আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৪. পোশাক-পরিচ্ছদের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৭৮৪
আন্তর্জাতিক নং: ১৭৮৪
পোশাক-পরিচ্ছদের বিধান
টুপির উপর পাগড়ী পরা।
১৭৯১। কুতায়বা (রাহঃ) ......... আবু জাফর ইবনে মুহাম্মাদ ইবনে রুকানা তাঁর পিতা মুহাম্মাদ ইবনে রুকানা (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রুকানা (রাযিঃ) নবী (ﷺ) এর সঙ্গে কুস্তি লড়েছিলেন। নবী (ﷺ) তাঁকে আছড়ে ফেলে দিয়েছিলেন। রুকানা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, আমাদের এবং মুশরিকদের মাঝে পার্থক্য হলো টুপির উপর পাগড়ী পরিধান করা।
এই হাদীসটি গারীব। এর সনদটি সঠিক নয়। রাবী আবুল হাসান আসকালানীকে আমরা চিনি না ইবনে রুকানাকেও না।
এই হাদীসটি গারীব। এর সনদটি সঠিক নয়। রাবী আবুল হাসান আসকালানীকে আমরা চিনি না ইবনে রুকানাকেও না।
أبواب اللباس عن رسول الله صلى الله عليه وسلم
باب الْعَمَائِمِ عَلَى الْقَلاَنِسِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، عَنْ أَبِي الْحَسَنِ الْعَسْقَلاَنِيِّ، عَنْ أَبِي جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ رُكَانَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رُكَانَةَ، صَارَعَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَصَرَعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ رُكَانَةُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ فَرْقَ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ الْعَمَائِمُ عَلَى الْقَلاَنِسِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَإِسْنَادُهُ لَيْسَ بِالْقَائِمِ . وَلاَ نَعْرِفُ أَبَا الْحَسَنِ الْعَسْقَلاَنِيَّ وَلاَ ابْنَ رُكَانَةَ .
তাহকীক:
বর্ণনাকারী: