقات إلا بحقها
عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم اياكم والجلوس في الطرقات قالوا يا رسول الله مالنا من مجالسنا بد نتحدث فيها قال فأما إذا ابيتم فأعطوا الطريق حقه قالوا يا رسول الله فما حق الطريق؟ قال غض النضر وكف الأذى (2) ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: রাস্তার হক আদায় করা ব্যতিত বসা নিষেধ
২. আবু তালহা আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب المجالس وآدابها
باب النهي عن الجلوس في الطرقات إلا بحقها
عن ابي طلحة الانصاري عن النبي صلى الله عليه وسلم نحوه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: রাস্তার হক আদায় করা ব্যতিত বসা নিষেধ
৩. বারা ইবনে 'আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) আনসারদের কোন এক সভার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বলেন, তোমরা যদি রাস্তায় বসতে বাধ্য হও, তাহলে রাস্তার হক আদায় করবে, সালামের জবাব দেবে এবং মাযলুমকে সাহায্য করবে।
كتاب المجالس وآدابها
باب النهي عن الجلوس في الطرقات إلا بحقها
عن البراء بن عازب قال مر رسول الله صلى الله عليه وسلم على مجلس من الأنصار فقال أن أبيتم الا ان تجلسوا فاهدوا السبيل (5) وردوا السلام واعينوا المظلوم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: রাস্তার হক আদায় করা ব্যতিত বসা নিষেধ
৪. আবু শুরাইহ ইবনে আমর খাযায়ী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা উচ্চভূমিসমূহে বসা থেকে বিরত থাকবে, তোমাদের মধ্যে যে উচ্চভূমিতে বসবে, সে যেন তার হক আদায় করে। বর্ণনাকারী বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)-এর হক কি? তিনি বললেন, এর হক হলো- দৃষ্টি সংযত রাখা, সালামের উত্তর দেওয়া, সৎকাজের নির্দেশ দেওয়া অন্যায় কাজে নিষেধ করা।
كتاب المجالس وآدابها
باب النهي عن الجلوس في الطرقات إلا بحقها
عن أبي شريح بن عمرو الخزاعي قال قال رسول الله صلى الله عليه وسلم اياكم والجلوس على الصعدات فمن جلس منكم على الصعيد فليعطه حقه قال قلنا يا رسول الله وما حقه؟ قال غضوض البصر ورد التحية وأمر بمعروف ونهي عن منكر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম মজলিস ও এর মন্দ বিষয় সম্পর্কে
৫. 'আবদুর রহমান ইবন আবি 'আমরা আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু সা'ঈদ খুদরী (রা) কে কোন এক জানাযার সংবাদ দেওয়া হলো। এতে তিনি অংশগ্রহণ করলেন, তবে তিনি পিছনে পড়লেন। শেষ পর্যন্ত লোকেরা এসে তাদের স্থানে বসে পড়লো, তারপর তিনি আসলেন এবং গোত্রের লোকেরা যখন তাকে দেখলো, তখন তারা বিচ্ছিন্ন হয়ে গেল, তারপর তাদের মধ্যে কিছু লোক উঠে গিয়ে তার স্থানে বসলো। তখন তিনি বললেন, না, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেন, উত্তম মজলিস হলো তা প্রসারিত করা, তারপর জায়গা করে দেওয়া এবং প্রসারিত মজলিসে বসা।
كتاب المجالس وآدابها
باب ما جاء في خير المجالس وشرها
عن عبد الرحمن ابن ابي عمرة الأنصاري قال أخبر أبو سعيد (2) بجنازة فعاد وقد تخلف حتى إذا أخذ الناس مجالسهم ثم جاء فلما رآه القوم تشذبوا (3) عنه فقام بعضهم ليجلس في مجلسه فقال لا اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان خير المجالس اوسعها (4) ثم تنحى وجلس في مجلس واسع
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম মজলিস ও এর মন্দ বিষয় সম্পর্কে
৬. আবু ইয়াদ (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলের কোন এক সাথী থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) সূর্যের আলো ছায়ার মধ্যবর্তী স্থানে বসতে নিষেধ করেছেন এবং বলেছেন, এটা শয়তানের বসার স্থান।
كتاب المجالس وآدابها
باب ما جاء في خير المجالس وشرها
عن أبي عياض عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم نهى أن يجلس بين الضح (6) والظل وقال مجلس الشيطان
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম মজলিস ও এর মন্দ বিষয় সম্পর্কে
৭. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের কেউ যখন সূর্যের আলোতে বসে, আর যখন ছায়া চলে যায় তখন সে যেন তার বসার স্থান ত্যাগ করে।
كتاب المجالس وآدابها
باب ما جاء في خير المجالس وشرها
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إذا كان أحدكم جالسا في الشمس فقلصت (8) عنه فليتحول من مجلسه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম মজলিস ও এর মন্দ বিষয় সম্পর্কে
৮. আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মজলিশ তিন প্রকার: ১। যে মজলিশে কোন গুনাহ করা হয় না, ২। যে মজলিশে ইবাদত (যিকির ও কুরআন তেলাওয়াত) করা হয়। ৩। আর যে মজলিশে অধিক কথা বলে, সে ক্ষতিগ্রস্থ হয়।
كتاب المجالس وآدابها
باب ما جاء في خير المجالس وشرها
عن أي سعيد الخدري عن رسول الله صلى الله عليه وسلم قال إن المجالس ثلاثة سالم (10) وغانم وشاجب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম মজলিস ও এর মন্দ বিষয় সম্পর্কে
৯. জাবির ইবন 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উত্তম ও মর্যাদাবান মজলিশ তিনটি। যে মজলিশে রক্তপাত করা হারাম মনে করা হয়, সে মজলিশে লজ্জাস্থানকে বৈধ মনে করা হারাম করা হয়, আর যে মজলিশে অন্যায়ভাবে অন্যের মাল গ্রহণ করা বৈধ মনে করা হয়।
كتاب المجالس وآدابها
باب ما جاء في خير المجالس وشرها
عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم المجالس بالأمانة (12) إلا ثلاثة مجالس مجلس يسفك فيه دم حرام ومجلس يستحل فيه فرج حرام ومجلس يستحل فيه مال من غير حق
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম মজলিস ও এর মন্দ বিষয় সম্পর্কে
১০. 'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন কোন দল মজলিশে বসে, আর সেখানে আল্লাহকে স্মরণ না করলে তোমরা তাদেরকে কিয়ামতের দিন আফসোস করতে দেখবে।
كتاب المجالس وآدابها
باب ما جاء في خير المجالس وشرها
عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم جلسوا مجلسا لم يذكروا الله فيه إلا رأوه حسرة يوم القيامة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম মজলিস ও এর মন্দ বিষয় সম্পর্কে
১১. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, কোন দল যদি কোন স্থানে বসে, আর তারা যদি সেখানে আল্লাহকে স্মরণ না করে এবং রাসূলের উপর দরূদ না পড়ে, তাহলে কিয়ামতের দিন তাদেরকে আফসোস করতে হবে, যদিও তারা অন্য নেক আমলের পুরস্কারের দরুন জান্নাতে গমন করবে।
كتاب المجالس وآدابها
باب ما جاء في خير المجالس وشرها
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما قعد قوم مقعدا لا يذكرون الله عز وجل ويصلون على النبي صلى الله عليه وسلم الا كان عليهم حسرة يوم القيامة وان دخلوا الجنة للثواب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম মজলিস ও এর মন্দ বিষয় সম্পর্কে
১২. আবূ হুরায়রা (রা) থেকে পুনরায় বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কোন কাওম যখন একত্রিত হয়, এরপর তারা বিচ্ছিন্ন হওয়ার সময় আল্লাহর স্মরণ না করে, তাহলে তারা মৃত গাধার দুর্গন্ধ ছড়াবার মত দুর্গন্ধ নিয়ে বিচ্ছিন্ন হলো।
كتاب المجالس وآدابها
باب ما جاء في خير المجالس وشرها
وعنه أيضا أن رسول الله صلى الله عليه وسلم قال ما اجتمع قوم ثم تفرقوا لم يذكروا الله كأنما تفرقوا عن جيفة حمار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৩
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে আগন্তুকের জন্য বিশেষ শিষ্টাচার
১৩. জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন তার কাছে অর্থাৎ নবী করিম (ﷺ)-এর কাছে আগমন করলাম, তখন আমাদের প্রত্যেক ব্যক্তি যেখানে জায়গা পেল, সেখানে বসে পড়লো।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بالقادم على المجلس
عن جابر بن سمرة قال كنا إذا جئنا إليه يعني النبي صلى الله عليه وسلم جلس احدنا حيث ينتهي
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে আগন্তুকের জন্য বিশেষ শিষ্টাচার
১৪. ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে তার বসার জায়গা থেকে তুলে দিয়ে সে নিজেই সেখানে বসবে না: বরং তোমরা জায়গা করে দেবে এবং প্রসারিত করবে।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بالقادم على المجلس
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقيم الرجل الرجل من مجلسه فيجلس فيه ولكن تفسحوا وتوسعوا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে আগন্তুকের জন্য বিশেষ শিষ্টাচার
১৫. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে তার বসার জায়গা থেকে তুলে দেবে না কিন্তু তোমরা জায়গা করে দেবে, তাহলে আল্লাহ্ তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দেবেন।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بالقادم على المجلس
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقيم الرجل الرجل من مجلسه ولكن افسحوا يفسح الله لكم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে আগন্তুকের জন্য বিশেষ শিষ্টাচার
১৬. সা'ঈদ ইবন আবুল হাসান বাসরী (রা) থেকে বর্ণিত। তিনি আবূ বাকরা (রা) থেকে হাদীস
বর্ণনা করেন যে, তাকে একবার সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলো। তখন তিনি সাক্ষী দেয়ার জন্য আসলেন, তখন এক ব্যক্তি তার বসার জায়গা থেকে দাঁড়িয়ে তাকে জায়গা করে দিলে তিনি বললেন, রাসূল (ﷺ) আমাদেরকে এরূপ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যখন কোন ব্যক্তি তার বসার স্থান থেকে উঠে যায়, তখন কেউ যেন তার স্থানে না বসে আর কোন ব্যক্তি যেন তার হাত এমন কাপড়ে না মুছে, যার মালিক সে নয়।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بالقادم على المجلس
عن سعيد بن أبي الحسن البصري يحدث عن أبي بكرة أنه دعى إلى شهادة مرة فجاء إلى البيت فقام له رجل من مجلسه فقال نهانا رسول الله صلى الله عليه وسلم إذا قام الرجل للرجل من مجلسه أن يجلس فيه وعن أن يمسح الرجل يده بثوب من لا يملك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে আগন্তুকের জন্য বিশেষ শিষ্টাচার
১৭. আবুল খসীব (যিয়াদ ইবনে আবদুর রহমান) (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বসা ছিলা। সে সময় ইবন 'উমর (রা) আসলে এক ব্যক্তি তার বসার জায়গা থেকে তার জন্য উঠে দাঁড়ালো। কিন্তু ইবনে 'উমর (রা) বললেন না। তিনি অন্য স্থানে গিয়ে বসলেন, তখন সে ব্যক্তি বললো, আপনার বসা উচিৎ ছিল। ইবনে উমর (রা) বললেন, আমি তোমার জায়গায় বসতে চাই না এবং এর অন্য কারো জায়গায়ও না। আমি রাসূল (ﷺ)-এর নিকট উপস্থিত থাকা অবস্থায় দেখতে পেলাম, জনৈক ব্যক্তি তাঁর কাছে আসলে এক ব্যক্তি তার জন্য তার স্থান ছেড়ে দাঁড়ালো। তখন সে ব্যক্তি সেখানে বসতে চাইলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বসতে নিষেধ করেন।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بالقادم على المجلس
عن أبي الخصيب قال كنت قاعدا فجاء ابن عمر فقام رجل من مجلسه له فلم يجلس فيه وقعد في مكان آخر فقال الرجل ما كان عليك لو قعدت فقال لم أكن أقعد في مقعدك ولا مقعد غيرك بعد شيء شهدته من رسول الله صلى الله عليه وسلم جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقام له رجل من مجلسه فذهب ليجلس فيه فهناه رسول الله صلى الله عليه وسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৮
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে আগন্তুকের জন্য বিশেষ শিষ্টাচার
১৮. আবুল মালীহ (রা) থেকে বর্ণিত। তিনি আবু কিলাবাকে বললেন, আমি ও তোমার পিতা ইবন 'উমর (রা)-এর নিকট গেলাম। তিনি বললেন, আমি রাসূল (ﷺ)-এর নিকট প্রবেশ করলেন তিনি আমার দিকে চামড়ায় আঁশযুক্ত একটি গদির বালিশ নিক্ষেপ করলেন, কিন্তু আমি তার উপর বসলাম না। বরং তা আমাদের মাঝে পড়ে থাকলো।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بالقادم على المجلس
عن أبي المليح أنه قال لأبي قلابة دخلت أنا وأبوك على ابن عمر فدثنا أنه دخل على رسول الله صلى الله عليه وسلم فألقى له وسادة من أدم (2) حشوها ليف فلم أقعد عليها بقيت بيني وبينه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে আগন্তুকের জন্য বিশেষ শিষ্টাচার
১৯. সা'ঈদ আল-মাকুরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ইবনে উমর (রা)-এর পাশে গিয়ে বসলাম, তখন এক ব্যক্তি তার সাথে কথা বলছিল। আমি তাদের নিকট প্রবেশ করায় ইবনে 'উমর (রা) আমার বুকে তাঁর হাত রেখে বললেন, তোমার জানা থাকা উচিৎ যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দু'জন লোক যখন গোপন আলাপ করে, তখন তাদের অনুমতি ছাড়া তাদের নিকট বসবে না।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بالقادم على المجلس
عن سعيد المقبري قال جلست الى ابن عمر ومعه رجل يحدثه فدخلت معهما فضرب بيده صدري وقال أما علمت أن رسول الله صلى الله عليه وسلم قال اذا تناجى اثنان فلا تجلس اليهما حتى تستأذنهما
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২০
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে বিদ্যমান ব্যক্তির জন্য বিশেষ আদাব
২০. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তিনজন একত্র হলে একজনকে বাদ দিয়ে যেন দুইজনে কানাকানি করবে না, কেননা তাতে সে চিন্তিত হতে পারে। অন্য তৃতীয়জনকে বাদ দিয়ে গোপনে কথা বলবে না।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بمن في المجلس
عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كنتم ثلاثة فلا يتناج (5) اثنان دون صاحبهما فان ذلك يحزنه (وفي لفظ) لا يتسار اثنان دون الثالث
tahqiq

তাহকীক: