আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
২৮- কসম-শপথ করার বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ৪১৪৬
আন্তর্জাতিক নং: ১৬৫৬-১
- কসম-শপথ করার বিধান
৭. ইসলাম গ্রহণের পর কুফরী অবস্থায় মানতের ব্যপারে করণীয়
৪১৪৬। মুহাম্মাদ ইবনে আবু বকর মুকাদ্দামী মুহাম্মাদ ইবনে মুসান্না যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদিন উমর (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি (ইসলামপূর্ব) জাহেলিয়াতের যুগে মসজিদুল হারামে এক রাত ‘ইতিকাফ’ করার মান্নত করেছিলাম। তখন তিনি বললেনঃ তুমি তোমার মান্নত পূর্ণ কর।
كتاب الأيمان
باب نَذْرِ الْكَافِرِ وَمَا يَفْعَلُ فِيهِ إِذَا أَسْلَمَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - قَالُوا حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ ابْنُ سَعِيدٍ الْقَطَّانُ - عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ . قَالَ  " فَأَوْفِ بِنَذْرِكَ " .

তাহকীক:
হাদীস নং: ৪১৪৭
আন্তর্জাতিক নং: ১৬৫৬-২
- কসম-শপথ করার বিধান
৭. ইসলাম গ্রহণের পর কুফরী অবস্থায় মানতের ব্যপারে করণীয়
৪১৪৭। আবু সাঈদ আশাজ্জ, মুহাম্মাদ ইবনে মুসান্না, আবু বকর ইবনে আবি শাঈবা, মুহাম্মাদ ইবনে আলা, ইসহাক ইবনে ইবরাহীম ও মুহাম্মাদ ইবনে আমর ইবনে জাবালা ইবনে আবু রাওয়াদ (রাহঃ) ......... সকলেই উবাইদুল্লাহ (রাহঃ) এর সূত্রে ইবনে উমর (রাযিঃ) থেকে এবং তাঁদের মধ্য হতে হাফস (রাযিঃ) উমর (রাযিঃ) থেকে এই হাদীস বর্ণনা করেছেন।
আর আবু উমামা এবং সাকিফী (রাহঃ) উভয়ের বর্ণিত হাদীসে اعْتِكَافُ لَيْلَة (এক রাত্রির ইতিকাফের) কথা উল্লেখ আছে। আর শুবা (রাহঃ) এর বর্ণিত হাদীসে جَعَلَ عَلَيْهِ يَوْمًا يَعْتَكِفُهُ (তিনি তাঁর উপর একদিনের ইতিকাফ করা ধার্য (মান্নত) করে নিয়েছিলেন)। উল্লেখিত হাফস (রাযিঃ) এর বর্ণিত হাদীসে দিন বা রাত এর উল্লেখ নেই।
আর আবু উমামা এবং সাকিফী (রাহঃ) উভয়ের বর্ণিত হাদীসে اعْتِكَافُ لَيْلَة (এক রাত্রির ইতিকাফের) কথা উল্লেখ আছে। আর শুবা (রাহঃ) এর বর্ণিত হাদীসে جَعَلَ عَلَيْهِ يَوْمًا يَعْتَكِفُهُ (তিনি তাঁর উপর একদিনের ইতিকাফ করা ধার্য (মান্নত) করে নিয়েছিলেন)। উল্লেখিত হাফস (রাযিঃ) এর বর্ণিত হাদীসে দিন বা রাত এর উল্লেখ নেই।
كتاب الأيمان
باب نَذْرِ الْكَافِرِ وَمَا يَفْعَلُ فِيهِ إِذَا أَسْلَمَ
وَحَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ يَعْنِي الثَّقَفِيَّ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، وَإِسْحَاقُ، بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ حَفْصِ بْنِ غِيَاثٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، كُلُّهُمْ عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، وَقَالَ، حَفْصٌ مِنْ بَيْنِهِمْ عَنْ عُمَرَ، بِهَذَا الْحَدِيثِ أَمَّا أَبُو أُسَامَةَ وَالثَّقَفِيُّ فَفِي حَدِيثِهِمَا اعْتِكَافُ لَيْلَةٍ . وَأَمَّا فِي حَدِيثِ شُعْبَةَ فَقَالَ جَعَلَ عَلَيْهِ يَوْمًا يَعْتَكِفُهُ . وَلَيْسَ فِي حَدِيثِ حَفْصٍ ذِكْرُ يَوْمٍ وَلاَ لَيْلَةٍ .

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৪১৪৮
আন্তর্জাতিক নং: ১৬৫৬-৩
- কসম-শপথ করার বিধান
৭. ইসলাম গ্রহণের পর কুফরী অবস্থায় মানতের ব্যপারে করণীয়
৪১৪৮। আবু তাহির (রাহঃ) ......... রাসূলুল্লাহ (ﷺ) তায়েফ থেকে প্রত্যাবর্তনের পর জিইররানা নামক স্থানে অবস্থান কালে উমর ইবনে খাত্তাব (রাযিঃ) তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি অজ্ঞতার যুগে মসজিদুল হারামে একদিন ইতিকাফ করার মান্নত করেছিলাম। এ ব্যাপারে আপনার অভিমত কি? তখন তিনি বললেনঃ যাও এবং একদিন ইতিকাফ করে নাও। বর্ণনাকারী বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে যুদ্ধলব্ধ সম্পদের (গনিমতের) এক-পঞ্চমাংশ থেকে একটি দাসী প্রদান করেন।
এরপর রাসূলুল্লাহ (ﷺ) যখন যুদ্ধ বন্দিদের মুক্ত করে দেন তখন উমর (রাযিঃ) তাদের কলরব শুনতে পান। তারা বলাবলি করছিল যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। উমর (রাযিঃ) (পুত্র আব্দুল্লাহ) কে বললেন, ব্যাপার কি? তখন তারা বলল, রাসূলুল্লাহ (ﷺ) যুদ্ধ বন্দীদেরকে মুক্ত করে দিয়েছেন। তখন উমর (রাযিঃ) বললেন, হে আব্দুল্লাহ! ঐ দাসীটির কাছে যাও এবং তাকে মুক্ত করে দাও।
এরপর রাসূলুল্লাহ (ﷺ) যখন যুদ্ধ বন্দিদের মুক্ত করে দেন তখন উমর (রাযিঃ) তাদের কলরব শুনতে পান। তারা বলাবলি করছিল যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। উমর (রাযিঃ) (পুত্র আব্দুল্লাহ) কে বললেন, ব্যাপার কি? তখন তারা বলল, রাসূলুল্লাহ (ﷺ) যুদ্ধ বন্দীদেরকে মুক্ত করে দিয়েছেন। তখন উমর (রাযিঃ) বললেন, হে আব্দুল্লাহ! ঐ দাসীটির কাছে যাও এবং তাকে মুক্ত করে দাও।
كتاب الأيمان
باب نَذْرِ الْكَافِرِ وَمَا يَفْعَلُ فِيهِ إِذَا أَسْلَمَ
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، أَنَّ أَيُّوبَ، حَدَّثَهُ أَنَّ نَافِعًا حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ بِالْجِعْرَانَةِ بَعْدَ أَنْ رَجَعَ مِنَ الطَّائِفِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ يَوْمًا فِي الْمَسْجِدِ الْحَرَامِ فَكَيْفَ تَرَى قَالَ  " اذْهَبْ فَاعْتَكِفْ يَوْمًا " . قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَعْطَاهُ جَارِيَةً مِنَ الْخُمْسِ فَلَمَّا أَعْتَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَبَايَا النَّاسِ سَمِعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَصْوَاتَهُمْ يَقُولُونَ أَعْتَقَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَ مَا هَذَا فَقَالُوا أَعْتَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَبَايَا النَّاسِ . فَقَالَ عُمَرُ يَا عَبْدَ اللَّهِ اذْهَبْ إِلَى تِلْكَ الْجَارِيَةِ فَخَلِّ سَبِيلَهَا .

তাহকীক:
হাদীস নং: ৪১৪৯
আন্তর্জাতিক নং: ১৬৫৬-৪
- কসম-শপথ করার বিধান
৭. ইসলাম গ্রহণের পর কুফরী অবস্থায় মানতের ব্যপারে করণীয়
৪১৪৯। আব্বাদ ইবনে হুমাইদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন নবী (ﷺ) হুনাইনের যুদ্ধ থেকে ফিরে এলেন তখন উমর (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) কে তাঁর জাহিলী যুগের একদিনের ইতিকাফ করার মান্নত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এরপর জারীর ইবনে হাযিম এর হাদীসটি উল্লেখ করেন।
كتاب الأيمان
باب نَذْرِ الْكَافِرِ وَمَا يَفْعَلُ فِيهِ إِذَا أَسْلَمَ
وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لَمَّا قَفَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ حُنَيْنٍ سَأَلَ عُمَرُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَذْرٍ كَانَ نَذَرَهُ فِي الْجَاهِلِيَّةِ اعْتِكَافِ يَوْمٍ . ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِ جَرِيرِ بْنِ حَازِمٍ .

তাহকীক:
হাদীস নং: ৪১৫০
আন্তর্জাতিক নং: ১৬৫৬-৫
- কসম-শপথ করার বিধান
৭. ইসলাম গ্রহণের পর কুফরী অবস্থায় মানতের ব্যপারে করণীয়
৪১৫০। আহমাদ ইবনে আব্দাতাদ্দাব্বী (রাহঃ) ......... নাফি (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন ইবনে উমর (রাযিঃ) এর নিকট জি’ইররানা থেকে প্রত্যবর্তনের সময় রাসূলুল্লাহ (ﷺ) এর উমরা করার কথা উল্লেখ করা হল। তখন তিনি বললেন, সেখান থেকে তিনি উমরা করেননি। বর্ণনাকারী বলেন যে উমর (রাযিঃ) জাহিলী যুগে একরাত্রি ইতিকাফ করার মান্নত করেছিলেন। এরপর জারীর ইবনে হাযিম ও মা’মার সূত্রে আইয়ুব থেকে বর্ণিত হাদীসের অনুরূপ উল্লেখ করেন।
كتاب الأيمان
باب نَذْرِ الْكَافِرِ وَمَا يَفْعَلُ فِيهِ إِذَا أَسْلَمَ
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، قَالَ ذُكِرَ عِنْدَ ابْنِ عُمَرَ عُمْرَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْجِعْرَانَةِ فَقَالَ لَمْ يَعْتَمِرْ مِنْهَا - قَالَ - وَكَانَ عُمَرُ نَذَرَ اعْتِكَافَ لَيْلَةٍ فِي الْجَاهِلِيَّةِ . ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ جَرِيرِ بْنِ حَازِمٍ وَمَعْمَرٍ عَنْ أَيُّوبَ .

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৪১৫১
আন্তর্জাতিক নং: ১৬৫৬-৬
- কসম-শপথ করার বিধান
৭. ইসলাম গ্রহণের পর কুফরী অবস্থায় মানতের ব্যপারে করণীয়
৪১৫১। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান দারিমী, ইয়াহয়া ইবনে খালাফ (রাহঃ) ......... উভয়েই নাফি (রাহঃ) এর সূত্রে ইবনে উমর (রাযিঃ) থেকে মান্নত স্পম্পর্কে এ হাদীস বর্ণনা করেছেন। আর উভয়ের বর্ণিত হাদীসে সকলেই اعْتِكَافُ يَوْمٍ (একদিনের ইতিকাফ) কথাটি বর্ণনা করেছেন।
كتاب الأيمان
باب نَذْرِ الْكَافِرِ وَمَا يَفْعَلُ فِيهِ إِذَا أَسْلَمَ
وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، كِلاَهُمَا عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، . بِهَذَا الْحَدِيثِ فِي النَّذْرِ وَفِي حَدِيثِهِمَا جَمِيعًا اعْتِكَافُ يَوْمٍ .

তাহকীক:

বর্ণনাকারী: