আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১১০২
আন্তর্জাতিক নং: ৫৪৬-১
- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
১২. নামাযে কংকর সরানো এবং মাটি সমান করা মাকরূহ
১১০২। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... মু’আয়কীব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) কংকর সরানো সম্বন্ধে আলোচনা করলেন এবং বললেন, তা যদি তোমার করতেই হয় তবে একবার মাত্র করতে পার।
كتاب المساجد ومواضع الصلاة
باب كَرَاهَةِ مَسْحِ الْحَصَى وَتَسْوِيَةِ التُّرَابِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ مُعَيْقِيبٍ، قَالَ ذَكَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَسْحَ فِي الْمَسْجِدِ - يَعْنِي الْحَصَى - قَالَ  " إِنْ كُنْتَ لاَ بُدَّ فَاعِلاً فَوَاحِدَةً " .

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১১০৩
আন্তর্জাতিক নং: ৫৪৬-২
- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
১২. নামাযে কংকর সরানো এবং মাটি সমান করা মাকরূহ
১১০৩। মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ......... মু’আয়কীব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা নবী (ﷺ) কে নামাযের মধ্যে কংকর সরানো সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেলেন, মাত্র একবার।
كتاب المساجد ومواضع الصلاة
باب كَرَاهَةِ مَسْحِ الْحَصَى وَتَسْوِيَةِ التُّرَابِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ مُعَيْقِيبٍ، أَنَّهُمْ سَأَلُوا النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْمَسْحِ فِي الصَّلاَةِ فَقَالَ " وَاحِدَةٌ "

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১১০৪
আন্তর্জাতিক নং: ৫৪৬-৪
- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
১২. নামাযে কংকর সরানো এবং মাটি সমান করা মাকরূহ
১১০৪। উবাইদুল্লাহ ইবনে উমর আল-কাওয়ারীরী ও আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... মু’আয়কীব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নামাযের সিজদাস্থলের মাটি সমান করা সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, যদি তা তোমার করতেই হয় তবে একবারমাত্র করতে পার।
كتاب المساجد ومواضع الصلاة
باب كَرَاهَةِ مَسْحِ الْحَصَى وَتَسْوِيَةِ التُّرَابِ فِي الصَّلاَةِ
. وَحَدَّثَنِيهِ عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - حَدَّثَنَا هِشَامٌ، بِهَذَا الإِسْنَادِ . وَقَالَ فِيهِ حَدَّثَنِي مُعَيْقِيبٌ، ح وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ حَدَّثَنِي مُعَيْقِيبٌ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي الرَّجُلِ يُسَوِّي التُّرَابَ حَيْثُ يَسْجُدُ قَالَ " إِنْ كُنْتَ فَاعِلاً فَوَاحِدَةً " .

তাহকীক:

বর্ণনাকারী: