আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
১৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৩১৭৮
আন্তর্জাতিক নং: ১৩৫৭
- হজ্ব - উমরার অধ্যায়
৮১. মক্কায় ইহরামবিহীন অবস্থায় প্রবেশ জায়েয
৩১৭৮। আব্দুল্লাহ ইবনে মাসলামা কা’নবী ইয়াহয়া ইবনে ইয়াহয়া ও কুতায়বা ইবনে সাঈদ মালিক থেকে তিনি ইবনে শিহাব থেকে এবং তিনি আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন। ইয়াহয়ার বর্ণনায় হাদীসটি এখানে উদ্ধৃত হল। তিনি বলেন, আমি মালিককে জিজ্ঞাসা করলাম, যুহরী আনাস (রাযিঃ) সূত্রে কি আপনার কাছে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) মক্কা বিজয়ের সময়ে লৌহ শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করলেন। তিনি যখন তা মাথা থেকে নামিয়ে রাখলেন তখন এক ব্যক্তি তার নিকট এসে বলল, ইবনে খাতাল কাবার গিলাফ ধরে ঝুলে আছে। তিনি বললেনঃ তোমরা তাকে হত্যা কর। (ইয়াহয়া ইবনে ইয়াহয়া ইমাম মালিককে জিজ্ঞাসা করেন যে, ইমাম যুহরী (রাহঃ) আনাস (রাযিঃ) এর সূত্রে তাঁকে এই হাদীস বলেছেন, কিনা), তিনি বলেন, হ্যাঁ।* 
*হানাফী মাযহাবে কোন অবস্থায় ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ জায়িয নয়। মক্কা বিজয়ের দিন যেহেতু মক্কা রাসূলুল্লাহ জন্য হালাল ছিল, তাই তিনি শিরস্ত্রাণ পরিধান করে মক্কায় প্রবেশ করেন।
*হানাফী মাযহাবে কোন অবস্থায় ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ জায়িয নয়। মক্কা বিজয়ের দিন যেহেতু মক্কা রাসূলুল্লাহ জন্য হালাল ছিল, তাই তিনি শিরস্ত্রাণ পরিধান করে মক্কায় প্রবেশ করেন।
كتاب الحج
باب جَوَازِ دُخُولِ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، وَيَحْيَى بْنُ يَحْيَى، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، أَمَّا الْقَعْنَبِيُّ فَقَالَ قَرَأْتُ عَلَى مَالِكِ بْنِ أَنَسٍ وَأَمَّا قُتَيْبَةُ فَقَالَ حَدَّثَنَا مَالِكٌ وَقَالَ يَحْيَى - وَاللَّفْظُ لَهُ - قُلْتُ لِمَالِكٍ أَحَدَّثَكَ ابْنُ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ مِغْفَرٌ فَلَمَّا نَزَعَهُ جَاءَهُ رَجُلٌ فَقَالَ ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ . فَقَالَ  " اقْتُلُوهُ " . فَقَالَ مَالِكٌ نَعَمْ .

তাহকীক:
হাদীস নং: ৩১৭৯
আন্তর্জাতিক নং: ১৩৫৮-১
- হজ্ব - উমরার অধ্যায়
৮১. মক্কায় ইহরামবিহীন অবস্থায় প্রবেশ জায়েয
৩১৭৯। ইয়াহয়া ইবনে ইয়াহয়া তামীমী ও কুতায়বা ইবনে সাঈদ সাকাফী (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় প্রবেশ করলেন। কুতায়বা (রাহঃ) বলেনঃ তিনি মক্কা বিজয়ের দিন ইহরামবিহীন অবস্থায় কালো পাগড়ী পরিধান করে মক্কায় প্রবেশ করেন। কুতায়বা (রাহঃ) এর রিওয়ায়াতে উল্লেখ রয়েছে যে, জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী (ﷺ) কালো পাগড়ী পরিধান করে মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন।
كتاب الحج
باب جَوَازِ دُخُولِ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ، قُتَيْبَةُ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمَّارٍ الدُّهْنِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ - وَقَالَ قُتَيْبَةُ دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ - وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ بِغَيْرِ إِحْرَامٍ . وَفِي رِوَايَةِ قُتَيْبَةَ قَالَ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ .
হাদীস নং: ৩১৮০
আন্তর্জাতিক নং: ১৩৫৮-২
- হজ্ব - উমরার অধ্যায়
৮১. মক্কায় ইহরামবিহীন অবস্থায় প্রবেশ জায়েয
৩১৮০। আলী ইবনে হাকীম আওদী (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, নবী (ﷺ) মক্কা বিজয়ের দিন কালো পাগড়ী পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন।
كتاب الحج
باب جَوَازِ دُخُولِ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَكِيمٍ الأَوْدِيُّ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ .
হাদীস নং: ৩১৮১
আন্তর্জাতিক নং: ১৩৫৯-১
- হজ্ব - উমরার অধ্যায়
৮১. মক্কায় ইহরামবিহীন অবস্থায় প্রবেশ জায়েয
৩১৮১। ইয়াহয়া ইবনে ইয়াহয়া ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... জাফর ইবনে আমর ইবনে হুরায়স (রাযিঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) মাথায় কালো পাগড়ী পরিহিত অবস্থায় লোকদের উদ্দেশ্যে (মক্কা বিজয়ের দিন) ভাষণ দেন।
كتاب الحج
باب جَوَازِ دُخُولِ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ مُسَاوِرٍ، الْوَرَّاقِ عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَطَبَ النَّاسَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ .
হাদীস নং: ৩১৮২
আন্তর্জাতিক নং: ১৩৫৯-২
- হজ্ব - উমরার অধ্যায়
৮১. মক্কায় ইহরামবিহীন অবস্থায় প্রবেশ জায়েয
৩১৮২। আবু বকর ইবনে আবি শাঈবা ও হাসান আল-হুলওয়ানী (রাহঃ) ......... জাফর ইবনে আমর ইবনে হুরায়স (রাযিঃ) এর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে কালো পাগড়ী পরিহিত অবস্থায় মিম্বরের উপর (উপবিষ্ট) দেখতে পাচ্ছি এবং তিনি পাগড়ীর দুই প্রান্ত কাঁধের মাঝ বরাবর ঝুলিয়ে রেখেছেন। আবু বকর (রাহঃ) এর বর্ণনায় ″মিম্বরের উপর″ কথাটুকু উল্লেখ নাই।
كتاب الحج
باب جَوَازِ دُخُولِ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَالْحَسَنُ الْحُلْوَانِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مُسَاوِرٍ الْوَرَّاقِ، قَالَ حَدَّثَنِي وَفِي، رِوَايَةِ الْحُلْوَانِيِّ قَالَ سَمِعْتُ جَعْفَرَ بْنَ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ قَدْ أَرْخَى طَرَفَيْهَا بَيْنَ كَتِفَيْهِ . وَلَمْ يَقُلْ أَبُو بَكْرٍ عَلَى الْمِنْبَرِ .

