কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

১. পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৮২
আন্তর্জাতিক নং: ৩৮২
পাক-পবিত্রতার অধ্যায়
১৩৯. শুষ্ক জমিনের পবিত্রতা।
৩৮২. আহমাদ ইবনে সালেহ্ .... হামযা ইবনে আব্দুল্লাহ্ ইবনে উমর (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সময় মসজিদে ঘুমাতাম। ঐ সময় আমি অবিবাহিত যুবক ছিলাম তখন কুকুর প্রায়ই মসজিদের অঙ্গণে যাতায়াত করত এবং পেশাব করে দিত। সাহাবায়ে কিরামগগ এই পেশাবের উপর পানি ঢালতেন না।*

* ঐ সময় মসজিদে নববীর চতুর্দিকে কোন প্রাচীর ছিল না, এর অঙ্গন ছিল খোলা। সেজন্য কুকুর এর মধ্যে বিনা প্রতিবন্ধকতায় যাতায়াত করত। যেহেতু কুকুর এর বালু মন্ডিত অঙ্গনে পেশাব করাব পর প্রখর রৌদ্র তাপে তা শুকিয়ে যেত- তাই সেখানে কোন দাগ বা দুর্গন্ধ সৃষ্টি হত না। এ কারণে সেখানে কোন পানি ঢালার প্রয়োজন হত না। এভাবে মাটি পবিত্র হয়ে থাকে। - (অনুবাদক)
كتاب الطهارة
باب فِي طُهُورِ الأَرْضِ إِذَا يَبِسَتْ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَالَ ابْنُ عُمَرَ كُنْتُ أَبِيتُ فِي الْمَسْجِدِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكُنْتُ فَتًى شَابًّا عَزَبًا وَكَانَتِ الْكِلاَبُ تَبُولُ وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي الْمَسْجِدِ فَلَمْ يَكُونُوا يَرُشُّونَ شَيْئًا مِنْ ذَلِكَ .