আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৪৪০
আন্তর্জাতিক নং: ৩৪৪০
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
সফর থেকে ফিরে এসে কী দুআ পড়বে
৩৪৪০. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) যখন কোন সফর থেকে প্রত্যাবর্তন করতেন তখন বলতেনঃ
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
আমরা প্রত্যাবর্তনকারী,আমরা তওবকরী,আমরা ইবাদতকারী,আমরা আমাদের প্রভুর প্রশংসাকারী।
আবু দাউদ,
হাদীসটি হাসান-সহীহ। ছাওরী (রাহঃ) এ হাদীসটি আবু ইসহাক-বারা সূত্রে রিওয়ায়াত করেছেন। এতে তিনি রাবী ইবনে বারা (রাহঃ) এর উল্লেখ করেন নি। শু’বা (রাহঃ) এর রিওয়ায়াতটি আধিক সহীহ।
এ বিষয়ে ইবনে উমর, আনাস (রাযিঃ) ও জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
আমরা প্রত্যাবর্তনকারী,আমরা তওবকরী,আমরা ইবাদতকারী,আমরা আমাদের প্রভুর প্রশংসাকারী।
আবু দাউদ,
হাদীসটি হাসান-সহীহ। ছাওরী (রাহঃ) এ হাদীসটি আবু ইসহাক-বারা সূত্রে রিওয়ায়াত করেছেন। এতে তিনি রাবী ইবনে বারা (রাহঃ) এর উল্লেখ করেন নি। শু’বা (রাহঃ) এর রিওয়ায়াতটি আধিক সহীহ।
এ বিষয়ে ইবনে উমর, আনাস (রাযিঃ) ও জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا يَقُولُ إِذَا قَدِمَ مِنَ السَّفَرِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الرَّبِيعَ بْنَ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ قَالَ " آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى الثَّوْرِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْبَرَاءِ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنِ الرَّبِيعِ بْنِ الْبَرَاءِ وَرِوَايَةُ شُعْبَةَ أَصَحُّ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَنَسٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ .
তাহকীক:
হাদীস নং: ৩৪৪১
আন্তর্জাতিক নং: ৩৪৪১
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
সফর থেকে ফিরে এসে কী দুআ পড়বে
৩৪৪১. আলী ইবনে হুজর (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যখন সফর থেকে প্রত্যাবর্তন করতেন আর মদীনার প্রাচিরসমূহের দিকে তার দৃষ্টি পড়ত, তখন তার প্রতি ভালবাসায় তার উটটিকে দ্রুত চালাতেন আর যদি ঘোড়ার উপর আরোহী হতেন তবে সেটির গতি দ্রুত করে দিতেন।
বুখারি
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ-গারীব।
বুখারি
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ-গারীব।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا يَقُولُ إِذَا قَدِمَ مِنَ السَّفَرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ فَنَظَرَ إِلَى جُدُرَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ رَاحِلَتَهُ وَإِنْ كَانَ عَلَى دَابَّةٍ حَرَّكَهَا مِنْ حُبِّهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
তাহকীক: