আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
১০. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১০০৭
আন্তর্জাতিক নং: ১০০৭
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
জানাযা-এর সামনে চলা।
১০০৭. কুতায়বা ইবনে সাঈদ, আহমাদ ইবনে মানী, ইসহাক ইবনে মানসুর ও মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... সালিম তাঁর পিতা ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি নবী (ﷺ) আবু বকর ও উমর (রাযিঃ)-কে জানাযার আগে আগে চলতে দেখেছি। - ইবনে মাজাহ
أبواب الجنائز عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي الْمَشْىِ أَمَامَ الْجَنَازَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ .
তাহকীক:
হাদীস নং: ১০০৮
আন্তর্জাতিক নং: ১০০৮
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
জানাযা-এর সামনে চলা।
১০০৮. হাসান ইবনে আলী আল-খাললাল (রাহঃ) ...... সালিম তাঁর পিতা আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি নবী (ﷺ), আবু বকর ও উমর (রাযিঃ) কে জানাযার আগে আগে চলতে দেখেছি।
أبواب الجنائز عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي الْمَشْىِ أَمَامَ الْجَنَازَةِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، عَنْ هَمَّامٍ، عَنْ مَنْصُورٍ، وَبَكْرٍ الْكُوفِيِّ، وَزِيَادٍ، وَسُفْيَانَ، كُلُّهُمْ يَذْكُرُ أَنَّهُ سَمِعَهُ مِنَ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ .
তাহকীক:
হাদীস নং: ১০০৯
আন্তর্জাতিক নং: ১০০৯
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
জানাযা-এর সামনে চলা।
১০০৯. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ...... যুহরী (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন নবী (ﷺ) আবু বকর ও উমর (রাযিঃ) জানাযার আগে আগে চলতেন। যুহরী বলেনঃ আমাকে সালিম (রাহঃ) বলেছেন যে, তাঁর পিতা (ইবনে উমর) জানাযার আগে আগে চলতেন। - ইবনে মাজাহ
এই বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) এর হাদীসটি এইরূপভাবে ইবনে জুরায়জ, যিয়াজ ইবনে সা’দ প্রমুখ যুহরী সালেম তাঁর পিতা ইবনে উমর (রাযিঃ) সূত্রে ইবনে উয়াইনা (রাহঃ) এর বর্ণনার (১০০৮ নং) অনুরূপ বর্ণনা করেছেন। মা’মার ইউনুস ইবনে ইয়াযীদ ও মালিক প্রমুখ হাফিজুল হাদীস রাবী যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) জানাযার আগে আগে চলতেন। সালিম (রাহঃ) বর্ণনা করেন যে, তাঁর পিতা ইবনে উমর (রাযিঃ) জানাযার আগে আগে চলতেন। হাদীস বিশারদগণ সকলেই এই বিষয়ে (যুহরী থেকে বর্ণিত) মুরসাল হাদীসটিকে অধিকতর সহীহ্ বলে মনে করেন।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইয়াহয়া ইবনে মুসা বলেছেন, আব্দুর রাযযাককে বলতে শুনেছি যে, ইবনে মুবারক (রাহঃ) বলেছেন, এই বিষয়ে যুহরীর মুরসাল রিওয়ায়াতটি ইবনে উয়াইনার হাদীসটি থেকে অধিকতর সহীহ্। ইবনে মুবারক আরো বলেন, আমার মনে হয় ইবনে জুরায়য- এটিকে ইবনে উয়াইনা থেকে গ্রহণ করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাম্মাম ইবনে ইয়াহয়া (রাহঃ) হাদীসটি যিয়াদ-ইবনে সা’দ, মানসুর, বকর ও সুফিয়ান-যুহরী-সালিম-তাঁর পিতা ইবনে উমর (রাযিঃ) সনদে বর্ণনা করেছেন। হাম্মাম (রাহঃ) যে সুফিয়ান থেকে রিওয়ায়াত করেছেন। তিনি হলেন সুফিয়ান ইবনে উয়াইনা (রাযিঃ)। জানাযার আগে আগে চলা সম্পর্কে আলিমদের মতবিরোধ রয়েছে। কোন কোন সাহাবী ও অপরাপর আলিম জানায়ার আগে আগে চলা আফযাল বলে মনে করেন। এ হলো ইমাম শাফিঈ ও আহমাদ (রাহঃ)-এর অভিমত।
এই বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) এর হাদীসটি এইরূপভাবে ইবনে জুরায়জ, যিয়াজ ইবনে সা’দ প্রমুখ যুহরী সালেম তাঁর পিতা ইবনে উমর (রাযিঃ) সূত্রে ইবনে উয়াইনা (রাহঃ) এর বর্ণনার (১০০৮ নং) অনুরূপ বর্ণনা করেছেন। মা’মার ইউনুস ইবনে ইয়াযীদ ও মালিক প্রমুখ হাফিজুল হাদীস রাবী যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) জানাযার আগে আগে চলতেন। সালিম (রাহঃ) বর্ণনা করেন যে, তাঁর পিতা ইবনে উমর (রাযিঃ) জানাযার আগে আগে চলতেন। হাদীস বিশারদগণ সকলেই এই বিষয়ে (যুহরী থেকে বর্ণিত) মুরসাল হাদীসটিকে অধিকতর সহীহ্ বলে মনে করেন।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইয়াহয়া ইবনে মুসা বলেছেন, আব্দুর রাযযাককে বলতে শুনেছি যে, ইবনে মুবারক (রাহঃ) বলেছেন, এই বিষয়ে যুহরীর মুরসাল রিওয়ায়াতটি ইবনে উয়াইনার হাদীসটি থেকে অধিকতর সহীহ্। ইবনে মুবারক আরো বলেন, আমার মনে হয় ইবনে জুরায়য- এটিকে ইবনে উয়াইনা থেকে গ্রহণ করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাম্মাম ইবনে ইয়াহয়া (রাহঃ) হাদীসটি যিয়াদ-ইবনে সা’দ, মানসুর, বকর ও সুফিয়ান-যুহরী-সালিম-তাঁর পিতা ইবনে উমর (রাযিঃ) সনদে বর্ণনা করেছেন। হাম্মাম (রাহঃ) যে সুফিয়ান থেকে রিওয়ায়াত করেছেন। তিনি হলেন সুফিয়ান ইবনে উয়াইনা (রাযিঃ)। জানাযার আগে আগে চলা সম্পর্কে আলিমদের মতবিরোধ রয়েছে। কোন কোন সাহাবী ও অপরাপর আলিম জানায়ার আগে আগে চলা আফযাল বলে মনে করেন। এ হলো ইমাম শাফিঈ ও আহমাদ (রাহঃ)-এর অভিমত।
أبواب الجنائز عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي الْمَشْىِ أَمَامَ الْجَنَازَةِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ . قَالَ الزُّهْرِيُّ وَأَخْبَرَنِي سَالِمٌ أَنَّ أَبَاهُ كَانَ يَمْشِي أَمَامَ الْجَنَازَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ هَكَذَا رَوَاهُ ابْنُ جُرَيْجٍ وَزِيَادُ بْنُ سَعْدٍ وَغَيْرُ وَاحِدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ نَحْوَ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ . وَرَوَى مَعْمَرٌ وَيُونُسُ بْنُ يَزِيدَ وَمَالِكٌ وَغَيْرُ وَاحِدٍ مِنَ الْحُفَّاظِ عَنِ الزُّهْرِيِّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَمْشِي أَمَامَ الْجَنَازَةِ . قَالَ الزُّهْرِيُّ وَأَخْبَرَنِي سَالِمٌ أَنَّ أَبَاهُ كَانَ يَمْشِي أَمَامَ الْجَنَازَةِ . وَأَهْلُ الْحَدِيثِ كُلُّهُمْ يَرَوْنَ أَنَّ الْحَدِيثَ الْمُرْسَلَ فِي ذَلِكَ أَصَحُّ . قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ يَحْيَى بْنَ مُوسَى يَقُولُ قَالَ عَبْدُ الرَّزَّاقِ قَالَ ابْنُ الْمُبَارَكِ حَدِيثُ الزُّهْرِيِّ فِي هَذَا مُرْسَلٌ أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ . قَالَ ابْنُ الْمُبَارَكِ وَأَرَى ابْنَ جُرَيْجٍ أَخَذَهُ عَنِ ابْنِ عُيَيْنَةَ . قَالَ أَبُو عِيسَى وَرَوَى هَمَّامُ بْنُ يَحْيَى هَذَا الْحَدِيثَ عَنْ زِيَادٍ وَهُوَ ابْنُ سَعْدٍ وَمَنْصُورٍ وَبَكْرٍ وَسُفْيَانَ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ . وَإِنَّمَا هُوَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ رَوَى عَنْهُ هَمَّامٌ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الْمَشْىِ أَمَامَ الْجَنَازَةِ فَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ الْمَشْىَ أَمَامَهَا أَفْضَلُ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ . قَالَ وَحَدِيثُ أَنَسٍ فِي هَذَا الْبَابِ غَيْرُ مَحْفُوظٍ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১০১০
আন্তর্জাতিক নং: ১০১০
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
জানাযা-এর সামনে চলা।
১০১০. মুহাম্মাদ ইবনুল মুছন্না (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর, উমর ও উছমান (রাযিঃ) জানাযার আগে চলতেন। - ইবনে মাজাহ
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আমি মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) কে এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, এ হাদীসটির সনদে মুহাম্মাদ ইবনে বকর ভুল করেছেন। হাদীস মূলত: ইউনুস-যুহরী (রাহঃ) সূত্রে বর্ণিত আছে যে, নবী (ﷺ) আবু বকর ও উমর (রাযিঃ) জানাযার আগে আগে চলতেন। যুহরী (রাহঃ) বলেন, সালিম (রাহঃ) আমাকে বলেছেন, তাঁর পিতা ইবনে উমর জানায়ার আগে আগে চলতেন। মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) বলেন, এটাই হলো অধিকতর সহীহ।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আমি মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) কে এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, এ হাদীসটির সনদে মুহাম্মাদ ইবনে বকর ভুল করেছেন। হাদীস মূলত: ইউনুস-যুহরী (রাহঃ) সূত্রে বর্ণিত আছে যে, নবী (ﷺ) আবু বকর ও উমর (রাযিঃ) জানাযার আগে আগে চলতেন। যুহরী (রাহঃ) বলেন, সালিম (রাহঃ) আমাকে বলেছেন, তাঁর পিতা ইবনে উমর জানায়ার আগে আগে চলতেন। মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) বলেন, এটাই হলো অধিকতর সহীহ।
أبواب الجنائز عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي الْمَشْىِ أَمَامَ الْجَنَازَةِ
حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ كَانُوا يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ . قَالَ أَبُو عِيسَى سَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ هَذَا حَدِيثٌ خَطَأٌ أَخْطَأَ فِيهِ مُحَمَّدُ بْنُ بَكْرٍ وَإِنَّمَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ يُونُسَ عَنِ الزُّهْرِيِّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ . قَالَ الزُّهْرِيُّ وَأَخْبَرَنِي سَالِمٌ أَنَّ أَبَاهُ كَانَ يَمْشِي أَمَامَ الْجَنَازَةِ . قَالَ مُحَمَّدٌ وَهَذَا أَصَحُّ .
তাহকীক: