কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১০৮৭
আন্তর্জাতিক নং: ১০৮৭
 নামাযের অধ্যায়
২৩১. জুমআর নামাযের আযান সম্পর্কে।
১০৮৭. মুহাম্মাদ ইবনে সালামা (রাহঃ) .... আস-সাইব ইবনে ইয়াযীদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ)-এর যুগে ইমাম যখন খুতবা দেয়ার উদ্দেশ্যে মিম্বরের উপর বসতেন, তখন যে আযান দেয়া হত তাই ছিল জুমআর প্রথম আযান। অতঃপর উসমান (রাযিঃ)-এর খিলাফতকালে যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায়, তখন তিনি তৃতীয় আযানের প্রবর্তন করেন। এই ধরণের প্রথম আযান ‘জাওরা’ নামক স্থানে সর্বপ্রথম প্রদত্ত হয়। অতঃপর এই নিয়ম ধারাবাহিকভাবে চলে আসছে।
كتاب الصلاة
باب النِّدَاءِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، أَنَّ الأَذَانَ، كَانَ أَوَّلُهُ حِينَ يَجْلِسُ الإِمَامُ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ فِي عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ - رضى الله عنهما - فَلَمَّا كَانَ خِلاَفَةُ عُثْمَانَ وَكَثُرَ النَّاسُ أَمَرَ عُثْمَانُ يَوْمَ الْجُمُعَةِ بِالأَذَانِ الثَّالِثِ فَأُذِّنَ بِهِ عَلَى الزَّوْرَاءِ فَثَبَتَ الأَمْرُ عَلَى ذَلِكَ .
হাদীস নং: ১০৮৮
আন্তর্জাতিক নং: ১০৮৮
 নামাযের অধ্যায়
২৩১. জুমআর নামাযের আযান সম্পর্কে।
১০৮৮. আন-নুফায়লী (রাহঃ) ..... আস-সাইব ইবনে ইয়াযীদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমার দিনে যখন মিম্বরের উপর বসতেন, তখন মুয়াযযিন মসজিদের দরজার উপর নবী করীম (ﷺ) এর সামনাসামনি দাঁড়িয়ে আযান দিতেন এবং আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ)-এর সময়েও এই নিয়ম চালু ছিল। .... অবশিষ্টাংশ পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
كتاب الصلاة
باب النِّدَاءِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ كَانَ يُؤَذَّنُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا جَلَسَ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ عَلَى بَابِ الْمَسْجِدِ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ . ثُمَّ سَاقَ نَحْوَ حَدِيثِ يُونُسَ .

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১০৮৯
আন্তর্জাতিক নং: ১০৮৯
 নামাযের অধ্যায়
২৩১. জুমআর নামাযের আযান সম্পর্কে।
১০৮৯. হান্নাদ ইবনুস-সারী .... আস-সাইব ইবনে ইয়াযীদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর একমাত্র মুয়াযযিন ছিলেন।
كتاب الصلاة
باب النِّدَاءِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ مُحَمَّدٍ، - يَعْنِي ابْنَ إِسْحَاقَ - عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ، قَالَ لَمْ يَكُنْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ مُؤَذِّنٌ وَاحِدٌ بِلاَلٌ ثُمَّ ذَكَرَ مَعْنَاهُ .

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১০৯০
আন্তর্জাতিক নং: ১০৯০
 নামাযের অধ্যায়
২৩১. জুমআর নামাযের আযান সম্পর্কে।
১০৯০. মুহাম্মাদ ইবনে ইয়াহিয়া (রাযিঃ) ..... আস-সাইব ইবনে ইয়াযীদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাযিঃ) ব্যতীত রাসূলুল্লাহ (ﷺ)-এর আর কোন মুয়াজ্জিন ছিল না .... হাদীসের শেষ পর্যন্ত এবং এই হাদীস পুর্নাংগ নয়।
كتاب الصلاة
باب النِّدَاءِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ ابْنَ أُخْتِ، نَمِرٍ أَخْبَرَهُ قَالَ وَلَمْ يَكُنْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَيْرُ مُؤَذِّنٍ وَاحِدٍ . وَسَاقَ هَذَا الْحَدِيثَ وَلَيْسَ بِتَمَامِهِ .

তাহকীক:

বর্ণনাকারী:
