আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

المسند الصحيح لمسلم

৩২- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৩৬০
আন্তর্জাতিক নং: ১৭২৪
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
১. হাজিগণের হারানো বস্তু প্রাপ্তি
৪৩৬০। আবু তাহির ও ইউনূস ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে উসমান তায়মী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) হাজীদের হারানো বস্তু তুলে নিতে নিষেধ করেছেন।
كتاب اللقطة
باب فِي لُقَطَةِ الْحَاجِّ
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَيُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَاطِبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ لُقَطَةِ الْحَاجِّ .
হাদীস নং: ৪৩৬১
আন্তর্জাতিক নং: ১৭২৫
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
১. হাজিগণের হারানো বস্তু প্রাপ্তি
৪৩৬১। আবু তাহির ও ইউনুস ইবনে আব্দুল আলা (রাহঃ) ......... যায়দ ইবনে খালিদ জুহানী (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি হারানো বস্তু উঠিয়ে রাখল সে যদি তা প্রচার না করে তবে সে পথহারা।
كتاب اللقطة
باب فِي لُقَطَةِ الْحَاجِّ
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَيُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ أَبِي سَالِمٍ الْجَيْشَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، الْجُهَنِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ آوَى ضَالَّةً فَهُوَ ضَالٌّ مَا لَمْ يُعَرِّفْهَا " .