আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৩. জিহাদের বিবিধ বিধানাবলী ও নবীজীর যুদ্ধাভিযানসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৬৭২
আন্তর্জাতিক নং: ১৬৭২
 জিহাদের বিবিধ বিধানাবলী ও নবীজীর যুদ্ধাভিযানসমূহ
কাউকে কোন অভিযাত্রায় একা প্রেরণ করা হলে।
১৬৭৮। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... ইবনে জুরায়জ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি(أطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأَمْرِ مِنْكُمْ) তোমরা আনুগত্য কর আল্লাহর এবং আনুগত্য কর রাসূলের আর তোমাদের মধ্যে ক্ষমতাধিকারীদের (সূরা নিসাঃ ৫৯) প্রসঙ্গে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়স ইবনে আদী সাহমী (রাযিঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) একটি অভিযানে প্রেরণ করেছিলেন।  সহীহ আবু দাউদ ২৩৫৯, নাসাঈ
ইয়া‘লা ইবনে মুসলিম (রাহঃ) এটি সাঈদ ইবনে জুবাইর-ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে আমাকে বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। ইবনে জুরায়জ (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবগত নই।
ইয়া‘লা ইবনে মুসলিম (রাহঃ) এটি সাঈদ ইবনে জুবাইর-ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে আমাকে বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। ইবনে জুরায়জ (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবগত নই।
أبواب الجهاد عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُبْعَثُ وَحْدَهُ سَرِيَّةً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، فِي قَوْلِهِِ : (أطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأَمْرِ مِنْكُمْ) قَالَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ بْنِ قَيْسِ بْنِ عَدِيٍّ السَّهْمِيُّ بَعَثَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى سَرِيَّةٍ . أَخْبَرَنِيهِ يَعْلَى بْنُ مُسْلِمٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ .

তাহকীক:
