আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৯. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৯৩৫
আন্তর্জাতিক নং: ৯৩৫
হজ্ব - উমরার অধ্যায়
জি’ইরানা থেকে উমরা করা।
৯৩৭. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... মুহার্রিশ আল-কা’বী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) জি’ইররানা থেকে রাতে উমরার উদ্দেশশ্যে বের হন এবং রাতেই মক্কা প্রবেশ করেন। উমরা সম্পাদন করে ঐ রাতেই ফিরে আসেন। জি’ইররানায়* এমন করে তার ভোর হয় যে মনে হচ্ছিল তিনি যেন এখানেই রাত্রি যাপন করেছেন। পরবতী দিন মধ্যাহ্নের পর বাতনে সারিফে বের হয়ে পড়েন। বাতনে সারিফে মুযদালিফার পথে চলে আসেন। এই কারণে সাধারণভাবে মানুষের কাছে তাঁর এই উমরার খবর অজানা থেকে যায়। - আবু দাউদ
ইমাম আবু ঈসা (রাহঃ) বরেন, এই হাদীসটি হাসান- গারীব। মুহার্রিশ আল- কা’বী (রাযিঃ)-এর বরাতে এটি ছাড়া আর কোন হাদীসটি নবী (ﷺ) থেকে বর্ণিত আছে বলে আমাদের জানা নাই।
*তাইফ ও মক্কার মধ্যবর্তী একটি স্থান।
ইমাম আবু ঈসা (রাহঃ) বরেন, এই হাদীসটি হাসান- গারীব। মুহার্রিশ আল- কা’বী (রাযিঃ)-এর বরাতে এটি ছাড়া আর কোন হাদীসটি নবী (ﷺ) থেকে বর্ণিত আছে বলে আমাদের জানা নাই।
*তাইফ ও মক্কার মধ্যবর্তী একটি স্থান।
أبواب الحج عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْعُمْرَةِ مِنَ الْجِعْرَانَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ مُزَاحِمِ بْنِ أَبِي مُزَاحِمٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ مُحَرِّشٍ الْكَعْبِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ مِنَ الْجِعْرَانَةِ لَيْلاً مُعْتَمِرًا فَدَخَلَ مَكَّةَ لَيْلاً فَقَضَى عُمْرَتَهُ ثُمَّ خَرَجَ مِنْ لَيْلَتِهِ فَأَصْبَحَ بِالْجِعْرَانَةِ كَبَائِتٍ فَلَمَّا زَالَتِ الشَّمْسُ مِنَ الْغَدِ خَرَجَ مِنْ بَطْنِ سَرِفَ حَتَّى جَاءَ مَعَ الطَّرِيقِ طَرِيقِ جَمْعٍ بِبَطْنِ سَرِفَ فَمِنْ أَجْلِ ذَلِكَ خَفِيَتْ عُمْرَتُهُ عَلَى النَّاسِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَلاَ نَعْرِفُ لِمُحَرِّشٍ الْكَعْبِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ هَذَا الْحَدِيثِ . وَيُقَالُ جَاءَ مَعَ الطَّرِيقِ مَوصول.
তাহকীক:
বর্ণনাকারী: