আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৬. বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১৮৭২
আন্তর্জাতিক নং: ১৮৭২
 বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
যে সমস্ত শস্য দানা দ্বারা মদ তৈরী করা হয়।
১৮৭৮। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... নু‘মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, গম থেকে মদ হয়, যব থেকে মদ হয়, খেজুর থেকে মদ হয়, কিশমিশ থেকে মদ হয়, মধু থেকেও মদ হয়।  ইবনে মাজাহ ৩৩৭৯
এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি গারীব।
এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি গারীব।
أبواب الأشربة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْحُبُوبِ الَّتِي يُتَّخَذُ مِنْهَا الْخَمْرُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُهَاجِرٍ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم  " إِنَّ مِنَ الْحِنْطَةِ خَمْرًا وَمِنَ الشَّعِيرِ خَمْرًا وَمِنَ التَّمْرِ خَمْرًا وَمِنَ الزَّبِيبِ خَمْرًا وَمِنَ الْعَسَلِ خَمْرًا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

তাহকীক:
হাদীস নং: ১৮৭৩
আন্তর্জাতিক নং: ১৮৭৩
 বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
যে সমস্ত শস্য দানা দ্বারা মদ তৈরী করা হয়।
১৮৭৯। হাসান ইবনে আলী আল খাল্লাল (রাহঃ) ......... ইসরাঈল (রাহঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। আবু হায়্যান আত-তায়মী এ হাদীসটিকে শা‘বী-ইবনে উমর-উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, গম থেকে মদ হয় অনন্তর পুরো রিওয়ায়াত তিনি উল্লেখ করেন। ইবনে মাজাহ ৩৩৭৯
أبواب الأشربة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْحُبُوبِ الَّتِي يُتَّخَذُ مِنْهَا الْخَمْرُ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، نَحْوَهُ . وَرَوَى أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، هَذَا الْحَدِيثَ عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ إِنَّ مِنَ الْحِنْطَةِ خَمْرًا فَذَكَرَ هَذَا الْحَدِيثَ .

তাহকীক:
হাদীস নং: ১৮৭৪
আন্তর্জাতিক নং: ১৮৭৪
 বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
যে সমস্ত শস্য দানা দ্বারা মদ তৈরী করা হয়।
১৮৮০। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, গম থেকে মদ হয়। 
এটি ইবরাহীম ইবনুল মুহাজির (রাহঃ) এর রিওয়ায়াত অপেক্ষা অধিকতর সহীহ। আলী ইবনুল মাদানী (রাহঃ) বলেন, ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেছেন, ইবরাহীম ইবনুল মুহাজির শক্তিশালী রাবী নন।
এটি ইবরাহীম ইবনুল মুহাজির (রাহঃ) এর রিওয়ায়াত অপেক্ষা অধিকতর সহীহ। আলী ইবনুল মাদানী (রাহঃ) বলেন, ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেছেন, ইবরাহীম ইবনুল মুহাজির শক্তিশালী রাবী নন।
أبواب الأشربة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْحُبُوبِ الَّتِي يُتَّخَذُ مِنْهَا الْخَمْرُ
حَدَّثَنَا بِذَلِكَ، أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، إِنَّ مِنَ الْحِنْطَةِ خَمْرًا بِهَذَا . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ . وَقَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ لَمْ يَكُنْ إِبْرَاهِيمُ بْنُ مُهَاجِرٍ بِالْقَوِيِّ فِي الْحَدِيثِ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ أَيْضًا عَنِ الشَّعْبِيِّ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ .

তাহকীক:
হাদীস নং: ১৮৭৫
আন্তর্জাতিক নং: ১৮৭৫
 বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
যে সমস্ত শস্য দানা দ্বারা মদ তৈরী করা হয়।
১৮৮১। আহমাদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মদ হয় এ দুটি বৃক্ষ থেকেঃ খেজুর ও আঙ্গুর।  ইবনে মাজাহ ৩৩৭৮, মুসলিম
এ হাদীসটি হাসান-সহীহ। বর্ণনাকরী আবু কাসীর সুহায়মী হলেন উবারী। তার নাম হল ইয়াযীদ ইবনে আব্দুর রহমান ইবনে গুফায়ল। শু‘বা (রাহঃ) ইকরিমা ইবনে আম্মার (রাহঃ) সূত্রে উক্ত হাদীসটি রিওয়ায়াত করেছেন।
এ হাদীসটি হাসান-সহীহ। বর্ণনাকরী আবু কাসীর সুহায়মী হলেন উবারী। তার নাম হল ইয়াযীদ ইবনে আব্দুর রহমান ইবনে গুফায়ল। শু‘বা (রাহঃ) ইকরিমা ইবনে আম্মার (রাহঃ) সূত্রে উক্ত হাদীসটি রিওয়ায়াত করেছেন।
أبواب الأشربة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْحُبُوبِ الَّتِي يُتَّخَذُ مِنْهَا الْخَمْرُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، وَعِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم  " الْخَمْرُ مِنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ النَّخْلَةُ وَالْعِنَبَةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ هُوَ الْغُبَرِيُّ وَاسْمُهُ يَزِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غُفَيْلَةَ . وَرَوَى شُعْبَةُ عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ هَذَا الْحَدِيثَ .

তাহকীক:
