কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৩১২
আন্তর্জাতিক নং: ৩৩৪৫
ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
৩০৪. দেনা পরিশোধে গড়িমসি করা।
৩৩১২. আল-কা’নবী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মালদার ব্যক্তির জন্য দেনা আদায়ে গড়িমসি করা যুলুমস্বরূপ। তোমাদের কাউকে যদি ঋণ গ্রহণের জন্য (কোনো ধনী ব্যক্তির কাছে) সোপর্দ করা হয় তাহেল সে যেন তা (সোপর্দ হওয়া) গ্রহন করে।

অর্থাৎ কোনো ব্যক্তি যদি দারিদ্রের কারণে ঋণ পরিশোধে অক্ষম হয়ে তার ঋণ কোনো ধনী ব্যক্তির কাছে সোপর্দ করে এবং সেই ধনী ব্যক্তিও সোপর্দকারী ব্যক্তির ঋণ পরিশোধে সম্মত হয় তাহলে, ‍ঋণদাতা যেন এটা গ্রহন করে এবং সেই ধনী ব্যক্তির কাছ থেকেই নিজের পাওনা নিয়ে নেয়। গরীব ব্যক্তির কাছে না চায়!! (বজলুল মাজহুদ)
كتاب البيوع
باب فِي الْمَطْلِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ وَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيءٍ فَلْيَتْبَعْ " .