আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৪. পোশাক-পরিচ্ছদের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৭৬০
আন্তর্জাতিক নং: ১৭৬০
পোশাক-পরিচ্ছদের বিধান
রেশমের আসনে আরুঢ় হওয়া প্রসঙ্গে।
১৭৬৬। আলী ইবনে হুজর (রাহঃ) ......... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রেশমের কাপড়ে নির্মিত আসনে আরূঢ় হতে নিষেধ করেছেন। নাসাঈ
এই বিষয়ে আলী ও মুবিয়া (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। বারা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। শু‘বা (রাহঃ) এটিকে আশআছ ইবনে আবিশ শা‘ছা (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাদীসটিতে আরো দীর্ঘ বর্ণনা রয়েছে।
এই বিষয়ে আলী ও মুবিয়া (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। বারা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। শু‘বা (রাহঃ) এটিকে আশআছ ইবনে আবিশ শা‘ছা (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাদীসটিতে আরো দীর্ঘ বর্ণনা রয়েছে।
أبواب اللباس عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي رُكُوبِ الْمَيَاثِرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ رُكُوبِ الْمَيَاثِرِ . قَالَ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَمُعَاوِيَةَ . وَحَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى شُعْبَةُ عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ نَحْوَهُ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ .
তাহকীক: