আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১০ টি
হাদীস নং: ৫৮৬৪
আন্তর্জাতিক নং: ২৩৪১-১
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৬৪। আবু বকর ইবনে আবি শাঈবা, ইবনে নুমাইর ও আমর আন-নাকিদ (রাহঃ) ......... ইবনে সীরীন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস (রাযিঃ) কে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ (ﷺ) কি খেযাব (কলপ) লাগাতেন? তিনি বললেনঃ তিনি তো তেমন বার্ধক্য দেখেন নি তবে ...... ইবনে ইদরীস (রাহঃ) বলেন, তিনি [আনা (রাযিঃ)] যেন কম বুঝাচ্ছিলেন। অবশ্য আবু বকর ও উমর (রাযিঃ) মেহদী এবং নীল রংের খেযাব লাগিয়েছেন।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، نُمَيْرٍ وَعَمْرٌو النَّاقِدُ جَمِيعًا عَنِ ابْنِ إِدْرِيسَ، - قَالَ عَمْرٌو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ الأَوْدِيُّ، - عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ هَلْ خَضَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّهُ لَمْ يَكُنْ رَأَى مِنَ الشَّيْبِ إِلاَّ - قَالَ ابْنُ إِدْرِيسَ كَأَنَّهُ يُقَلِّلُهُ - وَقَدْ خَضَبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৫৮৬৫
আন্তর্জাতিক নং: ২৩৪১-২
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৬৫। মুহাম্মাদ ইবনে বাককার ইবনে রায়য়্যান (রাহঃ) ......... ইবনে সীরীন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি খেযাব ব্যবহার করেছিলেন? উত্তরে তিনি বললেন (তিনি) রাসুল (ﷺ) খেযাব ব্যবহারের সময় (বার্ধক্যে) পৌছেননি। অতঃপর তিনি বললেন, তাঁর দাঁড়িতে কয়েকটি চুল সাদা ছিল। রাবী বললেন, আমি তাকে [আনাস (রাযিঃ) কে] বললাম, আবু বকর (রাযিঃ) কি খেযাব ব্যবহার করেছিলেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, মেহদী ও নীল দ্বারা।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَضَبَ فَقَالَ لَمْ يَبْلُغِ الْخِضَابَ كَانَ فِي لِحْيَتِهِ شَعَرَاتٌ بِيضٌ . قَالَ قُلْتُ لَهُ أَكَانَ أَبُو بَكْرٍ يَخْضِبُ قَالَ فَقَالَ نَعَمْ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৫৮৬৬
আন্তর্জাতিক নং: ২৩৪১-৩
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৬৬। হাজ্জাজ ইবনে শায়ির (রাহঃ) ......... ইবনে সীরীন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি খেযাব লাগিয়েছেন? তিনি বললেন, তিনি তাঁর সামান্য মাত্র বার্ধক্য প্রত্যক্ষ করেছিলেন।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَخَضَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّهُ لَمْ يَرَ مِنَ الشَّيْبِ إِلاَّ قَلِيلاً .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৫৮৬৭
আন্তর্জাতিক নং: ২৩৪১-৪
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৬৭। আবু রবী আতাকী (রাহঃ) ......... সাবিত (রাহঃ) বর্ণনা করেন যে, আনাস ইবনে মালিক (রাযিঃ) কে নবী (ﷺ) এর খেযাব সম্পর্কে প্রশ্ন করা হলো। তিনি বললেন, আমি ইচ্ছা করলে তার মাথার সাদা চুল গুণে ফেলতে পারতাম। তিনি বলেন, তিনি খেযাব লাগান নি। অবশ্য আবু বকর (রাযিঃ) মেহদী এবং নীল দিয়ে খেযাব দিয়েছেন। আর উমর (রাযিঃ) শুধু মেহদী দিয়ে খেযাব দিয়েছেন।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا ثَابِتٌ، قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ خِضَابِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ لَوْ شِئْتُ أَنْ أَعُدَّ شَمَطَاتٍ كُنَّ فِي رَأْسِهِ فَعَلْتُ . وَقَالَ لَمْ يَخْتَضِبْ وَقَدِ اخْتَضَبَ أَبُو بَكْرٍ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ وَاخْتَضَبَ عُمَرُ بِالْحِنَّاءِ بَحْتًا .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৫৮৬৮
আন্তর্জাতিক নং: ২৩৪১-৬
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৬৮। নসর ইবনে আলী জাহযামী (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কারো চুল ও দাঁড়ির সাদা কেশ উপড়িয়ে ফেলা মাকরুহ। আর রাসূলুল্লাহ (ﷺ) খেযাব ব্যবহার করেন নি। কিছু সাদা ছিল তাঁর অধরের নীচের ছোট দাঁড়িতে, কানপট্রিতে কিছু, আর মাথায় কিছু।
মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) এ সনদই এ হাদীস বর্ণনা করেছেন।
মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) এ সনদই এ হাদীস বর্ণনা করেছেন।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ يُكْرَهُ أَنْ يَنْتِفَ الرَّجُلُ، الشَّعْرَةَ الْبَيْضَاءَ مِنْ رَأْسِهِ وَلِحْيَتِهِ - قَالَ - وَلَمْ يَخْتَضِبْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّمَا كَانَ الْبَيَاضُ فِي عَنْفَقَتِهِ وَفِي الصُّدْغَيْنِ وَفِي الرَّأْسِ نَبْذٌ .
وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا الْمُثَنَّى، بِهَذَا الإِسْنَادِ .
وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا الْمُثَنَّى، بِهَذَا الإِسْنَادِ .
তাহকীক:
হাদীস নং: ৫৮৬৯
আন্তর্জাতিক নং: ২৩৪১-৭
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৬৯। মুহাম্মাদ ইবনে মুসান্না, ইবনে বাশশার, আহমদ ইবনে ইবরাহীম দাওরাকী ও হারুন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু ইয়াস (রাহঃ) সূত্রে, আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) এর বার্ধক্য সম্পর্কে প্রশ্ন করা হলো। তিনি বললেন, তাঁকে আল্লাহ বার্ধক্য দ্বারা পরিবর্তিত করেন নি।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ وَأَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ جَمِيعًا عَنْ أَبِي دَاوُدَ، قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُلَيْدِ بْنِ جَعْفَرٍ، سَمِعَ أَبَا إِيَاسٍ، عَنْ أَنَسٍ، أَنَّهُ سُئِلَ عَنْ شَيْبِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ مَا شَانَهُ اللَّهُ بِبَيْضَاءَ .
তাহকীক:
হাদীস নং: ৫৮৭০
আন্তর্জাতিক নং: ২৩৪২
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৭০। আহমাদ ইবনে ইউনুস ও ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এতটুকু সাদা হতে দেখেছি এবং যুহাইর (রাহঃ) তার ক’টি অঙ্গুলি ছোট দাঁড়িতে রেখে বলতে লাগলেন; তখন লোকেরা আবু জুহায়ফাকে বললো, সে দিন আপনি কার মত (বয়সের) ছিলেন? তিনি বললেনঃ আমি তীর চাঁছতাম এবং তীরে শর লাগাতাম (কিশোর ছিলাম)।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ، يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم هَذِهِ مِنْهُ بَيْضَاءَ وَوَضَعَ زُهَيْرٌ بَعْضَ أَصَابِعِهِ عَلَى عَنْفَقَتِهِ قِيلَ لَهُ مِثْلُ مَنْ أَنْتَ يَوْمَئِذٍ قَالَ أَبْرِي النَّبْلَ وَأَرِيشُهَا .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৫৮৭১
আন্তর্জাতিক নং: ২৩৪৩-১
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৭১। ওয়াসিল ইবনে আব্দুল আলা (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি তার রং ছিল ফর্সা, তিনি প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, হাসান ইবনে আলী (রাযিঃ) দেখতে তাঁর সদৃশ ছিলেন।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَبْيَضَ قَدْ شَابَ كَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৫৮৭২
আন্তর্জাতিক নং: ২৩৪৩-২
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৭২। সাঈদ ইবনে মানসুর ও ইবনে নুমাইর (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে এ হাদীসটিই বর্ণনা করেছেন; কিন্তু বর্ণনাকারীরা ″ফর্সা এবং বুড়ো হয়ে গিয়েছিলেন″ এ কথাগুলো উল্লেখ করেন নি।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
وَحَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا سُفْيَانُ، وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، كُلُّهُمْ عَنْ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، بِهَذَا وَلَمْ يَقُولُوا أَبْيَضَ قَدْ شَابَ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৫৮৭৩
আন্তর্জাতিক নং: ২৩৪৪-১
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
২৯. রাসূলুল্লাহ (ﷺ) এর বার্ধক্য
৫৮৭৩। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... সিমাক ইবনে হারব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে শুনেছি, তিনি বলেন, নবী (ﷺ) এর বার্ধক্য সম্পর্কে প্রশ্ন করা হলো। তিনি বললেন, যখন তিনি মাথায় তেল দিতেন, তখন সাদা বর্ণ দেখা যেত না। তবে যখন তেল দিতেন না তখন দেখা যেতো।
كتاب الفضائل
باب شَيْبِهِ صلى الله عليه وسلم .
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، سُلَيْمَانُ بْنُ دَاوُدَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ، بْنِ حَرْبٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، سُئِلَ عَنْ شَيْبِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ كَانَ إِذَا دَهَنَ رَأْسَهُ لَمْ يُرَ مِنْهُ شَىْءٌ وَإِذَا لَمْ يَدْهُنْ رُئِيَ مِنْهُ .
তাহকীক:
বর্ণনাকারী: