কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৯. জিহাদের বিধানাবলী - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৫৮৩
আন্তর্জাতিক নং: ২৫৯১
জিহাদের বিধানাবলী
৩৪৫. পতাকা ও নিশান।
২৫৮৩. ইবরাহীম ইবনে মুসা আর রাযী ..... মুহাম্মাদ ইবনে কাসিমের খাদেম ইউনুস ইবনে উবাইদ বলেন, আমাকে মুহাম্মাদ ইবনে কাসিম একবার বারা’আ ইবনে আযিব (রাযিঃ) এর নিকট পাঠিয়েছিলেন, তাঁকে জিজ্ঞাসা করে জানার জন্য যে, রাসূলূল্লাহ্ (ﷺ) এর পতাকা কিরূপ ছিল। তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাঁর পতাকা ছিল কালো চতুষ্কোণ বিশিষ্ট মোটা পশমী কাপড়ের সাদা ডোরাদার, যা চিতাবাঘের চামড়ার মত ডোরাদার মনে হতো।
كتاب الجهاد
باب فِي الرَّايَاتِ وَالأَلْوِيَةِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، أَخْبَرَنَا أَبُو يَعْقُوبَ الثَّقَفِيُّ، حَدَّثَنِي يُونُسُ بْنُ عُبَيْدٍ، - رَجُلٌ مِنْ ثَقِيفٍ مَوْلَى مُحَمَّدِ بْنِ الْقَاسِمِ - قَالَ بَعَثَنِي مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ إِلَى الْبَرَاءِ بْنِ عَازِبٍ يَسْأَلُهُ عَنْ رَايَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا كَانَتْ فَقَالَ كَانَتْ سَوْدَاءَ مُرَبَّعَةً مِنْ نَمِرَةٍ .
হাদীস নং: ২৫৮৪
আন্তর্জাতিক নং: ২৫৯২
জিহাদের বিধানাবলী
৩৪৫. পতাকা ও নিশান।
২৫৮৪. ইসহাক ইবনে ইবরাহীম আল্ মারওয়াযী ..... জাবির (রাযিঃ) নবী করীম (ﷺ) এর ঝান্ডা সম্পর্কে বলেন, মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশের সময় তাঁর ঝান্ডা (পতাকা) ছিল সাদা।
كتاب الجهاد
باب فِي الرَّايَاتِ وَالأَلْوِيَةِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْمَرْوَزِيُّ، - وَهُوَ ابْنُ رَاهَوَيْهِ - حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ لِوَاؤُهُ يَوْمَ دَخَلَ مَكَّةَ أَبْيَضَ .
হাদীস নং: ২৫৮৫
আন্তর্জাতিক নং: ২৫৯৩
জিহাদের বিধানাবলী
৩৪৫. পতাকা ও নিশান।
২৫৮৫. উকবা ইবনে মুকাররিম ..... সিমাক (রাহঃ) তাঁর বংশের একজন হতে এবং তিনি অপর একব্যক্তি হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এর পতাকা হলুদ রং এর দেখতে পেয়েছি।
كتاب الجهاد
باب فِي الرَّايَاتِ وَالأَلْوِيَةِ
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، حَدَّثَنَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ الشَّعِيرِيُّ، عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ رَجُلٍ، مِنْ قَوْمِهِ عَنْ آخَرَ، مِنْهُمْ قَالَ رَأَيْتُ رَايَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَفْرَاءَ .
tahqiq

তাহকীক: