কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
১. পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৬৬
আন্তর্জাতিক নং: ১৬৬
পাক-পবিত্রতার অধ্যায়
৬৪. উযুর পরে পানি ছিটানো সম্পর্কে।
১৬৬. মুহাম্মাদ ইবনে কাছীর .... সুফিয়ান ইবনুল হাকাম আছ্-ছাকাফী অথবা হাকাম ইবনে সুফিয়ান আছ্-ছাকাফী হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখনই পেশাব করতেন, তখন উযু করতেন এবং উযুর পানি ছিটাতেন।*
* পানি দ্বারা ইস্তিনজা করাকে 'ইন্তেদাহ্' বলা হয়। তবে এস্থলে 'ইন্তেদাহ্' শব্দের অর্থ- ইস্তানাজার জন্য কুলুখ ব্যবহারের পর পানি ব্যবহারের দরকার হয় না, তবুও লজ্জাস্থান পানি দ্বারা হালকাভাবে ধৌত করা। এর উদ্দেশ্য হল- শয়তানের ধোঁকা হতে আত্মরক্ষা করা। কেননা পেশাবের পর অনেক সময় অনেকের মনে এরূপ সন্দেহের উদ্রেক হতে পারে যে, পেশাবের ফোঁটা লেগে উযু ও কাপড় নষ্ট হচ্ছে। – (অনুবাদক)
* পানি দ্বারা ইস্তিনজা করাকে 'ইন্তেদাহ্' বলা হয়। তবে এস্থলে 'ইন্তেদাহ্' শব্দের অর্থ- ইস্তানাজার জন্য কুলুখ ব্যবহারের পর পানি ব্যবহারের দরকার হয় না, তবুও লজ্জাস্থান পানি দ্বারা হালকাভাবে ধৌত করা। এর উদ্দেশ্য হল- শয়তানের ধোঁকা হতে আত্মরক্ষা করা। কেননা পেশাবের পর অনেক সময় অনেকের মনে এরূপ সন্দেহের উদ্রেক হতে পারে যে, পেশাবের ফোঁটা লেগে উযু ও কাপড় নষ্ট হচ্ছে। – (অনুবাদক)
كتاب الطهارة
باب فِي الاِنْتِضَاحِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، - هُوَ الثَّوْرِيُّ - عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ سُفْيَانَ بْنِ الْحَكَمِ الثَّقَفِيِّ، أَوِ الْحَكَمِ بْنِ سُفْيَانَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا بَالَ يَتَوَضَّأُ وَيَنْتَضِحُ . قَالَ أَبُو دَاوُدَ وَافَقَ سُفْيَانَ جَمَاعَةٌ عَلَى هَذَا الإِسْنَادِ وَقَالَ بَعْضُهُمُ الْحَكَمُ أَوِ ابْنُ الْحَكَمِ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১৬৭
আন্তর্জাতিক নং: ১৬৭
পাক-পবিত্রতার অধ্যায়
৬৪. উযুর পরে পানি ছিটানো সম্পর্কে।
১৬৭. ইসহাক ইবনে ইসমাঈল .... মুজাছিদ (রাহঃ) বনু ছাফীফের এক ব্যক্তি হতে এবং তিনি তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে পেশাব করার পর তাঁর লজ্জাস্থানে পানি ছিটাতে দেখেছি (অর্থাৎ হালকাভাবে ধৌত করতেন)।
كتاب الطهارة
باب فِي الاِنْتِضَاحِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ رَجُلٍ، مِنْ ثَقِيفٍ عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَالَ ثُمَّ نَضَحَ فَرْجَهُ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১৬৮
আন্তর্জাতিক নং: ১৬৮
পাক-পবিত্রতার অধ্যায়
৬৪. উযুর পরে পানি ছিটানো সম্পর্কে।
১৬৮. নসর ইবনুল মুহাজির ..... হাকাম বা ইবনে হাকাম তাঁর পিতা হাকাম ইবনে সুফয়ান (রাঃ) হতে বর্ণনা করেছেন। যে, নবী (ﷺ) পেশাবান্তে উযু করেন এবং তাঁর লজ্জাস্থানে পানি ছিটান (অর্থাৎ লজ্জাস্থান হালকাভাবে ধৌত করার পর উযু করেন)।
كتاب الطهارة
باب فِي الاِنْتِضَاحِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ الْمُهَاجِرِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ الْحَكَمِ، أَوِ ابْنِ الْحَكَمِ عَنْ أَبِيهِ، (الحكم بن سفيان الثقفي) أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَالَ ثُمَّ تَوَضَّأَ وَنَضَحَ فَرْجَهُ .
তাহকীক:
বর্ণনাকারী: