কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

১. পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৪
আন্তর্জাতিক নং: ৮৪
পাক-পবিত্রতার অধ্যায়
৪২. নাবীয দ্বারা উযু সম্পর্কে।
৮৪. হান্নাদ .... আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। নবী (ﷺ) তাকে জ্বীনদের নিকট আগমনের রাতে বলেছিলেনঃ তোমার পাত্রের মধ্যে কি আছে? জবাবে তিনি বলেন নাবীয। এতদশ্রবণে তিনি বলেনঃ খেজুর পবিত্র এবং পানি পাক।*

* সাধারণতঃ খেজুর, আংগুর, মধু ইত্যাদি দ্বারা নাবীয তৈরী করা হয়। এটা শরবত সদৃশ। খেজুর ভিজান পানিকে খেজুরের নাবীয় বলা হয়। তদ্রূপ আংগুর ভিজান পানিকে আংগুরের নাবীয বলা হয়। এটা তৎকালীন আরবের একটি উপাদেয় পানীয় ছিল। -(অনুবাদক)
كتاب الطهارة
باب الْوُضُوءِ بِالنَّبِيذِ
حَدَّثَنَا هَنَّادٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، قَالاَ حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي فَزَارَةَ، عَنْ أَبِي زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ لَيْلَةَ الْجِنِّ " مَا فِي إِدَاوَتِكَ " . قَالَ نَبِيذٌ . قَالَ " تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ " . قَالَ أَبُو دَاوُدَ وَقَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ عَنْ أَبِي زَيْدٍ أَوْ زَيْدٍ كَذَا قَالَ شَرِيكٌ وَلَمْ يَذْكُرْ هَنَّادٌ لَيْلَةَ الْجِنِّ .
হাদীস নং: ৮৫
আন্তর্জাতিক নং: ৮৫
পাক-পবিত্রতার অধ্যায়
৪২. নাবীয দ্বারা উযু সম্পর্কে।
৮৫. মুসা ইবনে ইসমাঈল .... আলকামা হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম, “লাইলাতুল জ্বীন” (জ্বীনদের নিকট রাসূলুল্লাহ্ (ﷺ)-এর গমনের রাত বা রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট জ্বীনদের আগমনের রাত)-এ আপনাদের মধ্যে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে কে ছিলেন? জবাবে তিনি বলেনঃ তাঁর সাথে আমাদের কেউ ছিলেন না।
كتاب الطهارة
باب الْوُضُوءِ بِالنَّبِيذِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ دَاوُدَ، عَنْ عَامِرٍ، عَنْ عَلْقَمَةَ، قَالَ قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ مَنْ كَانَ مِنْكُمْ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ الْجِنِّ فَقَالَ مَا كَانَ مَعَهُ مِنَّا أَحَدٌ .
হাদীস নং: ৮৬
আন্তর্জাতিক নং: ৮৬
পাক-পবিত্রতার অধ্যায়
৪২. নাবীয দ্বারা উযু সম্পর্কে।
৮৬. মুহাম্মাদ ইবনে বাশশার .... ইবনে জুরায়েজ হতে আতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আতা (রাহঃ) দুধ ও নাবীয দ্বারা উযু করাকে মাকরূহ্ মনে করতেন। তিনি আরো বলেন, এর চেয়ে তায়াম্মুম করা আমার নিকট অধিক উত্তম।
كتاب الطهارة
باب الْوُضُوءِ بِالنَّبِيذِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، أَنَّهُ كَرِهَ الْوُضُوءَ بِاللَّبَنِ وَالنَّبِيذِ وَقَالَ إِنَّ التَّيَمُّمَ أَعْجَبُ إِلَىَّ مِنْهُ .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৮৭
আন্তর্জাতিক নং: ৮৭
পাক-পবিত্রতার অধ্যায়
৪২. নাবীয দ্বারা উযু সম্পর্কে।
৮৭. ইবনে বাশশার .... আবু খালদাহ্ হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবুল আলিয়াকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, যিনি অপবিত্র এবং যার নিকট পানি নেই; কিন্তু নাবীয আছে এমতাবস্থায় তিনি কি নাবীয দ্বারা গোসল করতে পারেন? জবাবে তিনি বলেন, না।
كتاب الطهارة
باب الْوُضُوءِ بِالنَّبِيذِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا أَبُو خَلْدَةَ، قَالَ سَأَلْتُ أَبَا الْعَالِيَةِ عَنْ رَجُلٍ، أَصَابَتْهُ جَنَابَةٌ وَلَيْسَ عِنْدَهُ مَاءٌ وَعِنْدَهُ نَبِيذٌ أَيَغْتَسِلُ بِهِ قَالَ لاَ .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: