আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৮- জুমআ সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮ টি
হাদীস নং: ১৮৯১
আন্তর্জাতিক নং: ৮৭৫-১
- জুমআ সংক্রান্ত অধ্যায়
৯. ইমামের খুতবাকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা
১৮৯১। আবুর রাবী যাহরানী ও কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নবী (ﷺ) জুমআর খুতবা দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি এল। নবী (ﷺ) তাকে বললেন, হে অমুক! তুমি নামায আদায় করেছ কি? সে বলল, না। তিনি বললেন, দাঁড়াও নামায আদায় করে নাও।
كتاب الجمعة
باب التَّحِيَّةِ وَالإِمَامُ يَخْطُبُ
وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، - وَ هُوَ ابْنُ زَيْدٍ - عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَصَلَّيْتَ يَا فُلاَنُ " . قَالَ لاَ . قَالَ " قُمْ فَارْكَعْ " .
তাহকীক:
হাদীস নং: ১৮৯২
আন্তর্জাতিক নং: ৮৭৫-২
- জুমআ সংক্রান্ত অধ্যায়
৯. ইমামের খুতবাকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা
১৮৯২। আবু বকর ইবনে আবি শাঈবা ও ইয়াকুব দাওরাকী (রাহঃ) ......... জাবির (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। যেমন হাম্মাদ (রাহঃ) বর্ণনা করেছেন কিন্তু তিনি দু’রাক’আত নামাযের কথা উল্লেখ করেননি।
كتاب الجمعة
باب التَّحِيَّةِ وَالإِمَامُ يَخْطُبُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ، عَنِ ابْنِ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَمَا قَالَ حَمَّادٌ وَلَمْ يَذْكُرِ الرَّكْعَتَيْنِ .
তাহকীক:
হাদীস নং: ১৮৯৩
আন্তর্জাতিক নং: ৮৭৫-৩
- জুমআ সংক্রান্ত অধ্যায়
৯. ইমামের খুতবাকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা
১৮৯৩। কুতায়বা ইবনে সাঈদ ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করল, তখন রাসূলুল্লাহ (ﷺ) জুমআর দিন খুতবা দিচ্ছিলেন। তিনি বললেন, তুমি নামায আদায় করেছ কি? সে বলল না। তিনি বললেন, দাঁড়াও দু’রাকআত নামায আদায় করে নাও। আর কুতায়বার বর্ণনা হল, তিনি বললেন, দু’রাকআত নামায আদায় করে নাও।
كتاب الجمعة
باب التَّحِيَّةِ وَالإِمَامُ يَخْطُبُ
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا وَقَالَ، إِسْحَاقُ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ " أَصَلَّيْتَ " . قَالَ لاَ . قَالَ " قُمْ فَصَلِّ الرَّكْعَتَيْنِ " . وَفِي رِوَايَةِ قُتَيْبَةَ قَالَ " صَلِّ رَكْعَتَيْنِ " .
তাহকীক:
হাদীস নং: ১৮৯৪
আন্তর্জাতিক নং: ৮৭৫-৪
- জুমআ সংক্রান্ত অধ্যায়
৯. ইমামের খুতবাকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা
১৮৯৪। মুহাম্মাদ ইবনে রাফি’ ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, জনৈক ব্যক্তি মসজিদে এল। নবী (ﷺ) জুমআর দিন মিম্বরের উপর থেকে খুতবা দিচ্ছিলেন। তখন তিনি বললেন, তুমি দু’রাক’আত নামায আদায় করেছ? সে বলল, না। তিনি বললেন, তুমি দু’রাক’আত নামায আদায় করে নাও।
كتاب الجمعة
باب التَّحِيَّةِ وَالإِمَامُ يَخْطُبُ
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ يَخْطُبُ فَقَالَ لَهُ " أَرَكَعْتَ رَكْعَتَيْنِ " . قَالَ لاَ. فَقَالَ: ارْكَعْ
তাহকীক:
হাদীস নং: ১৮৯৫
আন্তর্জাতিক নং: ৮৭৫-৫
- জুমআ সংক্রান্ত অধ্যায়
৯. ইমামের খুতবাকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা
১৮৯৫। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) খুতবা দিচ্ছিলেন। তিনি বললেন, জুমআর দিনে তোমাদের কেউ যখন (মসজিদ) আসে আর তখন যদি ইমাম (হুজরা থেকে) বের হয়ে থাকেন, তবে সে দু’রাকআত নামায আদায় করে নেবে।
كتاب الجمعة
باب التَّحِيَّةِ وَالإِمَامُ يَخْطُبُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَ فَقَالَ " إِذَا جَاءَ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ وَقَدْ خَرَجَ الإِمَامُ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ " .
তাহকীক:
হাদীস নং: ১৮৯৬
আন্তর্জাতিক নং: ৮৭৫-৬
- জুমআ সংক্রান্ত অধ্যায়
৯. ইমামের খুতবাকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা
১৮৯৬। কুতায়বা ইবনে সাঈদ, মুহাম্মাদ ইবনে রুমহ (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সুলায়ক গাতফানী (রাযিঃ) শুক্রবার দিনে (মসজিদে) এলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরের উপরে বসা ছিলেন। সুলায়ক (রাযিঃ) নামায আদায় না করে বসে পড়লেন। তখন নবী (ﷺ) তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দু’রাক’আত নামায আদায় করেছ? তিনি বললেন, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি দাঁড়াও দু’রাকআত নামায আদায় করে নাও।
كتاب الجمعة
باب التَّحِيَّةِ وَالإِمَامُ يَخْطُبُ
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ قَالَ جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَاعِدٌ عَلَى الْمِنْبَرِ فَقَعَدَ سُلَيْكٌ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَرَكَعْتَ رَكْعَتَيْنِ " . قَالَ لاَ . قَالَ " قُمْ فَارْكَعْهُمَا " .
তাহকীক:
হাদীস নং: ১৮৯৭
আন্তর্জাতিক নং: ৮৭৫-৭
- জুমআ সংক্রান্ত অধ্যায়
৯. ইমামের খুতবাকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা
১৮৯৭। ইসহাক ইবনে ইবরাহীম ও আলী ইবনে খাশরাম (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন সূলায়ক গাতফানী (রাযিঃ) জুমআর দিনে এলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) খুতবা দিচ্ছিলেন। সুলায়ক (রাযিঃ) বসে পড়লেন। নবী (ﷺ) বললেন, হে সূলায়ক! তুমি দাঁড়িয়ে সংক্ষেপে দু’রাকআত নামায আদায় করে নাও। তারপর বললেন, তোমাদের কেউ জুমআর দিন মসজিদে এলে, ইমাম তখন খুতবারত থাকলে সংক্ষিপ্ত আকারে দু’রাকআত নামায আদায় করে নেবে।
كتاب الجمعة
باب التَّحِيَّةِ وَالإِمَامُ يَخْطُبُ
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، كِلاَهُمَا عَنْ عِيسَى بْنِ يُونُسَ، - قَالَ ابْنُ خَشْرَمٍ أَخْبَرَنَا عِيسَى، - عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ فَجَلَسَ فَقَالَ لَهُ " يَا سُلَيْكُ قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ وَتَجَوَّزْ فِيهِمَا - ثُمَّ قَالَ - إِذَا جَاءَ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ وَلْيَتَجَوَّزْ فِيهِمَا " .
তাহকীক:
হাদীস নং: ১৮৯৮
আন্তর্জাতিক নং: ৮৭৬
- জুমআ সংক্রান্ত অধ্যায়
৯. ইমামের খুতবাকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা
১৮৯৮। শায়বান ইবনে ফাররুখ (রাহঃ) ......... আবু রিফা’আ (রাযিঃ) বলেন, আমি নবী (ﷺ) এর নিকট পৌছিলাম, তখন তিনি খুতবা দিচ্ছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল! একজন মুসাফির এসেছে সে দ্বীন সম্পর্কে জানতে চায়। রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তখন খুতবা বন্ধ করে আমার দিকে অগ্রসর হলেন এবং আমার নিকট এসে পৌছলেন। অতঃপর একটি কুরসী আনা হল, আমার ধারণা এর পায়াগুলো ছিল লোহার। রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর উপর বসলেন, এবং আল্লাহ তাঁকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে তিনি আমাকেও শিখালেন। এরপর তিনি পুনরায় খুতবা দিতে লাগলেন এবং খুতবা শেষ করলেন।
كتاب الجمعة
باب التَّحِيَّةِ وَالإِمَامُ يَخْطُبُ
وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ، قَالَ قَالَ أَبُو رِفَاعَةَ انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَخْطُبُ قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ رَجُلٌ غَرِيبٌ جَاءَ يَسْأَلُ عَنْ دِينِهِ لاَ يَدْرِي مَا دِينُهُ - قَالَ - فَأَقْبَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَتَرَكَ خُطْبَتَهُ حَتَّى انْتَهَى إِلَىَّ فَأُتِيَ بِكُرْسِيٍّ حَسِبْتُ قَوَائِمَهُ حَدِيدًا - قَالَ - فَقَعَدَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللَّهُ ثُمَّ أَتَى خُطْبَتَهُ فَأَتَمَّ آخِرَهَا .