কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
১৭. শপথ ও মান্নতের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩২৭২
আন্তর্জাতিক নং: ৩৩০৫
 শপথ ও মান্নতের বিধান
২৮৩. যে ব্যক্তি বায়তুল মাকদিসে গিয়ে নামায আদায়ের জন্য মান্নত করে।
৩২৭২. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... জাবির ইবনে আব্দিল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি মক্কা বিজয়ের বছর দাঁড়িয়ে এরূপ বলেঃ ইয়া রাসালুল্লাহ! আমি আল্লাহর ওয়াস্তে এরূপ মান্নত করি যে, যদি আল্লাহ আপনাকে মক্কা বিজয় করিয়ে দেন, তবে আমি বায়তুল মাকদিসে গিয়ে দু’রাকআত নামায আদায় করব। তখন নবী (ﷺ) বলেনঃ তুমি এখানেই দু’রাকআত নামায আদায় করে নাও। সে ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ তুমি এখানেই নামায আদায় কর। সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ তোমার যা ইচ্ছা, তা কর।[১]
[১] অর্থাৎ তুমি ইচ্ছা করলে এখানেও দু'রাকাআত নামায আদায় করে নিতে পার, অথবা বায়তুল মুকাদ্দিসে গিয়েও
আদায় করতে পার।
[১] অর্থাৎ তুমি ইচ্ছা করলে এখানেও দু'রাকাআত নামায আদায় করে নিতে পার, অথবা বায়তুল মুকাদ্দিসে গিয়েও
আদায় করতে পার।
كتاب الأيمان والنذور
باب مَنْ نَذَرَ أَنْ يُصَلِّيَ فِي بَيْتِ الْمَقْدِسِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ أَخْبَرَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، : أَنَّ رَجُلاً، قَامَ يَوْمَ الْفَتْحِ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَذَرْتُ لِلَّهِ إِنْ فَتَحَ اللَّهُ عَلَيْكَ مَكَّةَ أَنْ أُصَلِّيَ فِي بَيْتِ الْمَقْدِسِ رَكْعَتَيْنِ . قَالَ : " صَلِّ هَا هُنَا " ثُمَّ أَعَادَ عَلَيْهِ فَقَالَ : " صَلِّ هَا هُنَا " ثُمَّ أَعَادَ عَلَيْهِ فَقَالَ : " شَأْنَكَ إِذًا " .

তাহকীক:
