আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

المسند الصحيح لمسلم

৪- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০১৯
আন্তর্জাতিক নং: ৫০৯-২
- নামাযের অধ্যায়
২৬৩. কেউ ইহরাম অবস্থায় মারা গেলে কি করতে হবে?
১০১৯। মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ......... ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, সালামা (রাযিঃ) মুসহাফের নিকটে অবস্থিত খুটির পাশে নামাযের আসন গ্রহণ করতেন। রাবী বলেন, আমি তাকে বললাম, হে আবু মুসলিম! আমি লক্ষ্য করছি, আপনি বরাবর এই খুঁটিটির নিকটেই নামাযের স্থান নির্বাচন করেন। তিনি জওয়াব দিলেন, আমি নবী (ﷺ) কে এর নিকটেই নামায আদায় করতে দেখেছি।
كتاب الصلاة
باب الْمُحْرِمِ يَمُوتُ كَيْفَ يُصْنَعُ بِهِ
حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مَكِّيٌّ، قَالَ يَزِيدُ أَخْبَرَنَا قَالَ كَانَ سَلَمَةُ يَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَ الأُسْطُوَانَةِ الَّتِي عِنْدَ الْمُصْحَفِ فَقُلْتُ لَهُ يَا أَبَا مُسْلِمٍ أَرَاكَ تَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَ هَذِهِ الأُسْطُوَانَةِ . قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَهَا .