আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৬৫৬
আন্তর্জাতিক নং: ৩৬৫৬
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
আবু বাকর (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী
৩৬৫৬। ইবরাহীম ইবনে সাইদ জাওহারী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, উমর (রাযিঃ) বলেছেন, আবু বকর আমাদের সর্দার এবং সর্বোত্তম। তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আমাদের সবার চেয়ে প্রিয় ছিলেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب أبي بكر الصديق رضي الله عنه
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، قَالَ: «أَبُو بَكْرٍ سَيِّدُنَا وَخَيْرُنَا وَأَحَبُّنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»: «هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ»
তাহকীক:
হাদীস নং: ৩৬৫৭
আন্তর্জাতিক নং: ৩৬৫৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
আবু বাকর (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী
৩৬৫৭। আহমাদ ইবন ইবরাহীম দাওরাকী (রাহঃ)... আব্দুল্লাহ্ ইব্ন শাকীক (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ সাহাবীগণের মাঝে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সবচেয়ে প্রিয় ছিলেন কে?
তিনি বললেনঃ আবু বাকর। আমি বললামঃ তারপর কে? তিনি বললেনঃ উমর।
আমি বললামঃ তারপর কে? তিনি বললেনঃ আবু উবায়দা ইবনুল জাররাহ। আমি বললামঃ তারপর কে? তিনি চুপ করে রইলেন।
তিনি বললেনঃ আবু বাকর। আমি বললামঃ তারপর কে? তিনি বললেনঃ উমর।
আমি বললামঃ তারপর কে? তিনি বললেনঃ আবু উবায়দা ইবনুল জাররাহ। আমি বললামঃ তারপর কে? তিনি চুপ করে রইলেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب أبي بكر الصديق رضي الله عنه
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ الجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: أَيُّ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ؟ قَالَتْ: «أَبُو بَكْرٍ»، قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَتْ: «عُمَرُ»، قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَتْ: «ثُمَّ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ»، قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَ: فَسَكَتَتْ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
তাহকীক:
হাদীস নং: ৩৬৫৮
আন্তর্জাতিক নং: ৩৬৫৮
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
আবু বাকর (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী
৩৬৫৮। কুতায়বা (রাহঃ)... আবু সাইদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা যেভাবে আকাশের সীমানায় উদিত তারা দেখ, তেমনিভাবে নীচের দরজার জান্নাতীরা উর্ধ্ব দরজার জান্নাতীদের অবলোকন করবে। আবু বকর-উমরও উর্ধ্ব দরজার জান্নাতীদের অন্তর্ভুক্ত বরং তারা আরো অতিরিক্ত মর্যাদা পাবে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب أبي بكر الصديق رضي الله عنه
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي حَفْصَةَ، وَالأَعْمَشِ، وَعَبْدِ اللَّهِ بْنِ صَهْبَانَ، وَابْنِ أَبِي لَيْلَى، وَكَثِيرٍ النَّوَّاءِ كُلِّهِمْ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّ أَهْلَ الدَّرَجَاتِ العُلَى لَيَرَاهُمْ مَنْ تَحْتَهُمْ كَمَا تَرَوْنَ النَّجْمَ الطَّالِعَ فِي أُفُقِ السَّمَاءِ، وَإِنَّ أَبَا بَكْرٍ، وَعُمَرَ مِنْهُمْ وَأَنْعَمَا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَطِيَّةَ عَنْ أَبِي سَعِيدٍ»
তাহকীক:
বর্ণনাকারী: