আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৩৮
আন্তর্জাতিক নং: ৬৩৮
নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায়
শাক-সবজির যাকাত ।
৬৩৮. আলী ইবনে খাশরাম (রাহঃ) ...... মুআয (রাযিঃ) থেকে বর্ণিত যে,তিনি নবী (ﷺ) এর নিকট শাক-সবজি অর্থাৎ তরিতরকারী (এর যাকাত) সম্পর্কে জানতে চেয়ে পত্র লিখেছেলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তখন বলেছিলেনঃ এতে কিছু নেই।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটির সনদ সহীহ্ নয়। এই বিষয়ে নবী (ﷺ) থেকে সহীহ্ কিছু বর্ণিত নেই। এই রিওয়ায়াতটি মুসা ইবনে তালহা (রাহঃ) সূত্রে নবী (ﷺ) থেকে মুরসাল হিসাবে বর্ণিত আছে। এই হাদীস অনুসারে আলিমগণের আমল রয়েছে যে, শাক- সবজির কোন যাকাত নেই। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, রাবী হাসান হলেন, ইবনে উমরা। হাদীসবেত্তাগণের দৃষ্টিতে তিনি যঈফ। শু’বা (রাহঃ) প্রমূখ তাঁকে যঈফ বলেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক (রাহঃ) তাকে বর্জন করেছেন।
كتاب الزكاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي زَكَاةِ الْخُضْرَوَاتِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُبَيْدٍ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ مُعَاذٍ، أَنَّهُ كَتَبَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْأَلُهُ عَنِ الْخُضْرَوَاتِ وَهِيَ الْبُقُولُ فَقَالَ " لَيْسَ فِيهَا شَيْءٌ " . قَالَ أَبُو عِيسَى إِسْنَادُ هَذَا الْحَدِيثِ لَيْسَ بِصَحِيحٍ وَلَيْسَ يَصِحُّ فِي هَذَا الْبَابِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم شَيْءٌ وَإِنَّمَا يُرْوَى هَذَا عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنْ لَيْسَ فِي الْخُضْرَوَاتِ صَدَقَةٌ . قَالَ أَبُو عِيسَى وَالْحَسَنُ هُوَ ابْنُ عُمَارَةَ وَهُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ ضَعَّفَهُ شُعْبَةُ وَغَيْرُهُ وَتَرَكَهُ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ .