আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
১৭. নবীজী ﷺ থেকে বর্ণিত দন্ড বিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৪৪৭
আন্তর্জাতিক নং: ১৪৪৭
নবীজী ﷺ থেকে বর্ণিত দন্ড বিধি
চোরের হাত লটকে দেওয়া প্রসঙ্গে।
১৪৫৩। কুতায়বা (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে মুহায়রীয (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি ফুযালা উবাইদকে চোরের গলায় (কর্তিত) হাত লটকে দেওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম, এটি কি সুন্নতের অন্তর্ভুক্ত? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এক চোরকে নিয়ে আসা হল। তখন তার হাত কাটা হল। এরপর সেটি তার গলায় লটকে দেওয়ার নির্দেশ দেন। তখন তার গলায় হাতটি লটকে দেওয়া হল।
ইবনে মাজাহ ২৫৮৭,
এই হাদীস হাসান-গারীব। উমর ইবনে আলী মুকাদ্দামী-হাজ্জাজ ইবনে আরতাত সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আব্দুর রহমান ইবনে মুহায়রীয হলেন আব্দুল্লাহ ইবনে মুহায়রীয শামী-এর ভাই।
ইবনে মাজাহ ২৫৮৭,
এই হাদীস হাসান-গারীব। উমর ইবনে আলী মুকাদ্দামী-হাজ্জাজ ইবনে আরতাত সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আব্দুর রহমান ইবনে মুহায়রীয হলেন আব্দুল্লাহ ইবনে মুহায়রীয শামী-এর ভাই।
أبواب الحدود عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي تَعْلِيقِ يَدِ السَّارِقِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا الْحَجَّاجُ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَيْرِيزٍ، قَالَ سَأَلْتُ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ عَنْ تَعْلِيقِ الْيَدِ، فِي عُنُقِ السَّارِقِ أَمِنَ السُّنَّةِ هُوَ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِسَارِقٍ فَقُطِعَتْ يَدُهُ ثُمَّ أَمَرَ بِهَا فَعُلِّقَتْ فِي عُنُقِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عُمَرَ بْنِ عَلِيٍّ الْمُقَدَّمِيِّ عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَيْرِيزٍ هُوَ أَخُو عَبْدِ اللَّهِ بْنِ مُحَيْرِيزٍ شَامِيٌّ .
তাহকীক: