আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৭৮৪
আন্তর্জাতিক নং: ৭৮৪
 নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
রোযা পালনরত ব্যক্তির নিকট পানাহার হলে তার ফযীলত।
৭৮২. আলী ইবনে হুজর (রাহঃ) .... লায়লা সূত্রে তাঁর আযাদকারিনী মহিলা (উম্মু উমরা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিন বলেন, রোযা পালন করছেন এমন ব্যক্তিরা যদি রোযা পালনরত কোন ব্যক্তির কাছে আহার করে তবে ফিরিশতাগণ তাঁর (রোযা পালনরত ব্যক্তির) জন্য দুআ করেন। - ইবনে মাজাহ ১৭৪৮
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, শু’বা এই হাদীসটিকে হাবিব ইবনে যায়দ ......... তৎ পিতামহী উম্মু উমরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, শু’বা এই হাদীসটিকে হাবিব ইবনে যায়দ ......... তৎ পিতামহী উম্মু উমরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّائِمِ إِذَا أُكِلَ عِنْدَهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ، عَنْ لَيْلَى، عَنْ مَوْلاَتِهَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ  " الصَّائِمُ إِذَا أَكَلَ عِنْدَهُ الْمَفَاطِيرُ صَلَّتْ عَلَيْهِ الْمَلاَئِكَةُ " . قَالَ أَبُو عِيسَى وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ عَنْ لَيْلَى عَنْ جَدَّتِهِ أُمِّ عُمَارَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৭৮৫
আন্তর্জাতিক নং: ৭৮৫
 নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
রোযা পালনরত ব্যক্তির নিকট পানাহার হলে তার ফযীলত।
৭৮৩. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... হাবীব ইবনে যায়দ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের জনৈকা আযাদকৃত দাসী লায়লাকে উম্মু উমরা বিনতে কা’ব আল আনসারিয়্যা (রাযিঃ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, নবী (ﷺ) একবার তাঁর বাড়ি এলেন। তখন তিনি নবী (ﷺ) এর সামনে খাবার পেশ করলেন। নবিজী তাকে বললেন, তুমি খাও। তিনি বললেন আমি তো রোযাদার। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, রোযাদারের নিকট যদি কেউ খায় তবে খাবার শেষ না করা পর্যন্ত ফিরিশতাগণ রোযাদারের জন্য দুআ করতে থাকেন। নবী (ﷺ) কোন কোন সময় حَتَّى يَفْرُغُوا এর স্থলে حَتَّى يَشْبَعُوا বর্ণনা করেছেন। 
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ।
أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّائِمِ إِذَا أُكِلَ عِنْدَهُ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ، قَالَ سَمِعْتُ مَوْلاَةً، لَنَا يُقَالُ لَهَا لَيْلَى تُحَدِّثُ عَنْ جَدَّتِهِ أُمِّ عُمَارَةَ بِنْتِ كَعْبٍ الأَنْصَارِيَّةِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا فَقَدَّمَتْ إِلَيْهِ طَعَامًا فَقَالَ " كُلِي " . فَقَالَتْ إِنِّي صَائِمَةٌ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الصَّائِمَ تُصَلِّي عَلَيْهِ الْمَلاَئِكَةُ إِذَا أُكِلَ عِنْدَهُ حَتَّى يَفْرُغُوا " . وَرُبَّمَا قَالَ " حَتَّى يَشْبَعُوا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ شَرِيكٍ .

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৭৮৬
আন্তর্জাতিক নং: ৭৮৬
 নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
রোযা পালনরত ব্যক্তির নিকট পানাহার হলে তার ফযীলত।
৭৮৪. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... উম্মু উমরা বিনতে কা’ব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। তবে এই রিওয়ায়াতে حتى يفرغوا اويشبعوا শব্দসমূহের উল্লেখ নাই। 
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, উম্মু উমরা (রাযিঃ) হলেন হাবীব ইবনে যায়দ আল-আনসারী (রাহঃ)-এর পিতামহী।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, উম্মু উমরা (রাযিঃ) হলেন হাবীব ইবনে যায়দ আল-আনসারী (রাহঃ)-এর পিতামহী।
أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّائِمِ إِذَا أُكِلَ عِنْدَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ، عَنْ مَوْلاَةٍ، لَهُمْ يُقَالُ لَهَا لَيْلَى عَنْ جَدَّتِهِ أُمِّ عُمَارَةَ بِنْتِ كَعْبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ  " حَتَّى يَفْرُغُوا أَوْ يَشْبَعُوا " . قَالَ أَبُو عِيسَى وَأُمُّ عُمَارَةَ هِيَ جَدَّةُ حَبِيبِ بْنِ زَيْدٍ الأَنْصَارِيِّ .

তাহকীক:

বর্ণনাকারী: