আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২০৫০
আন্তর্জাতিক নং: ২০৫০
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
এই বিষয়ে অবকাশ প্রসঙ্গে।
২০৫৬. হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) ’‘শাওকা’’ রোগে* আসআদ ইবনে যুরারা (রাযিঃ)-এর দাগ লাগিয়েছিলেন।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في الرخصة في ذلك
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَوَى أَسْعَدَ بْنَ زُرَارَةَ مِنَ الشَّوْكَةِ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أُبَىٍّ وَجَابِرٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .