আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৪৫৩
আন্তর্জাতিক নং: ৩৪৫৩
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
খারাপ স্বপ্ন দেখলে কী পড়বে
৩৪৫৩. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেনঃ তোমরা ভালো কোন স্বপ্ন দেখলে বুঝবে তা আল্লাহর পক্ষ থেকে। এ জন্য আল্লাহর হামদ করবে এবং যা দেখছ তা (অন্যকে) বলতে পার। আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখ, তবে বুঝবে এ হল শয়তানের পক্ষ থেকে। তখন তার অনিষ্ট থেকে আল্লাহর পানাহ চাইবে আর কাউকে তা বলবে না। তা হলে এ স্বপ্ন তার অনিষ্ট করবে না।
বুখারি
এই বিষয়ে আবু কাতাদা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ, এ সূত্রে গারীব। ইবনে হাদ (রাহঃ) এর নাম হল ইয়াযীদ ইবনে আব্দুল্লাহ ইবনে উসামা ইবনে হাদ মাদীনী। মুহাদ্দিসীনের কাছে নির্ভরযোগ্য রাবী। মালিক (রাহঃ) সহ বহু বর্ণনাকারী তার কাছে থেকে হাদীস বর্ণনা করেছেন।
বুখারি
এই বিষয়ে আবু কাতাদা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ, এ সূত্রে গারীব। ইবনে হাদ (রাহঃ) এর নাম হল ইয়াযীদ ইবনে আব্দুল্লাহ ইবনে উসামা ইবনে হাদ মাদীনী। মুহাদ্দিসীনের কাছে নির্ভরযোগ্য রাবী। মালিক (রাহঃ) সহ বহু বর্ণনাকারী তার কাছে থেকে হাদীস বর্ণনা করেছেন।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا يَقُولُ إِذَا رَأَى رُؤْيَا يَكْرَهُهَا
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا رَأَى أَحَدُكُمُ الرُّؤْيَا يُحِبُّهَا فَإِنَّمَا هِيَ مِنَ اللَّهِ فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا وَلْيُحَدِّثْ بِمَا رَأَى وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا وَلاَ يَذْكُرْهَا لأَحَدٍ فَإِنَّهَا لاَ تَضُرُّهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي قَتَادَةَ . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَابْنُ الْهَادِ اسْمُهُ يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ الْمَدَنِيُّ وَهُوَ ثِقَةٌ رَوَى عَنْهُ مَالِكٌ وَالنَّاسُ .