আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৩. জিহাদের বিবিধ বিধানাবলী ও নবীজীর যুদ্ধাভিযানসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৬৯৮
আন্তর্জাতিক নং: ১৬৯৮
 জিহাদের বিবিধ বিধানাবলী ও নবীজীর যুদ্ধাভিযানসমূহ
অপছন্দনীয় ঘোড়া।
১৭০৪। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) শিকাল অর্থাৎ যে ঘোড়ার কেবল ডান পা সাদা সেই ঘোড়া পছন্দ করতেন না। - ইবনে মাজাহ ৭২৯০, মুসলিম
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। শু‘বা (রাহঃ) এটিকে আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ খাছআমী-আবু যুরআ-আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু যুরআ ইবনে আমর ইবনে জাবীর (রাহঃ) এর নাম হল হারিম।
মুহাম্মাদ ইবনে হুমায়দ রাযী (রাহঃ) ......... উমরাহ ইবনে কা‘কা‘ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবরাহীম নাখ‘ঈ (রাহঃ) আমাকে বলেছেন যে, আমার কাছে হাদীস বর্ণনা করলে আবু যুরআ (রাহঃ) এর বরাতে হাদীস বর্ণনা করবেন। কারণ, তিনি একবার আমার কাছে একটি হাদীস বর্ণনা করেছিলেন। পরবর্তীতে বেশ কয়েক বছর পর এটি সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। এতে একটি হরফেও তিনি তার কোন ত্রুটি করেন নি।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। শু‘বা (রাহঃ) এটিকে আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ খাছআমী-আবু যুরআ-আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু যুরআ ইবনে আমর ইবনে জাবীর (রাহঃ) এর নাম হল হারিম।
মুহাম্মাদ ইবনে হুমায়দ রাযী (রাহঃ) ......... উমরাহ ইবনে কা‘কা‘ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবরাহীম নাখ‘ঈ (রাহঃ) আমাকে বলেছেন যে, আমার কাছে হাদীস বর্ণনা করলে আবু যুরআ (রাহঃ) এর বরাতে হাদীস বর্ণনা করবেন। কারণ, তিনি একবার আমার কাছে একটি হাদীস বর্ণনা করেছিলেন। পরবর্তীতে বেশ কয়েক বছর পর এটি সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। এতে একটি হরফেও তিনি তার কোন ত্রুটি করেন নি।
أبواب الجهاد عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ مَا يُكْرَهُ مِنَ الْخَيْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي سَلْمُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ النَّخَعِيُّ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَرِهَ الشِّكَالَ مِنَ الْخَيْلِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ شُعْبَةُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْخَثْعَمِيِّ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . وَأَبُو زُرْعَةَ بْنُ عَمْرِو بْنِ جَرِيرٍ اسْمُهُ هَرِمٌ . حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ قَالَ قَالَ لِي إِبْرَاهِيمُ النَّخَعِيُّ إِذَا حَدَّثْتَنِي فَحَدِّثْنِي عَنْ أَبِي زُرْعَةَ فَإِنَّهُ حَدَّثَنِي مَرَّةً بِحَدِيثٍ ثُمَّ سَأَلْتُهُ بَعْدَ ذَلِكَ بِسِنِينَ فَمَا أَخْرَمَ مِنْهُ حَرْفًا .

তাহকীক:
