আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৭৫৯
আন্তর্জাতিক নং: ৭৫৯
 নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
শাউয়ালের ছয় দিন রোযা পালন।
৭৫৭. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... আবু আইয়ুব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি রমযানের রোযা পালন করে এবং পরে এর অনবর্তীতে শাউয়ালের ছয় দিন রোযা পালন করে তবে সে যেন সারা বছরই রোযা পালন করল। - ইবনে মাজাহ ১৭১৬, মুসলিম
এই বিষয়ে জাবির, আবু হুরায়রা এবং সাওবান (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু আইয়ুব (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এই হাদীসটির উপর ভিত্তি করে একদল আলিম শাউয়ালের ছয় দিন রোযা পালন মুস্তাহাব বলে মনে করেন। ইবনে মুবারক (রাহঃ) বলেন, প্রতি মাসে তিন দিন রোযা পালনের মত এটি ভাল আমল। তিনি আরও বলেন, কতক হাদীসে বর্ণিত আছে যে, এই রোযাকে রমযানের রোযার সঙ্গে সংযুক্ত করা হবে। ইবনে মুবারক (রাহঃ) মাসের শুরুর দিকে এই ছয় দিনের রোযা পালন অধিক পছন্দীয় বলে গ্রহণ করেছেন। ইবনে মুবারক থেকে এ-ও বর্ণিত আছে যে তিনি বলেন, শাওয়ালের মাসের ভিন্ন ভিন্ন দিনে রাখা ও জায়েয আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, রাবী আব্দুল আযীয ইবনে মুহাম্মাদ এই হাদীসটিকে সাফওয়ান ইবনে সুলায়ম ও সা’দ ইবনে সাঈদ সূত্রে উমর ইবনে সাবিত- আবু আইয়ুব (রাযিঃ) সনদে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। শুবা (রাহঃ) এই রিওয়ায়াতটি ওয়ারাকা ইবনে উমর সা’দ ইবনে সাঈদ (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন। এই সা’দ ইবনে সাঈদ হলেন ইয়াহয়া ইবনে সাঈদ আল-আনসারী (রাযিঃ) এর ভাই। তাঁর স্মরণশক্তি সম্পর্কে কতক হাদীস বিশেষজ্ঞ সমালোচনা করেছেন।
এই বিষয়ে জাবির, আবু হুরায়রা এবং সাওবান (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু আইয়ুব (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এই হাদীসটির উপর ভিত্তি করে একদল আলিম শাউয়ালের ছয় দিন রোযা পালন মুস্তাহাব বলে মনে করেন। ইবনে মুবারক (রাহঃ) বলেন, প্রতি মাসে তিন দিন রোযা পালনের মত এটি ভাল আমল। তিনি আরও বলেন, কতক হাদীসে বর্ণিত আছে যে, এই রোযাকে রমযানের রোযার সঙ্গে সংযুক্ত করা হবে। ইবনে মুবারক (রাহঃ) মাসের শুরুর দিকে এই ছয় দিনের রোযা পালন অধিক পছন্দীয় বলে গ্রহণ করেছেন। ইবনে মুবারক থেকে এ-ও বর্ণিত আছে যে তিনি বলেন, শাওয়ালের মাসের ভিন্ন ভিন্ন দিনে রাখা ও জায়েয আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, রাবী আব্দুল আযীয ইবনে মুহাম্মাদ এই হাদীসটিকে সাফওয়ান ইবনে সুলায়ম ও সা’দ ইবনে সাঈদ সূত্রে উমর ইবনে সাবিত- আবু আইয়ুব (রাযিঃ) সনদে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। শুবা (রাহঃ) এই রিওয়ায়াতটি ওয়ারাকা ইবনে উমর সা’দ ইবনে সাঈদ (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন। এই সা’দ ইবনে সাঈদ হলেন ইয়াহয়া ইবনে সাঈদ আল-আনসারী (রাযিঃ) এর ভাই। তাঁর স্মরণশক্তি সম্পর্কে কতক হাদীস বিশেষজ্ঞ সমালোচনা করেছেন।
أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي صِيَامِ سِتَّةِ أَيَّامٍ مِنْ شَوَّالٍ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ فَذَلِكَ صِيَامُ الدَّهْرِ " . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ وَثَوْبَانَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي أَيُّوبَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدِ اسْتَحَبَّ قَوْمٌ صِيَامَ سِتَّةِ أَيَّامٍ مِنْ شَوَّالٍ بِهَذَا الْحَدِيثِ . قَالَ ابْنُ الْمُبَارَكِ هُوَ حَسَنٌ هُوَ مِثْلُ صِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ . قَالَ ابْنُ الْمُبَارَكِ وَيُرْوَى فِي بَعْضِ الْحَدِيثِ " وَيُلْحَقُ هَذَا الصِّيَامُ بِرَمَضَانَ " . وَاخْتَارَ ابْنُ الْمُبَارَكِ أَنْ تَكُونَ سِتَّةَ أَيَّامٍ فِي أَوَّلِ الشَّهْرِ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ الْمُبَارَكِ أَنَّهُ قَالَ إِنْ صَامَ سِتَّةَ أَيَّامٍ مِنْ شَوَّالٍ مُتَفَرِّقًا فَهُوَ جَائِزٌ . قَالَ وَقَدْ رَوَى عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ وَسَعْدِ بْنِ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ عَنْ أَبِي أَيُّوبَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا . وَرَوَى شُعْبَةُ عَنْ وَرْقَاءَ بْنِ عُمَرَ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ هَذَا الْحَدِيثَ . وَسَعْدُ بْنُ سَعِيدٍ هُوَ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ فِي سَعْدِ بْنِ سَعِيدٍ مِنْ قِبَلِ حِفْظِهِ . حَدَّثَنَا هَنَّادٌ قَالَ أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ عَنْ إِسْرَائِيلَ أَبِي مُوسَى عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ قَالَ كَانَ إِذَا ذُكِرَ عِنْدَهُ صِيَامُ سِتَّةِ أَيَّامٍ مِنْ شَوَّالٍ فَيَقُولُ وَاللَّهِ لَقَدْ رَضِيَ اللَّهُ بِصِيَامِ هَذَا الشَّهْرِ عَنِ السَّنَةِ كُلِّهَا .

তাহকীক:
