কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪২৩
আন্তর্জাতিক নং: ১৪২৩
নামাযের অধ্যায়
৩৪৫. বিতরের নামাযে কিরাত।
১৪২৩. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) এবং ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) .... উবাই ইবনে কাব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিতরের নামাযে সূরা সাব্বিহ্ ইসমা রবিকাল আলা, কুল ইয়া আইয়্যুহাল কাফিরূন এবং সূরা ইখলাস পাঠ করতেন।
كتاب الصلاة
باب مَا يُقْرَأُ فِي الْوِتْرِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو حَفْصٍ الأَبَّارُ، ح وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَنَسٍ، - وَهَذَا لَفْظُهُ - عَنِ الأَعْمَشِ، عَنْ طَلْحَةَ، وَزُبَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُوتِرُ بِـ ( سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى ) وَ ( قُلْ لِلَّذِينَ كَفَرُوا ) وَاللَّهُ الْوَاحِدُ الصَّمَدُ .
হাদীস নং: ১৪২৪
আন্তর্জাতিক নং: ১৪২৪
নামাযের অধ্যায়
৩৪৫. বিতরের নামাযে কিরাত।
১৪২৪. আহমাদ ইবনে আবু শোআয়েব (রাহঃ) .... আব্দুল আযীয ইবনে জুরায়জ (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি উম্মুল মু'মিনীন আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করি যে, রাসূলুল্লাহ (ﷺ) বিতরের নামাযে কোন সূরা পড়তেন? উপরোক্ত হাদীসের অনুরূপ .... রাবী বলেন, তিনি তৃতীয় রাকআতে সূরা ইখলাস, নাস ও ফালাক পাঠ করতেন।
كتاب الصلاة
باب مَا يُقْرَأُ فِي الْوِتْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا خُصَيْفٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ بِأَىِّ شَىْءٍ كَانَ يُوتِرُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ مَعْنَاهُ قَالَ وَفِي الثَّالِثَةِ بِـ ( قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) وَالْمُعَوِّذَتَيْنِ .