কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৮. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৩৬৯
আন্তর্জাতিক নং: ২৩৭৭
রোযার অধ্যায়
২২৪. নিদ্রা যাওয়ার সময় সুরমা ব্যবহার।
২৩৬৯. আন্ নুফায়লী ..... আব্দুর রহমান ইবনে নু‘মান ইবনে মা‘বাদ ইবনে হাওযা তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা হতে, তিনি নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেছেন যে, তিনি নিদ্রার সময় সুগন্ধিযুক্ত ইসমিদ (পাথরের তৈরী) সুরমা ব্যবহারের নির্দেশ দেন এবং তিনি ইরশাদ করেছেনঃ রোযাদর ব্যক্তি যেন তা পরিহার করে।
كتاب الصوم
باب فِي الْكَحْلِ عِنْدَ النَّوْمِ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ ثَابِتٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ النُّعْمَانِ بْنِ مَعْبَدِ بْنِ هَوْذَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ أَمَرَ بِالإِثْمِدِ الْمُرَوَّحِ عِنْدَ النَّوْمِ وَقَالَ " لِيَتَّقِهِ الصَّائِمُ " . قَالَ أَبُو دَاوُدَ قَالَ لِي يَحْيَى بْنُ مَعِينٍ هُوَ حَدِيثٌ مُنْكَرٌ يَعْنِي حَدِيثَ الْكَحْلِ .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ২৩৭০
আন্তর্জাতিক নং: ২৩৭৮
রোযার অধ্যায়
২২৪. নিদ্রা যাওয়ার সময় সুরমা ব্যবহার।
২৩৭০. ওহাহব ইবনে বাকিয়্যা ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি রোযা থাকাবস্থায় সুরমা ব্যবহার করতেন।
كتاب الصوم
باب فِي الْكَحْلِ عِنْدَ النَّوْمِ
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عُتْبَةَ، عَنْ أَبِي مُعَاذٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ كَانَ يَكْتَحِلُ وَهُوَ صَائِمٌ .
হাদীস নং: ২৩৭১
আন্তর্জাতিক নং: ২৩৭৯
রোযার অধ্যায়
২২৪. নিদ্রা যাওয়ার সময় সুরমা ব্যবহার।
২৩৭১. মুহাম্মাদ ইবনে উবাইদুল্লাহ্ ..... আল্ আ‘মাশ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আমাদের সাথীদের মধ্যে কাউকেও রোযা থাকাবস্থায় সুরমা ব্যবহারে আপত্তি করতে দেখিনি এবং রাবী ইবরাহীম রোযাদারের জন্য বিশেষভাবে ‘সিবর’ জাতীয় সুরমা ব্যবহার করতে অনুমতি দিতেন।
كتاب الصوم
باب فِي الْكَحْلِ عِنْدَ النَّوْمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُخَرِّمِيُّ، وَيَحْيَى بْنُ مُوسَى الْبَلْخِيُّ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ عِيسَى، عَنِ الأَعْمَشِ، قَالَ مَا رَأَيْتُ أَحَدًا مِنْ أَصْحَابِنَا يَكْرَهُ الْكَحْلَ لِلصَّائِمِ وَكَانَ إِبْرَاهِيمُ يُرَخِّصُ أَنْ يَكْتَحِلَ الصَّائِمُ بِالصَّبِرِ .