আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৪. পোশাক-পরিচ্ছদের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৭৫২
আন্তর্জাতিক নং: ১৭৫২
পোশাক-পরিচ্ছদের বিধান
কলপ ব্যবহার প্রসঙ্গে।
১৭৫৮। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, (কলপের মাধ্যমে) তোমাদের বার্ধক্যের চিহ্ন (চুলের সাদা রং) পরিবর্তন কর, ইয়াহুদীদের সাদৃশ থাকবে না।
এই বিষয়ে যুবাইর, ইবনে আব্বাস, জাবির, আবু যর, আনাস, আবু রিমছা, জাহদামা, আবুত তুফায়ল, জাবির ইবনে সামুরা, আবু জুহায়ফা ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।
এই বিষয়ে যুবাইর, ইবনে আব্বাস, জাবির, আবু যর, আনাস, আবু রিমছা, জাহদামা, আবুত তুফায়ল, জাবির ইবনে সামুরা, আবু জুহায়ফা ও ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।
أبواب اللباس عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْخِضَابِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " غَيِّرُوا الشَّيْبَ وَلاَ تَشَبَّهُوا بِالْيَهُودِ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ الزُّبَيْرِ وَابْنِ عَبَّاسٍ وَجَابِرٍ وَأَبِي ذَرٍّ وَأَنَسٍ وَأَبِي رِمْثَةَ وَالْجَهْدَمَةِ وَأَبِي الطُّفَيْلِ وَجَابِرِ بْنِ سَمُرَةَ وَأَبِي جُحَيْفَةَ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
তাহকীক:
হাদীস নং: ১৭৫৩
আন্তর্জাতিক নং: ১৭৫৩
পোশাক-পরিচ্ছদের বিধান
কলপ ব্যবহার প্রসঙ্গে।
১৭৫৯। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, বার্ধক্যের চিহ্ন পরিবর্তনের জন্য সর্বোত্তম হলো ’মেহদী’ ও ’কাতম তৃণ’।[১] ইবনে মাজাহ ২৬২২
এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবুল আসওয়াদ দীলী (রাহঃ)-এর নাম যালিম ইবনে আমর ইবনে সুফিয়ান।
[১] ইয়ামানের কালচে লাল রং্গের এক প্রকার ঘাস।
এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবুল আসওয়াদ দীলী (রাহঃ)-এর নাম যালিম ইবনে আমর ইবনে সুফিয়ান।
[১] ইয়ামানের কালচে লাল রং্গের এক প্রকার ঘাস।
أبواب اللباس عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْخِضَابِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنِ الأَجْلَحِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ أَحْسَنَ مَا غُيِّرَ بِهِ الشَّيْبُ الْحِنَّاءُ وَالْكَتَمُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو الأَسْوَدِ الدِّيلِيُّ اسْمُهُ ظَالِمُ بْنُ عَمْرِو بْنِ سُفْيَانَ .
তাহকীক:
বর্ণনাকারী: