আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৮৩১
আন্তর্জাতিক নং: ১৮৩১
খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
নবী (ﷺ) এর হালওয়া ও মধু পছন্দ করা।
১৮৩৮। সালামা ইবনে শাবীব, মাহমুদ ইবনে গায়লান এবং আহমাদ ইবনে ইবরাহীম দাওরাকী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) হালওয়া ও মধু খেতে পছন্দ করতেন। ইবনে মাজাহ ৩৩২৩, নাসাঈ
এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। আলী ইবনে মুসহির এটিকে হিশাম ইবনে উরওয়া থেকে বর্ণনা করেছেন। এ হাদীসে আরো অতিরিক্ত বর্ণনা রয়েছে।
এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। আলী ইবনে মুসহির এটিকে হিশাম ইবনে উরওয়া থেকে বর্ণনা করেছেন। এ হাদীসে আরো অতিরিক্ত বর্ণনা রয়েছে।
أبواب الأطعمة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي حُبِّ النَّبِيِّ صلى الله عليه وسلم الْحَلْوَاءَ وَالْعَسَلَ
حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَأَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالُوا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ الْحَلْوَاءَ وَالْعَسَلَ . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَقَدْ رَوَاهُ عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ وَفِي الْحَدِيثِ كَلاَمٌ أَكْثَرُ مِنْ هَذَا .
তাহকীক: