কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১৭৫২
আন্তর্জাতিক নং: ১৭৫২
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
১৩. ইশআর বা কুরবানীর পশুর রক্তচিহ্ন দান।
১৭৫২. আবুল ওয়ালীদ আত তালিসী ..... ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। একদা রাসূলুল্লাহ্ (ﷺ) যুল হুলাইফাতে যোহরের নামায আদায় করেন। এরপর তিনি তাঁর কুরবানীর একটি উট আনতে বলেন এবং এর কুঁজের ডানপাশ (ধারালো অস্ত্রের দ্বারা) ফেঁড়ে দেন। এরপর তিনি তার রক্তের চিহ্ন মুছে দেন এবং এর গলায় দুটি জুতার মালা পরিয়ে দেন। এরপর তিনি স্বীয় বাহনের নিকট যান। তিনি বায়দা নামক স্থানে পৌঁছে তালবীয়া পাঠ শুরু করেন।
كتاب المناسك
باب فِي الإِشْعَارِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، وَحَفْصُ بْنُ عُمَرَ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، - قَالَ أَبُو الْوَلِيدِ - قَالَ سَمِعْتُ أَبَا حَسَّانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ بِذِي الْحُلَيْفَةِ ثُمَّ دَعَا بِبَدَنَةٍ فَأَشْعَرَهَا مِنْ صَفْحَةِ سَنَامِهَا الأَيْمَنِ ثُمَّ سَلَتَ عَنْهَا الدَّمَ وَقَلَّدَهَا بِنَعْلَيْنِ ثُمَّ أُتِيَ بِرَاحِلَتِهِ فَلَمَّا قَعَدَ عَلَيْهَا وَاسْتَوَتْ بِهِ عَلَى الْبَيْدَاءِ أَهَلَّ بِالْحَجِّ .
তাহকীক:
হাদীস নং: ১৭৫৩
আন্তর্জাতিক নং: ১৭৫৩
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
১৩. ইশআর বা কুরবানীর পশুর রক্তচিহ্ন দান।
১৭৫৩. মুসাদ্দাদ ..... শু‘বা (রাহঃ) হতে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। রাবী বলেন, এরপর তিনি স্বহস্তে এর রক্ত মুছে দেন।
كتاب المناسك
باب فِي الإِشْعَارِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، بِهَذَا الْحَدِيثِ بِمَعْنَى أَبِي الْوَلِيدِ قَالَ ثُمَّ سَلَتَ الدَّمَ بِيَدِهِ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ هَمَّامٌ قَالَ سَلَتَ الدَّمَ عَنْهَا بِإِصْبَعِهِ . قَالَ أَبُو دَاوُدَ هَذَا مِنْ سُنَنِ أَهْلِ الْبَصْرَةِ الَّذِي تَفَرَّدُوا بِهِ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১৭৫৪
আন্তর্জাতিক নং: ১৭৫৪
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
১৩. ইশআর বা কুরবানীর পশুর রক্তচিহ্ন দান।
১৭৫৪. আব্দুল আ‘লা ...... মিসওয়ার ইবনে মাখরামা (রাযিঃ) ও মারওয়ান (রাযিঃ) হতে বর্ণিত। তাঁরা উভয়ে বলেন, রাসলুল্লাহ্ (ﷺ) হুদায়বিয়ার বছর (মদীনা হতে উমরার উদ্দেশ্যে) রওয়ানা হন। তিনি যুল হুলাইফাতে পৌঁছে কুরবানীর পশুর গলায় মালা পরান, এবং ইশআর করেন ও ইহরাম বাঁধেন।
كتاب المناسك
باب فِي الإِشْعَارِ
حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَمَرْوَانَ، أَنَّهُمَا قَالاَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْحُدَيْبِيَةِ فَلَمَّا كَانَ بِذِي الْحُلَيْفَةِ قَلَّدَ الْهَدْىَ وَأَشْعَرَهُ وَأَحْرَمَ .
তাহকীক:
হাদীস নং: ১৭৫৫
আন্তর্জাতিক নং: ১৭৫৫
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
১৩. ইশআর বা কুরবানীর পশুর রক্তচিহ্ন দান।
১৭৫৫. হান্নাদ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) কুরবানীর পশু হিসাবে একটি মালা পরিহিত বকরী (মক্কায়) প্রেরণ করেন।
كتاب المناسك
باب فِي الإِشْعَارِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، وَالأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَهْدَى غَنَمًا مُقَلَّدَةً .
তাহকীক: