কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

১৭. শপথ ও মান্নতের বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩২৮৯
আন্তর্জাতিক নং: ৩২৮৫
শপথ ও মান্নতের বিধান
২৯৩. শপথ করার পর ইনশাআল্লাহ্ বলা।
৩২৮৯. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... ইকরিমা (রাহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহর শপথ! আমি কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহর শপথ! আমি কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহর শপথ! আমি কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করব। অবশেষে তিনি বলেনঃ ইনাশা আল্লাহ অর্থাৎ আল্লাহ যদি চান।
كتاب الأيمان والنذور
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ : " وَاللَّهِ لأَغْزُوَنَّ قُرَيْشًا، وَاللَّهِ لأَغْزُوَنَّ قُرَيْشًا، وَاللَّهِ لأَغْزُوَنَّ قُرَيْشًا " . ثُمَّ قَالَ : " إِنْ شَاءَ اللَّهُ " . قَالَ أَبُو دَاوُدَ : وَقَدْ أَسْنَدَ هَذَا الْحَدِيثَ غَيْرُ وَاحِدٍ عَنْ شَرِيكٍ عَنْ سِمَاكٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৩২৯০
আন্তর্জাতিক নং: ৩২৮৬
শপথ ও মান্নতের বিধান
২৯৩. শপথ করার পর ইনশাআল্লাহ্ বলা।
৩২৯০. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) .... ইকরিমা (রাহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) এরূপ কসম খান যে, আল্লাহর শপথ! আমি কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করব। এরপর তিনি বলেনঃ ইনশাআল্লাহ অর্থাৎ যদি আল্লাহ চান। অতঃপর তিনি এরূপ শপথ করেনঃ আল্লাহর শপথ! আমি ইনশাআল্লাহ কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করব। তিনি পুনরায় বলেনঃ আল্লাহর শপথ! আমি কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করব। এরপর তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেনঃ ইনশাআল্লাহ অর্থাৎ যদি আল্লাহ চান।
كتاب الأيمان والنذور
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَخْبَرَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، يَرْفَعُهُ قَالَ : " وَاللَّهِ لأَغْزُوَنَّ قُرَيْشًا " . ثُمَّ قَالَ : " إِنْ شَاءَ اللَّهُ " . ثُمَّ قَالَ : " وَاللَّهِ لأَغْزُوَنَّ قُرَيْشًا إِنْ شَاءَ اللَّهُ " . ثُمَّ قَالَ : " وَاللَّهِ لأَغْزُوَنَّ قُرَيْشًا " . ثُمَّ سَكَتَ ثُمَّ قَالَ : " إِنْ شَاءَ اللَّهُ " . قَالَ أَبُو دَاوُدَ : زَادَ فِيهِ الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ شَرِيكٍ قَالَ : ثُمَّ لَمْ يَغْزُهُمْ .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৩২৯১
আন্তর্জাতিক নং: ৩২৭৪
শপথ ও মান্নতের বিধান
২৯৩. শপথ করার পর ইনশাআল্লাহ্ বলা।
৩২৯১. মুনযির ইবনে ওয়ালীদ (রাহঃ) .... আমর ইবনে শু’আয়ব (রাহঃ) তার পিতা ও দাদা হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে জিনিস মানুষের ইখতিয়ারে নয়, অথবা আল্লাহর নাফরমানী হয়, অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য হয় এ সব বিষয়ে মান্নত করা এবং কসম খাওয়া উচিত নয়। যদি কেউ এরূপ কসম করে এবং এর বিপরীত ভাল বলে মনে হয়, তবে সে কসম পরিত্যাগ করে ভাল জিনিস গ্রহণ করবে। কেননা, এরূপ কাজ পরিত্যাগ করাই এর কাফফারা স্বরূপ।
كتاب الأيمان والنذور
حَدَّثَنَا الْمُنْذِرُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ الأَخْنَسِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " لاَ نَذْرَ وَلاَ يَمِينَ فِيمَا لاَ يَمْلِكُ ابْنُ آدَمَ وَلاَ فِي مَعْصِيَةِ اللَّهِ وَلاَ فِي قَطِيعَةِ رَحِمٍ، وَمَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَرَأَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا فَلْيَدَعْهَا وَلْيَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ، فَإِنَّ تَرْكَهَا كَفَّارَتُهَا " .