আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৬. বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৮৯১
আন্তর্জাতিক নং: ১৮৯১
 বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
উক্ত বিষয়ে অবকাশ প্রসঙ্গে।
১৮৯৭। ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ......... ঈসা ইবনে আব্দুল্লাহ ইবনে উনায়স তার পিতা আব্দুল্লাহ ইবনে উনায়স (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে দেখেছি যে, তিনি একটি ঝুলন্ত মশকের দিকে উঠে গেলেন, সেটির মুখ উল্টে ধরে এর মুখ থেকে পান করলেন।  আবু দাউদ
এই বিষয়ে উম্মে সুলায়ম (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে, উক্ত হাদীসটির সনদ সহীহ নয়। আব্দুল্লাহ ইবনে উমর আল-উমরী স্মরণ শক্তির দিক থেকে যঈফ বলে বিবেচিত। তিনি ঈসা (রাহঃ) থেকে শুনেছেন কিনা আমি তা জানি না।
এই বিষয়ে উম্মে সুলায়ম (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে, উক্ত হাদীসটির সনদ সহীহ নয়। আব্দুল্লাহ ইবনে উমর আল-উমরী স্মরণ শক্তির দিক থেকে যঈফ বলে বিবেচিত। তিনি ঈসা (রাহঃ) থেকে শুনেছেন কিনা আমি তা জানি না।
أبواب الأشربة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ عِيسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَامَ إِلَى قِرْبَةٍ مُعَلَّقَةٍ فَخَنَثَهَا ثُمَّ شَرِبَ مِنْ فِيهَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ سُلَيْمٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِصَحِيحٍ . وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْعُمَرِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَلاَ أَدْرِي سَمِعَ مِنْ عِيسَى أَمْ لاَ

তাহকীক:
হাদীস নং: ১৮৯২
আন্তর্জাতিক নং: ১৮৯২
 বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
উক্ত বিষয়ে অবকাশ প্রসঙ্গে।
১৮৯৮। ইবনে আবু উমর (রাহঃ) ......... কাবাশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার আমার কাছে এলেন, তিনি দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশকের মুখ থেকে পানি পান করলেন। পরে আমি উঠে গিয়ে এর মুখটি কেটে রেখে দিলাম। 
এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। ইয়াযীদ ইবনে ইয়াযীদ ইবনে জাবির (রাহঃ) হলেন, আব্দুর রহমান ইবনে ইয়াযীদ ইবনে জাবির (রাহঃ)-এর ভাই, তিনি তার পূর্বে মারা যান।
এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। ইয়াযীদ ইবনে ইয়াযীদ ইবনে জাবির (রাহঃ) হলেন, আব্দুর রহমান ইবনে ইয়াযীদ ইবনে জাবির (রাহঃ)-এর ভাই, তিনি তার পূর্বে মারা যান।
أبواب الأشربة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ جَدَّتِهِ، كَبْشَةَ قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَشَرِبَ مِنْ فِي قِرْبَةٍ مُعَلَّقَةٍ قَائِمًا فَقُمْتُ إِلَى فِيهَا فَقَطَعْتُهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَيَزِيدُ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ هُوَ أَخُو عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ وَهُوَ أَقْدَمُ مِنْهُ مَوْتًا .

