আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৩৯২৭
আন্তর্জাতিক নং: ৩৯২৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আরবের ফযীলত
৩৯২৭। মুহাম্মাদ ইব্ন ইয়াহ্ইয়া আযদী ও আহমাদ ইবন মানী' প্রমুখ (রাহঃ)... সালমান (রাযিঃ) থেকে বর্ণিত, তাঁরা বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) আর আমাকে বলেছেন: হে সালমান! আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে না, তাহলে দীন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনাকে আমরা কি করে হিংসা করতে পারি? আপনার মাধ্যমেই তো ।আল্লাহ্ তা'আলা আমাদের হিদায়ত করেছেন।
নবী (ﷺ) বললেন : আরবদের যদি ঘৃণা কর, তবে তুমি আমাকে ঘৃণা করলে । হাদীসটি হাসান-গারীব। আবু বাদর শুজা' ইবনুল ওয়ালীদ (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে মাদের কিছু জানা নেই
আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনাকে আমরা কি করে হিংসা করতে পারি? আপনার মাধ্যমেই তো ।আল্লাহ্ তা'আলা আমাদের হিদায়ত করেছেন।
নবী (ﷺ) বললেন : আরবদের যদি ঘৃণা কর, তবে তুমি আমাকে ঘৃণা করলে । হাদীসটি হাসান-গারীব। আবু বাদর শুজা' ইবনুল ওয়ালীদ (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে মাদের কিছু জানা নেই
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ فِي فَضْلِ العَرَبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ، وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَغَيْرُ وَاحِدٍ قَالُوا: حَدَّثَنَا أَبُو بَدْرٍ شُجَاعُ بْنُ الوَلِيدِ، عَنْ قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ، عَنْ أَبِيهِ، عَنْ سَلْمَانَ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا سَلْمَانُ لَا تَبْغَضْنِي فَتُفَارِقَ دِينَكَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَبْغَضُكَ وَبِكَ هَدَانَا اللَّهُ؟ قَالَ: «تَبْغَضُ العَرَبَ فَتَبْغَضُنِي»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي بَدْرٍ شُجَاعِ بْنِ الوَلِيدِ»
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৯২৮
আন্তর্জাতিক নং: ৩৯২৮
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আরবের ফযীলত
৩৯২৮। আব্দ ইব্ন হুমায়দ (রাহঃ)... উছমান ইব্ন আফফান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আরবদের ধোকা দিবে, সে ব্যক্তি আমার শাফাআতের অন্তর্ভুক্ত হবে না এবং আমার মহব্বতও সে পাবে না ।
হাদীসটি গারীব। হুসায়ন ইব্ন উমার আহমাসী-মুখারিক সূত্রে বর্ণিত রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই । হাদীস বিশারদগণের মতে হুসায়ন নির্ভরযোগ্য নন ।
হাদীসটি গারীব। হুসায়ন ইব্ন উমার আহমাসী-মুখারিক সূত্রে বর্ণিত রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই । হাদীস বিশারদগণের মতে হুসায়ন নির্ভরযোগ্য নন ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل العرب
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ العَبْدِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الأَسْوَدِ، عَنْ حُصَيْنِ بْنِ عُمَرَ، عَنْ مُخَارِقِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّ العَرَبَ لَمْ يَدْخُلْ فِي شَفَاعَتِي وَلَمْ تَنَلْهُ مَوَدَّتِي»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ حُصَيْنِ بْنِ عُمَرَ الأَحْمَسِيِّ عَنْ مُخَارِقٍ»، «وَلَيْسَ حُصَيْنٌ عِنْدَ أَهْلِ الحَدِيثِ بِذَاكَ القَوِيِّ»
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৯২৯
আন্তর্জাতিক নং: ৩৯২৯
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আরবের ফযীলত
৩৯২৯। ইয়াহ্ইয়া ইব্ন মুসা (রাহঃ)... মুহাম্মাদ ইব্ন আবু রাযীন তাঁর মাতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন : কোন আরব মারা গেলে উম্মুল হারীর (রাহঃ)-এর অবস্থা খুবই মারাত্মক হয়ে যেত। তাঁকে জিজ্ঞাসা করা হল, আমরা দেখি যে, কোন আরব মারা গেলে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যায়?
তিনি বললেন : আমি আমার মালিককে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আরবদের ধ্বংস হওয়া কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত ৷
মুহাম্মাদ ইব্ন আবু রাযীন (রাহঃ) বলেন : উম্মুল হারীর (রাহঃ)-এর মাওলা বা মালিক হলেন তালহা ইব্ন মালিক (রাযিঃ)।
হাদীসটি গারীব। সুলায়মান ইব্ন হারব (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
তিনি বললেন : আমি আমার মালিককে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আরবদের ধ্বংস হওয়া কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত ৷
মুহাম্মাদ ইব্ন আবু রাযীন (রাহঃ) বলেন : উম্মুল হারীর (রাহঃ)-এর মাওলা বা মালিক হলেন তালহা ইব্ন মালিক (রাযিঃ)।
হাদীসটি গারীব। সুলায়মান ইব্ন হারব (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل العرب
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي رَزِينٍ، عَنْ أُمِّهِ قَالَتْ: كَانَتْ أُمُّ الحُرَيْرِ، إِذَا مَاتَ أَحَدٌ مِنَ العَرَبِ اشْتَدَّ عَلَيْهَا، فَقِيلَ لَهَا: إِنَّا نَرَاكِ إِذَا مَاتَ رَجُلٌ مِنَ العَرَبِ اشْتَدَّ عَلَيْكِ. قَالَتْ: سَمِعْتُ مَوْلَايَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ اقْتِرَابِ السَّاعَةِ هَلَاكُ العَرَبِ» قَالَ مُحَمَّدُ بْنُ أَبِي رَزِينٍ: وَمَوْلَاهَا طَلْحَةُ بْنُ مَالِكٍ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ حَرْبٍ
তাহকীক:
হাদীস নং: ৩৯৩০
আন্তর্জাতিক নং: ৩৯৩০
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আরবের ফযীলত
৩৯৩০। মুহাম্মাদ ইব্ন ইয়াহ্ইয়া আযদী (রাহঃ)... উম্ম শারীক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : দাজ্জাল থেকে (মু'মিন) লোকেরা পালাবে। এমন কি তারা পাহাড়ে গিয়ে আশ্রয় নিবে।
উম্ম শারীক (রাযিঃ) বললেন : ইয়া রাসূলাল্লাহ্! সেদিন আরবরা কোথায় থাকবে? তিনি বললেন ঃ এরা হবে খুবই কম ।.. হাদীসটি হাসান-সাহীহ-গারীব ।
উম্ম শারীক (রাযিঃ) বললেন : ইয়া রাসূলাল্লাহ্! সেদিন আরবরা কোথায় থাকবে? তিনি বললেন ঃ এরা হবে খুবই কম ।.. হাদীসটি হাসান-সাহীহ-গারীব ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل العرب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: حَدَّثَتْنِي أُمُّ شَرِيكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيَفِرَّنَّ النَّاسُ مِنَ الدَّجَّالِ حَتَّى يَلْحَقُوا بِالجِبَالِ». قَالَتْ أُمُّ شَرِيكٍ: يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ العَرَبُ يَوْمَئِذٍ؟ قَالَ: «هُمْ قَلِيلٌ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৯৩১
আন্তর্জাতিক নং: ৩৯৩১
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আরবের ফযীলত
৩৯৩১। বিশর ইব্ন মুআয আল-আকদী বসরী (রাহঃ)... সামুরা ইব্ন জুন্দুব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : সাম হল আরবের আদি পিতা। ইয়াফিছ হল রোমীয়দের আদি পিতা ৷ আর হাম হল হাবশীদের আদি পিতা।
এ হাদীসটি হাসান । ইয়াফিছ, ইয়াফিত এবং ইয়াফাত সবরূপেই কথিত আছে ।
এ হাদীসটি হাসান । ইয়াফিছ, ইয়াফিত এবং ইয়াফাত সবরূপেই কথিত আছে ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل العرب
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ العَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ الحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سَامٌ أَبُو العَرَبِ، وَيَافِثُ أَبُو الرُّومِ، وَحَامٌ أَبُو الحَبَشِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ وَيُقَالُ: يَافِثُ وَيَافِتُ وَيَفَثُ
তাহকীক: