আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৩. জিহাদের বিবিধ বিধানাবলী ও নবীজীর যুদ্ধাভিযানসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৬৮২
আন্তর্জাতিক নং: ১৬৮২
 জিহাদের বিবিধ বিধানাবলী ও নবীজীর যুদ্ধাভিযানসমূহ
বিশেষ প্রতীক।
১৬৮৮। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... মুহাল্লাব ইবনে আবু সুফরা (রাহঃ) এমন একজন থেকে রিওয়ায়াত করেছেন যিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন, শত্রু যদি তোমাদেরকে রাতে হামলা করে (আর অন্ধকারের কারণে যদি পরস্পরকে চিনতে না পার) তবে (পরিচয় জ্ঞাপকরূপে) বলবে,حم لاَ يُنْصَرُونَ হামীম, লা ইউন-সারূন (হামীম, তারা সাহায্যপ্রাপ্ত হবে না)। 
এই বিষয়ে সালামা ইবনে আকওয়া (রাযিঃ) থেকও হাদীস বর্ণিত আছে। অপর কতক রাবীও আবু ইসহাক (রাহঃ) থেকে সুফিয়ান ছাওরীর অনুরূপ বর্ণনা করেছেন; তাঁর বরাতে মুহাল্লাব ইবনে আবু সূফরা-নবী (ﷺ) সূত্রে এটিকে মুরসাল রূপে বর্ণনা করেছেন।
এই বিষয়ে সালামা ইবনে আকওয়া (রাযিঃ) থেকও হাদীস বর্ণিত আছে। অপর কতক রাবীও আবু ইসহাক (রাহঃ) থেকে সুফিয়ান ছাওরীর অনুরূপ বর্ণনা করেছেন; তাঁর বরাতে মুহাল্লাব ইবনে আবু সূফরা-নবী (ﷺ) সূত্রে এটিকে মুরসাল রূপে বর্ণনা করেছেন।
أبواب الجهاد عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الشِّعَارِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْمُهَلَّبِ بْنِ أَبِي صُفْرَةَ، عَمَّنْ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ  " إِنْ بَيَّتَكُمُ الْعَدُوُّ فَقُولُوا: حم لاَ يُنْصَرُونَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ . وَهَكَذَا رَوَى بَعْضُهُمْ عَنْ أَبِي إِسْحَاقَ مِثْلَ رِوَايَةِ الثَّوْرِيِّ وَرُوِيَ عَنْهُ عَنِ الْمُهَلَّبِ بْنِ أَبِي صُفْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً .

তাহকীক:

বর্ণনাকারী: