কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
১৭. শপথ ও মান্নতের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৩২৪৭
আন্তর্জাতিক নং: ৩২৬৩
 শপথ ও মান্নতের বিধান
২৭৪. নবী (ﷺ) এর কসম কিরূপ ছিল।
৩২৪৭. আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ নুফায়লী (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) অধিকাংশ সময় এরূপ কসম করতেনঃ না, কসম অন্তরসমূহের পরিবর্তনকারীর।
كتاب الأيمان والنذور
باب مَا جَاءَ فِي يَمِينِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا كَانَتْ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ : أَكْثَرُ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَحْلِفُ بِهَذِهِ الْيَمِينِ :  " لاَ، وَمُقَلِّبِ الْقُلُوبِ " .

তাহকীক:
হাদীস নং: ৩২৪৮
আন্তর্জাতিক নং: ৩২৬৪
 শপথ ও মান্নতের বিধান
২৭৪. নবী (ﷺ) এর কসম কিরূপ ছিল।
৩২৪৮. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) ..... আবু সা’ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন কসম করার ইরাদা করতেন, তখন বলতেনঃ না, কসম সে যাত-পাকের, যাঁর হাতে আবুল কাসিমের জীবন।
كتاب الأيمان والنذور
باب مَا جَاءَ فِي يَمِينِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا كَانَتْ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ عَاصِمِ بْنِ شُمَيْخٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اجْتَهَدَ فِي الْيَمِينِ قَالَ :  " وَالَّذِي نَفْسُ أَبِي الْقَاسِمِ بِيَدِهِ " .

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৩২৪৯
আন্তর্জাতিক নং: ৩২৬৫
 শপথ ও মান্নতের বিধান
২৭৪. নবী (ﷺ) এর কসম কিরূপ ছিল।
৩২৪৯. মুহাম্মাদ ইবনে আব্দিল আযীয ইবনে আবী রিযমা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর কসম এরূপ ছিল যে, যখন তিনি কসম করতেন, তখন বলতেনঃ না, কসম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি।
كتاب الأيمان والنذور
باب مَا جَاءَ فِي يَمِينِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا كَانَتْ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، أَخْبَرَنِي زَيْدُ بْنُ حُبَابٍ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنِي أَبِي أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ : كَانَتْ يَمِينُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا حَلَفَ يَقُولُ :  " لاَ، وَأَسْتَغْفِرُ اللَّهَ " .

তাহকীক:
হাদীস নং: ৩২৫০
আন্তর্জাতিক নং: ৩২৬৬
 শপথ ও মান্নতের বিধান
২৭৪. নবী (ﷺ) এর কসম কিরূপ ছিল।
৩২৫০. হাসান ইবনে আলী (রাহঃ) ..... আসিম ইবনে লাকীত (রাযিঃ) থেকে বর্ণিত। একদা লাকীত ইবনে আসিম (রাযিঃ) একটা দলের প্রতিনিধি হিসাবে নবী (ﷺ)-এর নিকট গমন করেন। লাকীত বলেনঃ অতঃপর আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হাযির হই। তখন তিনি একটি হাদীস বর্ণনা করেন, যাতে এ উক্তিটি ছিল যে, নবী (ﷺ) বলেছেনঃ কসম তোমার মা’বুদের।
كتاب الأيمان والنذور
باب مَا جَاءَ فِي يَمِينِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا كَانَتْ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَيَّاشٍ السَّمَعِيُّ الأَنْصَارِيُّ، عَنْ دَلْهَمِ بْنِ الأَسْوَدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَاجِبِ بْنِ عَامِرِ بْنِ الْمُنْتَفِقِ الْعُقَيْلِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ، لَقِيطِ بْنِ عَامِرٍ قَالَ دَلْهَمٌ وَحَدَّثَنِيهِ أَيْضًا الأَسْوَدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطٍ، : أَنَّ لَقِيطَ بْنَ عَامِرٍ، خَرَجَ وَافِدًا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَقِيطٌ : فَقَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ حَدِيثًا فِيهِ : فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم :  " لَعَمْرُ إِلَهِكَ " .

তাহকীক:

বর্ণনাকারী: