আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৭৮০
আন্তর্জাতিক নং: ৭৮০
 নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
রোযা অবস্থায় দাওয়াত কবুল করা।
৭৭৮. আযহার ইবনে মারওয়ান আল-বসরী (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, যদি তোমাদের কাউকে আহারের দাওয়াত দেওয়া হয় তবে সে যেন তা কবুল করে। যদি রোযা পালনকারী হয় তবে সে (দাওয়াতকারীর জন্য) দুআ করবে। - ইবনে মাজাহ ১৭৫০, মুসলিম
أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي إِجَابَةِ الصَّائِمِ الدَّعْوَةَ
حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ  " إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى طَعَامٍ فَلْيُجِبْ فَإِنْ كَانَ صَائِمًا فَلْيُصَلِّ " . يَعْنِي الدُّعَاءَ .
হাদীস নং: ৭৮১
আন্তর্জাতিক নং: ৭৮১
 নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
রোযা অবস্থায় দাওয়াত কবুল করা।
৭৭৯. নসর ইবনে আলী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি তোমাদের কাউকে রোযা অবস্থায় দাওয়াত করা হয় তবে সে যেন বলে আমি রোযাদার। 
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত উভয় হাদীসটি হাসান -সহীহ্।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত উভয় হাদীসটি হাসান -সহীহ্।
أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي إِجَابَةِ الصَّائِمِ الدَّعْوَةَ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ  " إِذَا دُعِيَ أَحَدُكُمْ وَهُوَ صَائِمٌ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ " . قَالَ أَبُو عِيسَى وَكِلاَ الْحَدِيثَيْنِ فِي هَذَا الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ حَسَنٌ صَحِيحٌ .


