কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৮৫
আন্তর্জাতিক নং: ৬৮৫
নামাযের অধ্যায়
১০৮. নামাযের সময় কিরূপ সুতরা বা আড় ব্যবহার করবে।
৬৮৫. মুহাম্মাদ ইবনে কাছীর আল-আব্দী ..... তালহা ইবনে উবাইদুল্লাহ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ যদি তুমি (খোলা স্থানে নামায পড়ার সময়) উটের পিঠের হাওদার পিছন দিকের কাঠের অনুরূপ একটি কাঠ তোমার সম্মুখে রাখ-তবে তোমার সম্মুখ কেউ যাতায়াত করলে তোমার নামাযের কোন ক্ষতি হবে না।
كتاب الصلاة
باب مَا يَسْتُرُ الْمُصَلِّي
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ سِمَاكٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا جَعَلْتَ بَيْنَ يَدَيْكَ مِثْلَ مُؤَخَّرَةِ الرَّحْلِ فَلاَ يَضُرُّكَ مَنْ مَرَّ بَيْنَ يَدَيْكَ " .
হাদীস নং: ৬৮৬
আন্তর্জাতিক নং: ৬৮৬
নামাযের অধ্যায়
১০৮. নামাযের সময় কিরূপ সুতরা বা আড় ব্যবহার করবে।
৬৮৬. আল্-হাসান ইবনে আলী ..... আতা (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, হাওদার পিছনের কাঠ এক হাত বা তার চেয়ে কিছুটা লম্বা হয়ে থাকে।
كتاب الصلاة
باب مَا يَسْتُرُ الْمُصَلِّي
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ آخِرَةُ الرَّحْلِ ذِرَاعٌ فَمَا فَوْقَهُ .
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮৭
আন্তর্জাতিক নং: ৬৮৭
নামাযের অধ্যায়
১০৮. নামাযের সময় কিরূপ সুতরা বা আড় ব্যবহার করবে।
৬৮৭. আল-হাসান ..... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদের নামায আদায়ের জন্য যখন বের হতেন, তখন তিনি “হিরবাহ” বা ছোট বল্লম (বা এর অনুরূপ কিছু) সঙ্গে নেয়ার নির্দেশ দিতেন। এটা তাঁর সম্মুখে স্থাপন করা হত এবং সেদিক ফিরে নামায পড়তেন এবং এ সময় সাহাবীরা তাঁর পিছনে থাকতেন। সফরের সময়ও এইরূপ করতেন। এজন্য শাসকগণ তখন থেকে নিজেদের সাথে বর্শা রাখতেন।
كتاب الصلاة
باب مَا يَسْتُرُ الْمُصَلِّي
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ أَمَرَ بِالْحَرْبَةِ فَتُوضَعَ بَيْنَ يَدَيْهِ فَيُصَلِّي إِلَيْهَا وَالنَّاسُ وَرَاءَهُ وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الأُمَرَاءُ .
হাদীস নং: ৬৮৮
আন্তর্জাতিক নং: ৬৮৮
নামাযের অধ্যায়
১০৮. নামাযের সময় কিরূপ সুতরা বা আড় ব্যবহার করবে।
৬৮৮. হাফস ইবনে উমর ..... আওফ ইবনে আবু জুহায়ফা থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। নবী (ﷺ) তাদের সাথে আল-বাতহা নামক প্রান্তরে নামায আদায় করেন। এই সময় তাঁর সম্মুখভাগে একটি বর্শা প্রতিষ্ঠিত ছিল। ঐদিন তিনি যোহর ও আসরের নামায দুই দুই রাকআত করে আদায় করেন। এই সুতরার অপর পাশ দিয়ে মহিলা ও গাধা অতিক্রম করত।*

* খালি জায়্গায় বা মাঠে নামায পড়ার সময় নামাযীর সম্মুখে সিজদার স্থানের একটু সামনে অন্ততঃ এক হা উঁচু একটি কাঠি, লাঠি বা অনুরূপ কোন বস্তু আড় রেখে নামায আদায় করতে হয়। ঐ কাঠি বা বস্তুকে সুতরা বলা হয়। - (অনুবাদক)
كتاب الصلاة
باب مَا يَسْتُرُ الْمُصَلِّي
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ بِالْبَطْحَاءِ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ الظُّهْرَ رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ يَمُرُّ خَلْفَ الْعَنَزَةِ الْمَرْأَةُ وَالْحِمَارُ .