আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৬৩৪
আন্তর্জাতিক নং: ৩৬৩৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ নবী (ﷺ) এর উপর কিভাবে ওয়াহী নাযিল হত
৩৬৩৪। ইসহাক ইবন মুসা আনসারী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, হারিছ ইবন হিশাম (রাযিঃ) নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করেছিলেন । আপনার কাছে কিভাবে ওয়াহী আসে। রাসূলুল্লাহ ﷺ বললেন কোন কোন সময় তো ঘন্টা ধ্বনির মত হয়। আর এই অবস্থাটি আমার জন্য সবচেয়ে কঠিন। আর কোন কোন সময় ফিরিশতা কোন ব্যক্তির আকৃতি ধারণ করে আমার নিকট এসে কথা বলেন আর আমি তাঁর বক্তব্য সংরক্ষণ করে রাখি।
আয়িশা (রাযিঃ) বলেনঃ খুব কঠিন শীতের সময় রাসূলুল্লাহ ﷺ এর উপর আমি ওয়াহী নাযিল হতে দেখেছি। এই অবস্থার যখন অবসান হত, তখন তাঁর কপাল ঘর্মাক্ত হয়ে উঠত।
আয়িশা (রাযিঃ) বলেনঃ খুব কঠিন শীতের সময় রাসূলুল্লাহ ﷺ এর উপর আমি ওয়াহী নাযিল হতে দেখেছি। এই অবস্থার যখন অবসান হত, তখন তাঁর কপাল ঘর্মাক্ত হয়ে উঠত।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ كَيْفَ كَانَ يَنْزِلُ الوَحْيُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
3634 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ الحَارِثَ بْنَ هِشَامٍ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ يَأْتِيكَ الوَحْيُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْيَانًا يَأْتِينِي مِثْلُ صَلْصَلَةِ الجَرَسِ وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، وَأَحْيَانًا يَتَمَثَّلُ لِيَ المَلَكُ رَجُلًا فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ». قَالَتْ عَائِشَةُ: «فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْزِلُ عَلَيْهِ الْوَحْيُ فِي اليَوْمِ الشَّدِيدِ الْبَرْدِ فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا». «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»