কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩১৯৭
আন্তর্জাতিক নং: ৩২১১
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
২৪৬. মরদেহ কিরূপে প্রবেশ করাবে।
৩১৯৭. উবাইদুল্লাহ ইবনে মু’আয (রাহঃ) .... আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ হারিছ (রাযিঃ) এরূপ ওসীয়ত করেন যে, আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ যেন তাঁর জানাযার নামায পড়ান। সে মতে তিনি [আব্দুল্লাহ (রাযিঃ)] তাঁর জানাযার নামায পড়ান এবং তাঁর পায়ের দিক হতে তাঁকে কবরে নামান, আর বলেনঃ এটাই সুন্নত তরীকা।
كتاب الجنائز
باب فِي الْمَيِّتِ يُدْخَلُ مِنْ قِبَلِ رِجْلَيْهِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ أَوْصَى الْحَارِثُ أَنْ يُصَلِّيَ، عَلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ فَصَلَّى عَلَيْهِ ثُمَّ أَدْخَلَهُ الْقَبْرَ مِنْ قِبَلِ رِجْلَىِ الْقَبْرِ وَقَالَ هَذَا مِنَ السُّنَّةِ .
tahqiq

তাহকীক: