আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২২. নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের ফযীলত - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৬৩২
আন্তর্জাতিক নং: ১৬৩২
নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের ফযীলত
যার দু’পা আল্লাহর পথে ধূলিময় হয়েছে।
১৬৩৮। আবু আম্মার (রাহঃ) ......... ইয়াযীদ ইবনে আবু মারয়াম (রাহঃ) থকে বর্ণিত। তিনি বলেন, আমি জুমআর জন্য পায়ে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় আবায়া ইবনে রিফাআ ইবনে রাফি‘ (রাহঃ)-ও আমার সঙ্গে মিলিত হলেন। তিনি বললেন, সুসংবাদ গ্রহণ কর, কারণ তোমার এ পদচারণা হচ্ছে আল্লাহর পথেই। আমি আবু আবাস (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তির পদদ্বয় আল্লাহর পথে ধূলিময় হলো তার পদদ্বয় জাহান্নামের জন্য হারাম করা হল। বুখারী
আবু আবস (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। আবু আবস (রাযিঃ)-এর নাম হল আব্দুর রহমান ইবনে জাবর।
এই বিষয়ে আবু বকর ও জনৈক সাহাবী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই বুরায়দ ইবনে আবু মারয়াম হলেন শামের অধিবাসী (শামী)। তার বরাতে ওয়ালীদ ইবনে মুসলিম, ইয়াহয়া ইবনে হামযা প্রমুখ (রাহঃ) শামবাসী মুহাদ্দিছ হাদীস রিওয়ায়াত করেছেন। আর বুরায়দা ইবনে আবু মারয়াম কুফী (রাহঃ)-এর পিতা ছিলেন সাহাবী। তাঁর নাম হল মালিক ইবনে রাবিআ (রাযিঃ)।
আবু আবস (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। আবু আবস (রাযিঃ)-এর নাম হল আব্দুর রহমান ইবনে জাবর।
এই বিষয়ে আবু বকর ও জনৈক সাহাবী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই বুরায়দ ইবনে আবু মারয়াম হলেন শামের অধিবাসী (শামী)। তার বরাতে ওয়ালীদ ইবনে মুসলিম, ইয়াহয়া ইবনে হামযা প্রমুখ (রাহঃ) শামবাসী মুহাদ্দিছ হাদীস রিওয়ায়াত করেছেন। আর বুরায়দা ইবনে আবু মারয়াম কুফী (রাহঃ)-এর পিতা ছিলেন সাহাবী। তাঁর নাম হল মালিক ইবনে রাবিআ (রাযিঃ)।
أبواب فضائل الجهاد عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللَّهِ
حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَرْيَمَ، قَالَ لَحِقَنِي عَبَايَةُ بْنُ رِفَاعَةَ بْنِ رَافِعٍ وَأَنَا مَاشٍ، إِلَى الْجُمُعَةِ فَقَالَ أَبْشِرْ فَإِنَّ خُطَاكَ هَذِهِ فِي سَبِيلِ اللَّهِ سَمِعْتُ أَبَا عَبْسٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللَّهِ فَهُمَا حَرَامٌ عَلَى النَّارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ . وَأَبُو عَبْسٍ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَبْرٍ . وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ وَرَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى يَزِيدُ بْنُ أَبِي مَرْيَمَ هُوَ رَجُلٌ شَامِيٌّ رَوَى عَنْهُ الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ وَيَحْيَى بْنُ حَمْزَةَ وَغَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الشَّامِ وَبُرَيْدُ بْنُ أَبِي مَرْيَمَ كُوفِيٌّ أَبُوهُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَاسْمُهُ مَالِكُ بْنُ رَبِيعَةَ وَبُرَيْدُ بْنُ أَبِي مَرْيَمَ سَمِعَ مِنْ أَنَسِ بْنِ مَالِكٍ وَرَوَى عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ وَعَطَاءُ بْنُ السَّائِبِ وَيُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ وَشُعْبَةُ أَحَادِيثَ .
তাহকীক: