কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৯৬৩
আন্তর্জাতিক নং: ১৯৬৫
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৭৫. মক্কাবাসীদের জন্য কসর বা নামায সংক্ষেপ করা।
১৯৬৩. আন নুফায়লী (রাহঃ) .... হারিসা ইবনে ওয়াহব আল খুযা‘ঈ (রাযিঃ) হতে বর্ণিত। তাঁর মাতা ছিলেন উমরের স্ত্রী, তার গর্ভে উবাইদুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) জন্মগ্রহণ করেন। তিনি বলেন, আমি মিনাতে রাসূলুল্লাহ্ (ﷺ) এর সঙ্গে নামায আদায় করি। আর বিদায় হজ্জের সময় অধিকাংশ লোক আমাদের সাথে (এই স্থানে) দু‘রাকআত নামায আদায় করে (এমনকি মক্কাবাসীরাও)।
كتاب المناسك
باب الْقَصْرِ لأَهْلِ مَكَّةَ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، حَدَّثَنِي حَارِثَةُ بْنُ وَهْبٍ الْخُزَاعِيُّ، - وَكَانَتْ أُمُّهُ تَحْتَ عُمَرَ فَوَلَدَتْ لَهُ عُبَيْدَ اللَّهِ بْنَ عُمَرَ - قَالَ صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى وَالنَّاسُ أَكْثَرُ مَا كَانُوا فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ فِي حَجَّةِ الْوَدَاعِ .
তাহকীক:
বর্ণনাকারী: