আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৮৭
আন্তর্জাতিক নং: ৬৮৭
নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
রমযানের উদ্দেশ্য শা’বানের চাঁদের গণনা।
৬৮৪. মুসলিম ইবনে হাজ্জাজ (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। তোমরা রমযানের উদ্দেশ্য শা’বানের চাঁদের হিসাব রাখবে।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু মুআবিয়ার সূত্র ছাড়া অন্য কোন সূত্রে আবু হুরায়রা (রাযিঃ) এর হাদীসটি এরূপভাবে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নাই। সহীহ রিওয়ায়াত হল, মুহাম্মাদ ইবনে আমর আবু সালামা, আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে যে নবী (ﷺ) ইরশাদ করেনঃ তোমরা রমযান মাসকে একদিন বা দুইদিন এগিয়ে নিয়ে আসবে না। ইয়াহয়া ইবনে আবু কাসীর, আবু সালামা, আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে মুহাম্মাদ ইবনে আমর লায়সী-এর রিওয়ায়াতে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي إِحْصَاءِ هِلاَلِ شَعْبَانَ لِرَمَضَانَ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ حَجَّاجٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَحْصُوا هِلاَلَ شَعْبَانَ لِرَمَضَانَ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ لاَ نَعْرِفُهُ مِثْلَ هَذَا إِلاَّ مِنْ حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ . وَالصَّحِيحُ مَا رُوِيَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَقَدَّمُوا شَهْرَ رَمَضَانَ بِيَوْمٍ وَلاَ يَوْمَيْنِ " . وَهَكَذَا رُوِيَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوُ حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَمْرٍو اللَّيْثِيِّ .