কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৮১
আন্তর্জাতিক নং: ১৮৮৩
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৪৮. তাওয়াফের সময় ডান বগলের নীচে দিয়ে, বাম কাঁধের উপর চাঁদর পেঁচানো।
১৮৮১. মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) ..... ইয়া‘লা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) একটি সবুজ চাদর তাঁর ডান বগলের নীচে দিয়ে তার দু’পাশ বাম কাঁধে পেঁচানো অবস্থায় (বায়তুল্লাহ) তাওয়াফ সম্পন্ন করেন।
كتاب المناسك
باب الاِضْطِبَاعِ فِي الطَّوَافِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ يَعْلَى، عَنْ يَعْلَى، قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُضْطَبِعًا بِبُرْدٍ أَخْضَرَ .
হাদীস নং: ১৮৮২
আন্তর্জাতিক নং: ১৮৮৪
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৪৮. তাওয়াফের সময় ডান বগলের নীচে দিয়ে, বাম কাঁধের উপর চাঁদর পেঁচানো।
১৮৮২. আবু সালামা (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীগণ জি‘ইররানা নামক স্থান হতে উমরার ইহরাম বাঁধেন এবং দ্রুতপদে বায়তুল্লাহর তাওয়াফ সম্পন্ন করেন। আর এ সময় তাঁরা নিজেদের চাদর ডান বগলের নিচ কাঁধের উপর পেঁচিয়ে রাখেন।
كتاب المناسك
باب الاِضْطِبَاعِ فِي الطَّوَافِ
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، مُوسَى حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابَهُ اعْتَمَرُوا مِنَ الْجِعْرَانَةِ فَرَمَلُوا بِالْبَيْتِ وَجَعَلُوا أَرْدِيَتَهُمْ تَحْتَ آبَاطِهِمْ قَدْ قَذَفُوهَا عَلَى عَوَاتِقِهِمُ الْيُسْرَى .